সামনে খালাতো বোনের পরীক্ষা। সে উপলক্ষে আজ খালার বাসায় গিয়েছিলাম। বোনকে বললাম আয় তোর একটা ছবি তুলে রাখি স্মৃতি হিসেবে। দিনে দিনে আরো বড় হয়ে উঠবি তখন তোর ছোটবেলার ছবি কই পাব?
একথা শুনে ক্লাস ওয়ানে পড়া পিচ্চি খালাতো ভাই বলে উঠলো – আপু , তোমরা ছবি তুলে ফেসবুকে দাও। এখন ফেসবুকে ছবি না দিলে মানুষ আর জানেইনা ভাইবোনের সম্পর্ক। তাইনা আপু?
আমি কথাটা শুনে হেসেই অস্থির। ভাবলাম নিশ্চিত ভাবেই কারও ফেসবুকের ছবি নিয়ে রিলেশনশিপের কথা সে কাউকে বলতে শুনেছে। পরে তার কথাটা গভীর ভাবে চিন্তা করতে গিয়ে নিজেও অবাক হলাম। আসলেই এখন এমন একটা সময় চলছে যখন সম্পর্কের বন্ধনগুলো আমাদের ফেসবুকে জানান দিয়ে মানুষকে শুনাতে হচ্ছে। কারন আমি যদি না বলি সে আমার বোন তাহলে একেকজনের কাছে বার বার বলতে হবে সে আমার বোন। রস মাখিয়ে কথা বার্তাতো আজকাল ফেসবুকেই বেশী হয়।
বোনের জন্য দোয়া করবেন সবাই। আর এটা সোনেলা প্রথম পোষ্ট, তাড়াহুড়া করে লেখা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
২৫টি মন্তব্য
বন্যা লিপি
স্বাগতম সোনেলার জমিনে। প্রথমেই স্বাগত জানাতে তর সইলোনা। আমাদের দল ভারি হোক ক্রমশঃ। আপনার প্রতি শুভেচ্ছা ,লিখুন আমরা পড়ার অপেক্ষায়। রইলাম 🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু, পাশেই আছি আপনাদের।
তৌহিদ
সোনেলায় স্বাগতম। ভেবেছিলাম আমিই প্রথম মন্তব্যকারী হব, কিন্তু পেয়ারের বন্যা আফা ফাস্টু হইয়া যান সবসময়। তিনি আমার পোস্টেও সবসময় মন্তব্য করেন।
সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন। আমাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত।
লিখতে থাকুন। শুভকামনা জানবেন।🌹🌹
শবনম মোস্তারী
তাতে সমস্যা কি? আপনি সেকেন্ড হয়েছেন 😃😂
আপনাকেও শুভেচ্ছা 💜
নীরা সাদীয়া
সোনেলায় স্বাগতম।
ঠিক বলেছেন। আজকাল ফেসবুকে তিলকে তাল করে প্রকাশ না করলে মানুষের মনে যেন প্রশান্তিই আসে না। এজন্য সম্পর্কের বাঁধনটা কেমন ফেসবুকমুখী হয়ে গেছে! পরতে পরতে জড়িয়ে থাকা খাঁটি মিষ্টি সম্পর্কগুলো হারিয়ে গেছে।
আশা করব আরো সমসাময়িক বিষয় নিয়ে আপনার অনুভূতি ব্লগে প্রকাশ করবেন।
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু।ফেসবুক নোংরামিতে ভরে গিয়েছে। এজন্য আমি সাবধানতা অবলম্বন করি। আজকাল ফেসবুকেই আমাদের জানান দিতে হয় সবকিছু এটা ঠিক।
শুভেচ্ছা জানবেন।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম।
ফেইসবুকই হয়েছে বর্তমানে সব কিছুর কেন্দ্রবিন্দু।
বোনের জন্য দোয়া রইল।
শবনম মোস্তারী
ভাই বোনের জন্য দোয়া করলে আল্লাহ্ কবুল করবেন অবশ্যই।
সোনেলায় আসতে পেরে আমি খুব খুশি ভাইয়া।
শুভেচ্ছা জানবেন।
সাবিনা ইয়াসমিন
সোনেলা উঠোনে স্বাগতম শবনম। পোস্ট দিয়ে নিজেকে উঠোনের একজন হয়ে গেলেন। আমাদের সাথে থাকুন। ভালো লাগবে, এই পরিবারের সাথে মিশে যেতে।
লেখা ছোটো হলেও কথা বা মুলভাব আসলেই বড় ভাবনার বিষয়। দিন দিন আমরা সোস্যাল মিডিয়াতে যেভাবে আসক্ত হয়ে যাচ্ছি এর ফলাফল আমাদেরই ভোগ করতে হবে। একটি ছোটো শিশুর মনে ছবি তোলা নিয়ে প্রশ্ন এসে যায়, ছবিটি দিয়ে কি হবে/ কোথায় দেয়া হবে। ব্যপারটি একই সঙ্গে দুঃখজনক এবং লজ্জাজনক। ভাই-বোন আত্বীয়-স্বজনদের ফেবুতে পরিচয় করিয়ে দেয়া রীতিমতো কালচারে পরিনত হয়ে গেছে। সময় এসেছে এসব থেকে নিজেদের গুটিয়ে রাখার।
নিয়মিত লিখুন। যখন যেটা মনে আসবে তাই লিখবেন। আমরা আনন্দ নিয়েই পড়বো। অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইলো ❤❤
শবনম মোস্তারী
আপনার উদ্যগেই সোনালায় আসা, এটা আমি কেমনে ভুলিব মেরে বেহনা?💜
আজকাল ফেসবুকে যে কি হচ্ছে! বাথরুম গেলেও মানুষ ফেসবুকে জানান দেয়।😜
দু’মাস একটু ব্যস্ত থাকবো, তবে মাঝেমধ্যেই আসবো ব্লগে।
ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
বাথরুমে ফেইবুক ঢুকে গেছে!!!! মারাত্মক ব্যাপার।
ব্যাস্ততম সময় পার করে নিয়মিত হবেন, আশা রাখছি। ❤❤
শবনম মোস্তারী
জ্বী আপু, ভালো থাকবেন☺
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা আপনাকে,
প্রযুক্তি আমাদের জন্য আনন্দ না অভিশাপ তা মোটা দাগে বলা যাচ্ছে না।
তবে সাবধানতায় আমাদের থাকতেই হয়।
শবনম মোস্তারী
সুন্দর বলেছেন ভাইয়া, ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
সোনেলা পরিবারে স্বাগতম। ফেবু এখন সব। বোনের পরীক্ষার সফলতা কামনা করি।
শবনম মোস্তারী
ধন্যবাদ ভাইয়া, পরীক্ষার ব্যস্ততার জন্য অল্প সময় আসছি ব্লগে। দোয়া করবেন।
মোঃ মজিবর রহমান
আসুন সময় করে, বসুন পান চিবান, শান্তি করে, তারপর মনের আনন্দে সোনেলায় ভ্রমন করু।
ব্লগার সজীব
ছোট লেখাটি খুব ভালো লেগেছে আপু। আমাদের সোনেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। নিয়মিত লিখুন আর অবশ্যই আমার লেখা পড়ুন, কারণ আমি হচ্ছি সোনেলার সবচেয়ে গিয়ানী লেখক 🙂
মনির হোসেন মমি
সু-স্বাগতম সোনেলা পরিবারে।
বোনের জন্য রইল শুভ কামনা।
মাহমুদ আল মেহেদী
স্বাগতম আমাদের সোনেলার সোনালী উঠানে। লেখাটা চমৎকার হয়েছে।
শুন্য শুন্যালয়
ফেসবুককে কে কিভাবে ব্যবহার করছে অনেকটা আমাদের উপরেও নির্ভর করে। ফেসবুক যে অনেকটাই ফেক প্রকাশ করছে তা যখন আমরা বুঝে যাচ্ছি, তখন প্রকাশে খুব একটা কিছু আসে যায়না মেবি। এটা বিনোদন, সময় কাটানোর একটা বড় মাধ্যম।
সোনেলায় আপনাকে সু-স্বাগতম। নিয়মিত লিখুন ফ্রি হয়ে। শুভকামনা জানাচ্ছি অবিরাম।
রিতু জাহান
সোনেলায় স্বাগতম। ফেসবুক আসলে একেকজনের কাছে একেকরকম।
বাচ্চারা যা দেখে তাই বলে আসলে।
নীলাঞ্জনা নীলা
সোনেলা নীড়ে স্বাগতম।
আসলে সম্পর্ক এখন ফেসবুকই জানে।
ভালো লিখেছেন।
নাজমুল হুদা
ফেইসবুক এখন হলো পারিবারিক সম্পর্কের ড্যাশবোর্ড। তবে আমি ঢালাওভাবে ব্যক্তিগত সবকিছু ফেইসবুকে শেয়ার করার সমর্থন করি না।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
সময়টাই এখব এমন।
কিছু করার নেই,মেনে নিতে হবে।