আমাদের সম্পূর্ণ জীবনটা সবসময় একটা সম্পর্কের সাথে জড়িত থাকে । সেটা হতে পারে চেনা কারো সাথে অথবা অচেনা। সম্পর্কহীন একলা জীবন, অনেকটা বৃষ্টিহীন মেঘলা কালো আকাশের মতো। যেখানে অপেক্ষা আছে কিন্তু কোন ফলাফল নেই। সম্পর্কের সফলতা যোগ্যতায় নয়,সম্পর্কের সফলতা সাহসে। সম্পর্কের শুরু থেকে শেষ অবদী একটা শব্দ আমাদের সবার মনে লেগে থাকে, তা হলো অপেক্ষা। একটা সম্পর্ক মানে কিছু জীবন একত্র হয়ে একটা জীবনে পরিনত হওয়া। সম্পর্ক মানে, সবাই মিলে একটা ভবিষ্যতের নকশা করা। সেই কাঙ্ক্ষিত ভবিষ্যতে যেতে চাওয়ার অসহনীয় ইচ্ছেই হলো একটা সম্পর্ক। কিন্তু প্রতিটা সম্পর্কের মাঝে বালি পরিমান একটা জায়গা খালি থাকে। সেখানে সন্দেহ নামক এক ধরনের তরল বাস করে। যা সম্পর্কের একটা সময় চোখের পানি হয়ে ঝরে পরে। আমাদের মনে রাখা দরকার, আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষটাকে সন্দেহ করে যাকে চিনি না জানি না তাকেই গিয়ে বলি, হুম সে ভালো ছিলো না।
১৭টি মন্তব্য
বন্যা লিপি
সম্পর্কের সমীকরন অল্পকথায় বলে বা লিখে প্রকাশ করা সম্ভব নয়।এটা আমি মনে প্রানে বিশ্বাস করি। বিশ্বাস এমন এক জিনিষ, করলেও ঠকার সুযোগ থেকেই যায় আবার বিশ্বাস না করলেও সম্পর্ক গুলো যত্ন করা হয়না। মূল ভিত্তিই যেনকোনো সম্পর্কের বিশ্বাস। নৈতিকতার দিক থেকে আমরা যার যার অবস্থানটুকু গঠন করতে জানলেই সঠিক পরিচর্যা করতে পারবো বিস্বস্ত সম্পর্কের।
শুভ কামনা আপনার জন্য 🌹🌹
রাফি আরাফাত
কথা ঠিক বলছেন আপা। ধন্যবাদ
সঞ্জয় মালাকার
চমৎকার লিখেন দাদা,
এই অপেক্ষা সম্পর্ককে দীর্ঘস্হায়ী করে।
পড়ে ভালো লাগলো দাদা।
শুভ কামনা 💌💌
রাফি আরাফাত
ধন্যবাদ দাদা
মনির হোসেন মমি
সম্পর্ক আর অবিশ্বাস বা সন্দেহ এক সাথে থাকতে পারে না।উভয় বিপরীতমুখী অবস্থানে থাকে।খুব ভাল লিখেছেন।
রাফি আরাফাত
অসংখ্য ধন্যবাদ ভাই
ইঞ্জা
চমৎকার লিখলেন ভাই। ❤
রাফি আরাফাত
অন্তর থেকে ভালোবাসা
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
প্রদীপ চক্রবর্তী
দারুণ লেখনী দাদা।
রাফি আরাফাত
ধন্যবাদ দাদা
তৌহিদ
অল্প কথায় একটি তেঁতো সত্যিকে সামনে আনলেন। সম্পর্কে সন্দেহ খুব বাজে ব্যাপার একটা। বিশ্বাস ভাঙা উচিত নয় কারোরই। কারন তারা আমাদের ভালোবাসে।
আর হ্যা,,অন্যদের পোস্টেও গঠনমমূলক মন্তব্য করবেন কেমন? শুভকামনা।
রাফি আরাফাত
ধন্যবাদ ভাই। শুভকামনা সবার জন্য
আরজু মুক্তা
ভাইবোন,বাবামা,এদের থেকে ভালো সম্পর্ক আছে নাকি।।আর সন্দেহের বীজ একবার ঢুকলেই শেষ।
অল্প বর্ণনায় ভালো লিখেছেন।
সাবিনা ইয়াসমিন
সম্পর্ক যেখানে থাকবে ,সেখানে বিশ্বাস, অবিশ্বাস ,প্রেম,ভালোবাসা ,অপেক্ষা,
উপেক্ষা, জটিলতা, প্রাপ্তি সব কিছুর ভিন্ন ভিন্ন ভূমিকা থাকবে। এগুলো জয় করে জীবন পথে এগিয়ে যাওয়াটাই সার্থকতা। মুখোশধারীদের সাথে সম্পর্ক গড়ে তোলা উচিৎ নয়। ব্যাক্তি জীবনে যাবতীয় সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে মুখোশধারীরাই যথেষ্ট ভূমিকা গ্রহন করে থাকে।
শুভ কামনা সব সময় , 🌹🌹
জিসান শা ইকরাম
অল্প কথায় সম্পর্ক নিয়ে খুব ভাল একটি পোস্ট পড়লাম। সবচেয়ে কাছের মানুষকে বিশ্বাস করা উচিৎ। নইলে বিশ্বাস শব্দটাই যে থাকেনা।
নিয়মিত লেখা চাই।
রেহানা বীথি
সম্পর্ক অতি জটিল আবার অতি সরলও। বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে, মান অভিমান চলতে চলতেই এগিয়ে যায় টক-ঝাল-মিষ্টি এই সম্পর্ক।
ভালো লাগলো আপনার লেখা ।