সোনেলার সেদিন আর এদিন

সোনেলা রোদ্দুর ৩ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার, ১০:২৯:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি, সঙ্গীত ১৮ মন্তব্য

নিয়মিত হতে পারছিনা আগের মত। শত কাজের মাঝেও মনে পরে সোনেলাকে । প্রথম দিকে মাত্র কয়েকজন ছিলাম সোনেলায়। চেস্টা করেছি সবাই এই সোনেলা পরিবারকে গড়তে। এখন সোনেলায় এসে মন ভরে যায় । কত নতুন ব্লগার , কত সুন্দর লেখা । প্রায় সবাই ভালো লিখছেন । নিজে ব্লগার হতে পেরেছি কিনা জানিনা , তবে চেস্টা করেছি সবাইকে আনন্দ দিতে । বলতে গেলে তেমন কাউকেই চিনতাম না সোনেলার । তারপরেও ব্যাপক উৎসাহে সবাই সবার পোস্টে মন্তব্য করেছি, ভাবের আদান প্রদান করেছি। মনে হয়েছে আমরা একে অন্যের আত্মার আত্মীয়।
এই ছোট ব্লগটি একদিন বড় হবে এমন আশা বা স্বপ্ন আমার আছে । নতুনদের ভীরে হয়ত একদিন মুছে যাবে আমার নাম। তারপরেও আত্মতৃপ্তি থাকবে এই যে , আমিও ছিলাম সোনেলাকে গড়ার একজন কর্মী ।

সোনেলার ব্লগারদের মাঝে আত্মিক বন্ধন দৃঢ় হোক ।

আজ দুটো গান সোনেলার সবার জন্য শেয়ার করছি ।

১ /
এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায়
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়।
শুকনো ঘাসে শূন্য বলে আপন-মনে
অনাদরে অবহেলায়
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥
দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলেম রাতে
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে।
যখন আমার ও-পার থেকে গেল ডেকে ভেসেছিলেম ভাঙা ভেলায়।
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥

গানটির ইউটিউব লিংক  

২ /
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো (২)

হাওয়ার গল্প আর
পাখিদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে
দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো (২)
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো

এসো আজ সারাদিন
বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালোবাসাবাসি
শুধু গান আর হাসাহাসি

রঙের বরষা ঐ
নেমেছে যে দেখো ফুলে ফুলে
দুটি হাত তুলে
আমাকে আরো কাছে ডাকো (২)
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো…………

গানটির ইউটিউব লিংক

পোস্টটি উৎসর্গ করলাম ব্লগার খসড়া ভাইয়াকে । যিনি সমস্ত পোস্টে মন্তব্য করে ব্লগারদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।

৯৫১জন ৯৫১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ