নিয়মিত হতে পারছিনা আগের মত। শত কাজের মাঝেও মনে পরে সোনেলাকে । প্রথম দিকে মাত্র কয়েকজন ছিলাম সোনেলায়। চেস্টা করেছি সবাই এই সোনেলা পরিবারকে গড়তে। এখন সোনেলায় এসে মন ভরে যায় । কত নতুন ব্লগার , কত সুন্দর লেখা । প্রায় সবাই ভালো লিখছেন । নিজে ব্লগার হতে পেরেছি কিনা জানিনা , তবে চেস্টা করেছি সবাইকে আনন্দ দিতে । বলতে গেলে তেমন কাউকেই চিনতাম না সোনেলার । তারপরেও ব্যাপক উৎসাহে সবাই সবার পোস্টে মন্তব্য করেছি, ভাবের আদান প্রদান করেছি। মনে হয়েছে আমরা একে অন্যের আত্মার আত্মীয়।
এই ছোট ব্লগটি একদিন বড় হবে এমন আশা বা স্বপ্ন আমার আছে । নতুনদের ভীরে হয়ত একদিন মুছে যাবে আমার নাম। তারপরেও আত্মতৃপ্তি থাকবে এই যে , আমিও ছিলাম সোনেলাকে গড়ার একজন কর্মী ।
সোনেলার ব্লগারদের মাঝে আত্মিক বন্ধন দৃঢ় হোক ।
আজ দুটো গান সোনেলার সবার জন্য শেয়ার করছি ।
১ /
এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায়
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়।
শুকনো ঘাসে শূন্য বলে আপন-মনে
অনাদরে অবহেলায়
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥
দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলেম রাতে
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে।
যখন আমার ও-পার থেকে গেল ডেকে ভেসেছিলেম ভাঙা ভেলায়।
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥
২ /
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো (২)
হাওয়ার গল্প আর
পাখিদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে
দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো (২)
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো
এসো আজ সারাদিন
বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালোবাসাবাসি
শুধু গান আর হাসাহাসি
রঙের বরষা ঐ
নেমেছে যে দেখো ফুলে ফুলে
দুটি হাত তুলে
আমাকে আরো কাছে ডাকো (২)
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো…………
পোস্টটি উৎসর্গ করলাম ব্লগার খসড়া ভাইয়াকে । যিনি সমস্ত পোস্টে মন্তব্য করে ব্লগারদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।
১৮টি মন্তব্য
নীলকন্ঠ জয়
যাদের হাত ধরে সোনেলার যাত্রা অনেক অনেক কৃতজ্ঞতা। এই কয়েকদিনে ভালোবেসে ফেলেছি ব্লগটিকে। ভালোবাসাও পেয়েছি সবার।
ভালো লাগা গান দুইটি শেয়ার দেওয়ার জন্যও আন্তরিক সাধুবাদ।
জয় হোক সোনেলার। জয় হোক সুস্থ ব্লগিং এর।
শুভেচ্ছা। -{@
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ -{@ , আমরা সোনেলা পরিবারের একজন হয়ে একসাথেই থাকবো আশাকরি।
আফ্রি আয়েশা
আপনি সোনেলার প্রথম দিকের ব্লগার এবং অবশ্যই সবার খুব প্রিয়। আপনি আমাদের অর্থাৎ নতুনদের পথ প্রদর্শক । চমৎকার দুটি গান শেয়ার করেছেন । দিদি, কিন্তু কোথায় যেনো অভিমানের ছোঁয়া টের পেলাম … সব সময় থাকবেন আমাদের পথ প্রদর্শক হয়ে ।
লীলাবতী
না না , অভিমান কেন থাকবে ? একটি সময়ে তো আসলেই থাকবোনা এই জগতে , এজন্যই গান দুটো দিলাম আপু -{@ , ধন্যবাদ আপনাকে ।
আদিব আদ্নান
অবশ্যই আপনি প্রথমদিককারদের অন্যতম একজন ।
আমরা আসলেই আপনাকে অনেক মিস করি ।
ব্যস্ততা ঠেলে ফেলে মাঝে মাঝে উঁকি-ঝুঁকি দিলে আমাদের যেমন ভালো লাগবে
আপনিও ভালোথাকবেন ।
লীলাবতী
চেস্টা করবো আবার নিয়মিত হতে আদিব আদ্নান ভাইয়া । মনে পরে সব সময় আপনাদের কথা -{@
জিসান শা ইকরাম
সোনেলার প্রথম দিনগুলোর কথা প্রায়ই মনে পরে
আপনি সহ মাত্র কয়েকজন ছিলাম আমরা ,
সোনেলার পথচলার শুরুটা আপনাদের হাতেই
শিশু সোনেলা হাটতে শিখেছে আপনাদের হাত ধরেই ।
লেখার সাথে এমন গান দুটো কেন ?
শুভকামনা ।
লীলাবতী
সাথে ছিলাম প্রথম থেকে , আছি এবং থাকবো জিসান ভাই । গান দুটো হঠাৎ মনে আসলো 🙂
খসড়া
ধন্যবাদ লীলাবতি। অনেক দিন পর আপনাকে পেলাম।অবশ্যই আপনি ব্লগার। ব্লগে লিখলেই ব্লগার হওয়া যায়।
আমি বোধ হয় একটু কঠোর মন্তব্য করি তাতে কি ব্লগাররা লেখা শিখবে। ভাল থাকুন।
লীলাবতী
খসড়া ভাইয়া একটু কঠিন মন্তব্য করলেও আপনি তো ভালোর জন্যই করেন। সবার পোস্টে যান , সবার পোস্ট পড়েন । একজন ভালো ব্লগারের সমস্ত গুন আপনার মাঝে আছে। আপনার লেখার মানও ভালো। আশাকরি একদিন আপনি বড় ব্লগার হবেন। আপনার আন্তরিক চেস্টা সোনেলাকে এগিয়ে নিয়ে গিয়েছে অনেকটা পথ। আপনিও ভালো থাকুন ভাইয়া -{@
নীলাঞ্জনা নীলা
আমিও তেমন একটা আসতে পারিনা । প্রবাসে থাকায় সুখ নেই দিদি । তারপরেও যখন সুযোগ হয় ভালোবাসার সোনেলায় আসি। নিজের বাড়ি মনে হয় সোনেলাকে । সুন্দর , পরিচ্ছন্ন একটি বাড়ি । নতুন আর পুরাতনদের মাঝে সেতু বন্ধনের কাজতো আপনাদেরই করতে হবে। প্রিয় দুটো গান শুনলাম অনেক দিন পর।
লীলাবতী
হ্যা , সুন্দর পরিচ্ছন্ন একটি বাড়ি সোনেলা। একই বাড়িতে বসবাস আমাদের 🙂 -{@
প্রিন্স মাহমুদ
লীলাবতী , স্মৃতি মুছে না , থেকে যায় , আপনি হারাবেন না , আপনাকে আমাদের এবং সোনেলার দরকার আছে , থাকবে ।
লীলাবতী
ধন্যবাদ প্রিন্স ভাইয়া । সাথে ছিলাম আছি থাকবো । আপনাদের এত ভালোবাসা রেখে কোথায় যাবো ? -{@
শুন্য শুন্যালয়
মাত্র কএকদিনেই অনেক ভালোবেসে ফেলেছি সোনেলাকে…সোনেলার সবাইকেই …সবার মন্তব্য পড়তেই ভালো লাগে, কিন্তু ঘরের ভিত্তি গড়ার কারিগর দের মন্তব্য আরোও বেশী উতসাহ দেয়…এই প্রেরণা জারি থাকবে আশা রাখি…
লীলাবতী
আপনার অনেক বুদ্ধি 🙂 কত সুন্দর করে বললেন ‘ কিন্তু ঘরের ভিত্তি গড়ার কারিগর দের মন্তব্য আরোও বেশী উতসাহ দেয়…এই প্রেরণা জারি থাকবে আশা রাখি ‘ । আপনাদের সাথেই আছি -{@
বনলতা সেন
ধুর আপনাকে মিস করি ।
আপনি থাকলে বেশ একটা ভরসা পাই ।
আমাদের ভুলে গেলেন তো হেরে গেলেন , মনে থাকে যেন ।
লীলাবতী
আমিও তো করি আপু । ভুলবো না (3