সম্পর্কের সাতকাহন

রাফি আরাফাত ১৯ জুন ২০১৯, বুধবার, ০৯:৫৬:২৬অপরাহ্ন অন্যান্য ১৭ মন্তব্য

আমাদের সম্পূর্ণ জীবনটা সবসময় একটা সম্পর্কের সাথে জড়িত থাকে । সেটা হতে পারে চেনা কারো সাথে অথবা অচেনা। সম্পর্কহীন একলা জীবন, অনেকটা বৃষ্টিহীন মেঘলা কালো আকাশের মতো। যেখানে অপেক্ষা আছে কিন্তু কোন ফলাফল নেই। সম্পর্কের সফলতা যোগ্যতায় নয়,সম্পর্কের সফলতা সাহসে। সম্পর্কের শুরু থেকে শেষ অবদী একটা শব্দ আমাদের সবার মনে লেগে থাকে, তা হলো অপেক্ষা। একটা সম্পর্ক মানে কিছু জীবন একত্র হয়ে একটা জীবনে পরিনত হওয়া। সম্পর্ক মানে, সবাই মিলে একটা ভবিষ্যতের নকশা করা। সেই কাঙ্ক্ষিত ভবিষ্যতে যেতে চাওয়ার অসহনীয় ইচ্ছেই হলো একটা সম্পর্ক। কিন্তু প্রতিটা সম্পর্কের মাঝে বালি পরিমান একটা জায়গা খালি থাকে। সেখানে সন্দেহ নামক এক ধরনের তরল বাস করে। যা সম্পর্কের একটা সময় চোখের পানি হয়ে ঝরে পরে। আমাদের মনে রাখা দরকার, আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষটাকে সন্দেহ করে যাকে চিনি না জানি না তাকেই গিয়ে বলি, হুম সে ভালো ছিলো না।

১জন ১জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ