মাথায় একটি আইডিয়া এসেছে। জন্মদিন এবং বিবাহবার্ষিকী আমাদের সবার জীবনেই বিশেষ দিন। ব্লগে ১টি
পোস্ট দিয়ে যদি সবার আসল জন্মদিন (সার্টিফিকেটের নয়) ও বিবাহবার্ষিকী (যারা বিবাহিত) জেনে নেই এবং সেই বিশেষ দিনে তাদের জন্য বিশেষ পোস্ট তৈরী করে ব্লগে দেয়া হয় তবে কেমন হয়? একদম জানুয়ারি থেকে ডিসেম্বর এভাবে চলবে। সেই মানুষটিকে এই ফিলিংস দেয়া যে তুমি আমাদের কত কাছের একজন। আমরা তোমার আপনজন। আফসোস, আমারে নিয়া কেউ কোনোদিন পোস্ট দিলো না। তবে এবার সোনেলার দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যাবে না ইনশাআল্লাহ।
তাহলে জানিয়ে দিন আপনার জন্মদিন এবং বিবাহবার্ষিকী। শুরু হোক……
নিচে ব্লগারদের নাম, জন্মতারিখ ও বিবাহবার্ষিকী মাসের সিরিয়াল ধরে দেয়া হলো:
জানুয়ারি:
১। ইঞ্জা: ২৫ জানুয়ারি – জন্মদিন।
ফেব্রুয়ারি:
১। নীহারিকা: ০৪ ফেব্রুয়ারি – জন্মদিন।
২। প্রহেলিকা: ১৭ ফেব্রুয়ারি – জন্মদিন।
মার্চ:
১। নীহারিকা: ১৪ মার্চ – বিবাহবার্ষিকী।
২। মৌনতা রীতু: ২১ মার্চ – জন্মদিন।
এপ্রিল:
১। খসড়া (আকীদা রুনা) : ২৪ এপ্রিল – বিবাহবার্ষিকী।
২। ছাইরাছ হেলাল: ৩০ এপ্রিল – জন্মদিন।
মে:
১। শিপু ভাই: ২০ মে – জন্মদিন।
২। আগুন রঙের শিমুল: ৩১ মে – জন্মদিন।
জুন:
১। বাবু: ০৮ জুন – জন্মদিন।
আগস্ট:
১। নীলাঞ্জনা নীলা: ২৮ আগস্ট – জন্মদিন।
অক্টোবর:
১। সঞ্জয় কুমারঃ ০৪ অক্টোবর – জন্মদিন।
২। মৌনতা রীতু: ১৪ অক্টোবর – বিবাহবার্ষিকী।
নভেম্বর:
১। মেহেরী তাজ: ১৪ নভেম্বর – জন্মদিন।
২। আগুন রঙের শিমুল: ২২ নভেম্বর – বিবাহবার্ষিকী।
৩। ইকরাম মাহমুদ: ২৮ নভেম্বর – জন্মদিন।
৪। জিসান শা ইকরাম: ২৯ নভেম্বর – বিবাহবার্ষিকী।
ডিসেম্বর:
১। নীলাঞ্জনা নীলা: ১১ ডিসেম্বর – বিবাহবার্ষিকী।
২। ইঞ্জা: ১৯ ডিসেম্বর – বিবাহবার্ষিকী।
৩। জিসান শা ইকরাম: ২৫ ডিসেম্বর – জন্মদিন।
৫২টি মন্তব্য
মৌনতা রিতু
আমার যেদিন উষ্টা খাইছিলাম :p সেদিন ছিলঃ ১৪/১০/৯৮..
যেদিন পৃথিবীতে আসলাম সেদিনটি ছিলঃ২১/৩/৮১.
মনু তোমার চালাকি বুঝছি সবার বয়স শুনবার চাইতাছো \|/ \|/
নীহারিকা
এই সারছে। বছর নিজেত্তে দিলে তো বয়স জাইনাই যামু 😀 শুধু মাস আর তারিখ দিলেই চলবো 😀
নীহারিকা
আমার জন্মদিনঃ ০৪ ফেব্রুয়ারী।
বিবাহবার্ষিকীঃ ১৪ মার্চ। 😀
মোঃ মজিবর রহমান
আসলেই রিতু আপু অনেক অনেক ভাল একজন। আর নীহিরিকা আপু আপনারা দুর্দান্ত চালাক!!!!
লাস্টের টা চাই।
নো প্রব্লেম।
মেহেরী তাজ
আমার বিবাহ বার্ষিকী : হইলে জানিয়ে দেবো। :p
জন্মদিন জানার পর গিফট না দিলে কিন্তু কাঁদবো আপু ।
নীহারিকা
আরে আগে জানাও। দেখো পরে গিফট পাও কি না। বড়রা আছে কি করতে? 😉
মেহেরী তাজ
আবেগে নিজের জন্মদিন ই ভুলতে বসেছিলাম। 😀
১৪ই নভেম্বর। সালের তো কোন দরকার নাই। 🙂
নীহারিকা
ভুলে যাবার আগেই যে জানতে পারছি এই ভালো। না না মাইয়া মাইনষের নাকি বয়স কইতে নাই :p
ইঞ্জা
জম্ম – ২৫ জানুয়ারি
বিবাহ – ১৯ ডিসেম্বর
গিফট কই দাদীজান? 😀
নীহারিকা
দিন তো দুটোই চলে গেছে। অপেক্ষা করুন, দেখা যাক কি হয় 🙂
ইঞ্জা
হ বাঁশটা আমিই খেলাম দেখেই তো কেঁদে ছিলাম সোনেলার বার্তায়।
মিষ্টি জিন
আফা ভালো জিনিঁষ হাতে লইছেন।
সবার জন্মতারিখ / বিবাহ বাষিকি জাইন্না এখনই পোষ্ট লেখা শুরু করেন ।পরে সময় পাইবেন না। কারন মোরা কিন্তু মানু কম না সোনেলায়।
😀 😀
নীহারিকা
তারিখ কিন্ত অহনও ল্যাহেন নাই। পরে কিন্ত পোস্ট না পাইলে আমি কিচ্চু জানি না। তাত্তারি তারিক দেইন আফা।
ছাইরাছ হেলাল
সোনেলা নিয়ে আপনি ভাবছেন দেখে ভালই লাগল,
অপেক্ষা করি পোস্টের!!
নীহারিকা
এইবার আর কারও রক্ষা নাই। সোনেলা নিয়ে ভাবছি মানে সারাদিনই উকি মারা অভ্যাস হইছে। খুবই খারাপ অভ্যাস।
তারিখ না দিলে পোস্টও নাই।
তাত্তারি লিখে ফেলেন দেখি।
ছাইরাছ হেলাল
জম্ম!!—…… ৩০-৪-১৯৮৮
বৈবাহিক অবস্থা——-কুমার;
পোস্টের অপেক্ষা করি।
নীহারিকা
খুব খারাপ। এইরকম ১ দিন আগে কেউ জানায়? পার্টির জন্য কিন্ত বুকিং দেন।
আর কি কইলেন? কুমার? তাইলে কিন্ত পাত্রী দেখতেছি। এইবার আর তেরিবেরী করা চলবে না। ভালোয় ভালোয় কইয়া দ্যান কইলাম
প্রহেলিকা
কুমার???????????????
মেহেরী তাজ
কুমার??????
টাইটেল হবে! তাইনা ভাইয়া?
নীহারিকা
ছাইরাছ হেলাল কুমার। বাহ বেশ ভালো লেগছেতো শুনতে!!!!
তবে কেউ ভাবীকে কিছু জানাইলে আমরা দায়ী নই।
ছাইরাছ হেলাল
আবার জিগায়!! তাততারি কাজে নেমে পড়ুন!!
চার-জন কিন্তু!!
আপনি পাখি-বইনের কাম করেন তা আগে জানলে কত্ত সুবিধা হইত!!
পার্টি কুন ব্যাপার না ভাই,
ছাইরাছ হেলাল
এত্ত-গুলো প্রশ্নচিহ্ন দেয়া ঠিক না, সত্য বলার এই এক ঝামেলা!!
সন্দেহ খুপ খারাপ কাজ।
ছাইরাছ হেলাল
পিচ্চি হয়ে এ দেখছি ভাঙ্গানি দিতে ওস্তাদ!!
নীহারিকা
আরে আগেতো খেয়াল করি নাই, ১৯৮৮ কুন হিসাবে দিলেন ভাইসাব? জন্মদিন আর বিয়ার সাল কি গুলাইয়া ফেলছেন?
ছাইরাছ হেলাল
যা বয়স তাই তো দিলাম,
সইত্য কথার ভাত নাই হয়ে যাচ্ছে দিন-কে দিন
নীহারিকা
তাই তো দেখি। কিছু আর কমু না। বাক্যহারা। হায়রে হায়…… সইত্য কথা দুইন্যাত্তে উইটঠ্যাই গ্যাছে।
আগুন রঙের শিমুল
আরে ম্রেছেরে হেলাল ভাই বয়স দেইক্ষা কিন্ত আপ্নের চেহারা বুঝা যায়না, থুক্কু চেহারা দেইক্ষা বয়স :D) ;? ;?
নীলাঞ্জনা নীলা
পৃথিবী যেদিন ধন্য হলো, সেদিন ছিলো ২৮ আগষ্ট, ১৯৭৩ ইং। \|/
আর যেদিন তরুণের কপাল পুড়লো, সেদিন হলো ১১ ডিসেম্বর, ২০০০ ইং। 😀 :D)
নীহারিকা
জানতে পেরে আমরাও ধন্য হলাম। এবার অপেক্ষা করেন দিদি 🙂
নীলাঞ্জনা নীলা
ঠিক আছে আপু অপেক্ষা শুরু করলাম। 🙂
অরুণিমা
এটা খুব ভালো কিন্তু।
নীহারিকা
দিদি দিনগুলো বলে দিন। নোট করে রাখি।
প্রহেলিকা
17February.
RIP Bangla Keyboard
নীহারিকা
১৭ ফেব্রুয়ারি কি দিবস? জন্ম নাকি বিবাহ? নাকি দুইটাই একদিনে?
আগুন রঙের শিমুল
লিজেন্ডস বর্ন ইন মে 😀 ৩১ শে মে ১৯৮৩
এন্ড লিজেন্ডস বিকামস জ্যান্টলম্যান ইন নভেম্বর ২২ ;(
নীহারিকা
বেশ বেশ! জেনে খুশি হলাম। 🙂
বাবু
জন্ম তারিখ ঠিকই মনে আছে ৮ জুন ১৯৬৩ ইং। কিন্তু বিয়ার দিনতারিখটা মনে পড়ছেনা । সেসময় বৃষ্টির মৌসুম ছিল তা মনে আছে। বউয়ের কাছে জিজ্ঞেস করে দেখি তারিখটা তার মনে আছে কিনা!
ভালো উদ্যোগ, খুবই ভালো হবে, সাথে আছি।
নীহারিকা
জিজ্ঞেস করে জানায়েন দাদা।
সঞ্জয় কুমার
জন্ম তারিখ
04-10-1988
অবিবাহিত ।
নীহারিকা
আচ্ছা। পোস্টে যোগ করেছি।
মোঃ মজিবর রহমান
আমার জন্মদিন আসল জানিনা স্যার যেদিন ঠিক করে রেজিস্ট্রি করেছে তা ব্লগে দিয়েছি। আর আমি সব যায়গাতে একই তারিখ, পাসওারড ব্যাবহার করি।
১৪ সেপ্তেম্বর।
নীহারিকা
এটা তাহলে কি? জন্ম নাকি বিবাহবার্ষিকী?
মোঃ মজিবর রহমান
জন্ম আর বিবাহ পার করলাম ২৫ এপ্রিল।
নীহারিকা
দুইটাই একদিনে? 😮
ইকরাম মাহমুদ
জন্মঃ২৮ নভেম্বর, ১৯৮৮
আপাতত একটাই…..
নীহারিকা
আচ্ছা, আপাতত একটাই যোগ করলাম তাহলে।
শুন্য শুন্যালয়
হা হা হা নীহারিকা আপু আপনি তো ইঞ্জা ভাইয়ার দুইবার বিয়ে দিয়ে ফেলছেন। :D)
আমিও আরেকটা বিয়া করতাম চাই ;(
নীহারিকা
ভুল করে হলেও ভালোই হইছে। বিয়ে বলে কথা। ঠিক করে দিয়েছি। তোমার তারিখগুলা কইয়া ফালাও দেখি 🙂
জিসান শা ইকরাম
ভাল আইডিয়া (y)
জন্ম ২৫ ডিসেম্বর
বিয়ে ২৯ নভেম্বর।
উল্লেখ্য যে আমার জন্মের ২৬ দিন পূর্বেই আমি বিবাহ করিয়াছি 🙂
শরীয়ত অনুযায়ী আরো ৩ খানা বিবাহের তারিখ হওয়ার সম্ভাবনা আছে, বলেন সুবহানআল্লাহ।
মিষ্টি জিন
আল্লাহ আপনাকে বাকি তিন বিবাহ তারিখ দেয়ার তৌফিক দান করুন।
সুবহানআল্লাহ। :D) :D)
জিসান শা ইকরাম
আল্লাহ আপনার দোয়া কবুল করুক, আমীন 🙂
নীহারিকা
বিবাহের সুপ্ত বাসনা গুপন করা ঠিক না। আল্লাহ নিজেই যেহেতু ৪ টি সুযোগ দিয়েছেন তাই সেটা হেলায় হারাইবেন না। পাত্রী আমাগো হাতে আছে। শরম না পাইয়া যোগাযোগ করুন 🙂 😀