সম্পর্ক ও মানসিকতা

শবনম মোস্তারী ২৯ মার্চ ২০১৯, শুক্রবার, ০৬:৩৯:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

সামনে খালাতো বোনের পরীক্ষা। সে উপলক্ষে আজ খালার বাসায় গিয়েছিলাম। বোনকে বললাম আয় তোর একটা ছবি তুলে রাখি স্মৃতি হিসেবে। দিনে দিনে আরো বড় হয়ে উঠবি তখন তোর ছোটবেলার ছবি কই পাব?
একথা শুনে ক্লাস ওয়ানে পড়া পিচ্চি খালাতো ভাই বলে উঠলো – আপু , তোমরা ছবি তুলে ফেসবুকে দাও। এখন ফেসবুকে ছবি না দিলে মানুষ আর জানেইনা ভাইবোনের সম্পর্ক। তাইনা আপু?

আমি কথাটা শুনে হেসেই অস্থির। ভাবলাম নিশ্চিত ভাবেই কারও ফেসবুকের ছবি নিয়ে রিলেশনশিপের কথা সে কাউকে বলতে শুনেছে। পরে তার কথাটা গভীর ভাবে চিন্তা করতে গিয়ে নিজেও অবাক হলাম। আসলেই এখন এমন একটা সময় চলছে যখন সম্পর্কের বন্ধনগুলো আমাদের ফেসবুকে জানান দিয়ে মানুষকে শুনাতে হচ্ছে। কারন আমি যদি না বলি সে আমার বোন তাহলে একেকজনের কাছে বার বার বলতে হবে সে আমার বোন। রস মাখিয়ে কথা বার্তাতো আজকাল ফেসবুকেই বেশী হয়।

বোনের জন্য দোয়া করবেন সবাই। আর এটা সোনেলা প্রথম পোষ্ট, তাড়াহুড়া করে লেখা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

৭৬৪জন ৬৩৯জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ