চিঠি প্রতিযোগিতায় ব্লগার সজীব একাই হস্তগত করল সাত সাতটি পুরস্কার। তাও আবার প্রথম পাঁচের প্রথম, দ্বিতীয়, তৃতীয় (অর্ধেক), চতুর্থ (অর্ধেক), পাঁচটি বিশেষ পুরস্কারের চারটি!
এতে অবাক হবার কিছুই নেই। খুবই সিম্পল একটি কৌশলে এটি প্রাপ্ত হয়েছে সে।
কিভাবে? আসুন বুঝিয়ে দিচ্ছিঃ
প্রথম পুরস্কার পেয়েছেন নীলাঞ্জনা নীলা আপু। আপু থাকেন কানাডা।পুরস্কার গ্রহন করতে হলে আগামী ২৩ সেপ্টেম্বর নীলাপুকে দেশে আসতে হবে।আমি নিশ্চিত হয়েছি যে এই বছরের ২৩ সেপ্টেম্বর উনি বাংলাদেশে আসবেন না। নীলাপু আপনি কত্ত শ্নেহ করেন আমাকে। ভাভু ভাইয়া বলে ডাকেন। আপনার পুরস্কার আমিই তো নেবো আপনার পক্ষ থেকে 🙂 তাইনা আপু? প্রথম অনুরোধ তো আমিই করলাম। আমি জানি আপনি আমাকেই দিয়ে দেবেন প্রথম পুরস্কার 🙂
দ্বিতীয় হয়েছেন শিমুল ভাইয়া। ভাইয়া থাকেন ইতালী। উনি নাকি আসবেন ২৭ সেপ্টেম্বর। যদিও পরে মন্তব্য সংশোধন করে বলেছেন উনি ২৩ তারিখ আসবেন। ভাইয়ার যে ভুলো মন, আমি নিশ্চিত যে ভাইয়া ২৭ সেপ্টেম্বর দেশে আসার ফ্লাইটের টিকেট করবেন? তো কে নিবে ভাইয়ার পুরস্কার? উত্তর পানির মত সহজঃ আমি ছাড়া আবার কে? 🙂
তৃতীয় পুরস্কার পেয়েছেন দুজনে। অরুণিমা আপু থাকেন কলকাতায়। এই আপুটাও আসবেন না পুরস্কার নিতে। আপুও আমাকে খুব শ্নেহ করেন। তার পুরস্কারটাও আমি পাচ্ছি এটি দিবালোকের মত পরিষ্কার 🙂
চতুর্থ পুরস্কার পেয়েছেন দুইজনে।রিতু আপু থাকেন উত্তরবঙ্গে।সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ পরিবহন ধর্মঘট থাকায়( আমি গনক হয়েছি) আপু আসতে পারবেন না। কে নিবে এই পুরস্কার? রিতু আপু বলে দিন তো আপনার পুরস্কার সজু নেবে 🙂
বিশেষ পুরস্কারের মধ্যে আমার ওস্তাদ পেয়েছেন একটি। ওস্তাদ আমি আপনার একমাত্র শিষ্য। আমি কোনো পুরস্কার পাইনি ( উপরের লেখা পড়বেন না প্লিজ )। আপনার পুরস্কারটা আমাকে দিয়ে দিন।আমি কোনো পুরস্কার পাইনি এটি শুনে জানি আপনার মন খুব খারাপ হয়েছে, কষ্ট পাচ্ছেন আপনি। আপনার মন ভাল করা এবং কষ্ট দূর করার জন্য আমিই আছিনা? 🙂 পুরস্কার আমি পেলে ওস্তাদ খুব খুশি হবেন, তাই ওস্তাদের পুরস্কারটি আমিই যে পাচ্ছি এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই 🙂
মিষ্টি জিন আপু থাকেন লেবানন। তিনি কি আসবেন পুরস্কার নিতে? এইমাত্র আপুর সাথে মনে মনে সরাসরি কথা হলো। আপু বলেছেন’ সজু আমি আসতে পারবো না, আমার পুরস্কারটি তুমি নিয়ে তো।’ মিষ্টি আপু আপনার কন্ঠ এত মিষ্টি কেন? (হালকা একটু পটালাম)। আপু হেসে দিয়ে বললেন ‘ হয়েছে আর পটাতে হবেনা, সবাইকে বলে দিচ্ছি মন্তব্যে।
রিমি রুম্মন আপু আছেন আমেরিকায়। আপু এমনিতেই মায়াবতী। কত যে মায়া আপুর সবার প্রতি! আমার প্রতি আবার একটু বেশিই 🙂 তাঁর পুরস্কারটাও আমি নিচ্ছি, আপুই বলে দেবেন সবাইকে আমি জানি 🙂
আমার এই পোষ্ট পড়ে কেহ আবার পুরস্কার প্রাপ্ত ভাইয়া আপুদের কাছে পুরস্কারের জন্য অনুরোধ করবেন না। আমিই প্রথম আবেদন করেছি। একটিই আবেদন গ্রহন করা হবে, সেটি আমি করেছি।
আসুন সবাই দলে দলে এত গুলো পুরস্কার প্রাপ্তিতে আমাকে অভিনন্দন জানান 🙂
সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও ভালবাসা -{@
(3
৩৮টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনি পারেনও পড়লাম আর হাসলাম।আমারতো মনে সে দিন আপনিই থাকবেন না।
নব বর্ষের শুভেচ্ছা।
ব্লগার সজীব
কি যে বলেন ভাইয়া। আমার কি ইচ্ছে করেনা আপনাদের সবার সাথে দেখা করি, পরিচিত হই? শুভ নববর্ষ -{@
মিষ্টি জিন
ইস সজীবের কি কপাল। সাতটা পুরস্কার পাবে।
পটাবে কেন? সত্যিই তো বলেছো । নাম যার মিষ্টি কন্ঠ না হয়ে উপায় কি। যাদু এই খানেই তুমি ধরাটা খেয়েছো। :D) :D)
আচঁছা তুমি নিতে যেও আমার পুরস্কার । মনে থাকে যেনো। নইলে কিন্তু .. বুইজ্জ মনু।
বুদ্ধি মাথায় গিজ গিজ করছে।
কিপ ইট আপ।
ব্লগার সজীব
কিসের ধরা? আপনার গলা তো মিষ্টিই 🙂 প্রিয় মানুষদের কণ্ঠ মিষ্টিই হয় আপু। এইত একটি পুরস্কার কনফার্ম হয়ে গেলো। আপনার জন্য এই এটি -{@
ছাইরাছ হেলাল
তা হলে দেখা যাচ্ছে পুরস্কারের প্রকৃত হকদার আপনিই,
আপনার বৈশাখি সাফল্য কামনা করছি।
ব্লগার সজীব
আমিই প্রকৃত হকদার, দেখেন না একজন আপু দিয়েও দিয়েছেন আমাকে 🙂 সফলতা কামনার জন্য আপনাকে ধন্যবাদ -{@
শুন্য শুন্যালয়
হিসাবে ভুল হইছে, আটটা হবে। রিতু ভাবীজান দুউডা প্রাইজ পাবে, অতএব পুরষ্কারের সংখ্যা আট। সংখ্যা যতো বৃদ্ধি করন যায় আমার জন্যে সুবিধা। সবতো আমি পাইমু, ডার্লিং হইছেন কিবা করতে?
ক্যামনে পটায় পটাইয়া পুরষ্কার গছাইতেছে, বিল্লি দেখলে চুলের কাটা আর লোহার বেলন দিয়ে দ্যাবেনে।
🙂
ব্লগার সজীব
মানে কি? আমি এত কষ্ট করে পুরস্কার নিচ্ছি পটায় পটাইয়া, আপনি নিতে চান কেন? আপনার এই মন্তব্য বিল্লি দেখলে শিং মাছ ট্রিটমেন্ট মাস্ট 🙁 বেলনের চেয়ে শিং মাছ মারাত্মক।
চাটিগাঁ থেকে বাহার
ভাবছি আপনাকে বাংলাদেশে হয়ে রাস্ট্রদূত হিসেবে কোন দেশে নিয়োগ দেয়া যায়… ;?
ব্লগার সজীব
ভাইয়া সবাই যদি আপনার মত প্রতিভা চিনত তাহলে এই দেশের এমন দশা হত না। ধন্যবাদ ভাইয়া -{@
নীহারিকা
সবাইরে নাকি সান্তনা পুরস্কার দেয়া হবে শুনছিলাম। সেই হিসাবে আমার সান্তনাখান যদি আপনি গ্রহণ করেন তাইলে খুবই খুশি হইতাম। সেই হিসাবে আপ্নের পুরস্কার আরেকখান বাড়লো 🙂
ব্লগার সজীব
সান্তনা পুরস্কারও দেয়া হবে নাকি? জানিনা তো আপু। তাহলে তো আমিও পাচ্ছি একটা। আপনার একটা যোগ হল। হিসাব মিলাতে দেখছি ক্যালকুলেটর লাগবে 🙂
মোঃ মজিবর রহমান
পালায়্যা থাক্যা আবার ৭টি !!! ওয়াও। সঙ্গে আছি।
কি কপাল পোড়া, ধুত্তরি আপুরা সজিব সব দেন ওজা খেতেপারে তাজ্জব হয়ে জাবেন।
সজিব ভাইয়া আপনাকে ধেখার শখ ছিল আর হল না।
ব্লগার সজীব
ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্য ভাল লাগে আমার। দেখা একদিন হয়ে যাবে ভাইয়া 🙂
মোঃ মজিবর রহমান
অপেক্ষায় রইলাম। -{@
ব্লগার সজীব
আমিও অপেক্ষায় রইলাম 🙂
ইঞ্জা
শুনলাম পুরস্কার হিসাবে নাকি বই দেবে, তা ভাই আপনি এতো গুলা বই দিয়ে কি করবেন, নাকি ভাঙ্গারীর কাছে বেইচ্চা কটকটি খাবেন, খান খান, খাইয়া পেটের অসুখ বাড়ান। :p
ব্লগার সজীব
আপনি আমার মনের কথা কিভাবে জানলেন ভাইয়া? 🙂 আসলেই কটকটি খাবো :p
ইঞ্জা
লীলাপু কটকটি খাওয়া বন্ধ করে দিয়েছে আপনার। :p \|/
মেহেরী তাজ
আজ কাল নাম প্রেজেন্ট করো না,ক্লাসে আসোনা তুমি! বড্ড ফাঁকিবাজ হইছো।
পুরষ্কার দিয়ে দেবো তোমাকে শুধু নিয়মিত হও ক্লাসে তাইলেই হবে। মনে থাকবে?
ব্লগার সজীব
ওস্তাদ নিয়মিত হচ্ছি তো 🙁 জানি তো ওস্তাদের কাছে চাইলেই পাবো 🙂 খুব মনে থাকবে, নো ফাঁকিবাজি 🙂
লীলাবতী
কত আইডিয়া আমাদের সজুর মাথায়! এত আইডিয়া নিয়ে ঘুম হয় সজু ভাইয়া? এমন ভাবে লিখেছো যে কারো সাধ্যি নেই না বলার 🙂
শুন্য শুন্যালয়
হে হে অলরেডি দুইজন না বলছে টেকনিক্যালি। সেই দিন আর দিন নাই। সজু চালাকি দিয়া পুরষ্কার পটাইবে আর না আর না, আমি খুশি। আমার পুরষ্কারে বাগড়া দিতাছিল তোমার প্যায়ারের সজু ভাইয়া। 😀
ব্লগার সজীব
লীলাপু দেখছেননি কারবারটা? আমি পুরস্কার না পাই তা চাচ্ছে শুন্য আপু 🙁 কোথায় উনি ওনার পুরস্কার আমাকে দিয়ে দেবেন তা না, আমি পুরস্কার না পেলেই উনি খুশি। আবার সজু ডার্লিং ডাকে! সবই মিথ্যে সম্মোধন এই দুইন্যায় 🙁
নীলাঞ্জনা নীলা
আমি তো ২৩ সেপ্টেম্বর আসবো পুরষ্কার নিতে। আমি না গেলে আমার প্রতিনিধি যাবে।
ভাভু ভাইয়া আপনি কটকটি খাবেন, আর আমি বই সেজন্য দেবো?
আপনাকে বেদম পিটুনী দেয়া দরকার। পিচ্চি আপু কোথায় আপনি দেখুন আপনার শিষ্য কটকটি খাবার জন্য পুরষ্কারের বই চাই। :p 😀
শুভ নববর্ষ ভাভু ভাইয়া।
ব্লগার সজীব
আমিই হতে পারি আপনার যোগ্য প্রতিনিধি 🙂 দুই হাত ভর্তি সাত সাতটি পুরস্কার নিয়ে দাঁত বের করা হাসি সহ আমার ফটো, একবার কল্পনা করুণ নীলাপু। কেমন লাগবে আমাকে 🙂 আমার ওস্তাদ তার পুরস্কার দিয়ে দিয়েছেন আমাকে 🙂
শুভ নববর্ষ নীলাপু।
নীলাঞ্জনা নীলা
আচ্ছা আপনি যে এতো হাসান সবাইকে, আমাকে শিখিয়ে দিন আগে। তারপর ভেবে দেখবো পুরষ্কার আপনাকে দেয়া যায়, কি না যায়! 😀
আগুন রঙের শিমুল
হেহেহেহহে আমার বৌ বলেছ আমি না আসলেও সে পুরষ্কার নিবে 😀 (চান্সে বৈলা দিলাম আমার একটা বৌ আছে, আয়োজকরা যাতে খাওনদাওনের ব্যবস্তা বেশী কৈরা করে :p ) তো তোমার ৬ টা নিয়াই সন্তুষ্ট থাকা লাগপে :D)
শুন্য শুন্যালয়
ভাইয়া সজু পুরষ্কার না পেয়ে বউ নিয়ে ভাগান না দেয়, সাবধান হি হি 😀
আগুন রঙের শিমুল
খাইছে আম্রে এইটা তো চিন্তার কথা ;?
ব্লগার সজীব
শুন্য আপুউউউউ সজুর চরিত্র ফুলের মত পবিত্র। আপনি এটি বলতে পারলেন? ;(
ব্লগার সজীব
ভাবি আসবেন? ওয়াও 🙂 তাহলে তো তার কাছ থেকে পুরস্কার নিতে সামান্য কষ্টও হবে না ভাইয়া। অন্য ৬ টি হাতে নিয়ে ভাবির কাছে যাব। বলবো সবাই পুরস্কার আমার কাছে দিয়েছে, আমি একটি ফটো তুলবো ভাবি সবারগুলো নিয়ে। আপনারটাও দিন। না দিয়ে পারবেন উনি? 🙂
আগুন রঙের শিমুল
:D)
ইলিয়াস মাসুদ
সজু ভাই, অংশগ্রহনের জন্য আমিও কিন্তু একটা নামকেওয়াস্তে পুরুস্কার পাচ্ছি, নিন আমারটাও আপ্নি-ই নিন,দয়া করুন
ভাল এক খান কাইদা ছেঁদেছেন কিন্তু :p
ব্লগার সজীব
অংশ গ্রহনের জন্য সবাই পুরস্কার পাচ্ছেন এটি আমি ভুলে গিয়েছিলাম। এখন তো পুরস্কার আরো বৃদ্ধি পেলো \|/
ধন্যবাদ ভাইয়া।
নীরা সাদীয়া
আমারতো অাবেগে কান্না পাচ্ছে, সবাই কত উদার। সব পুরষ্কার সজীব ভাইয়াকে দিয়ে দিবে! কেউ আমারেও একটা দিয়েন, পিলিজ!
অরুণিমা
হাহাহা আমার পুরস্কারের দেখা করে মিষ্টি খাইয়ে একটা সেলফি প্লিজ —সোনেলার সবাইকে নিয়ে—আর কিছু লাগবে না।
ব্লগার সজীব
আচ্ছা দিদি সেলফি তোলার সুযোগ দিয়ে আপনাকে ধন্য করা হবে 🙂