হায়রে মানুষ, রঙীন মানুষ, রঙীন ফানুস!
সব বদ্ধঘরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে।
এ-বেলা, ও-বেলা ছুটোছুটি, লুটোপুটি সব আজ
জানালার কার্নিশে ঝুলে আছে।
নিস্তব্ধতার কাফনে জড়িয়ে পড়েছে মৃত্যুপুরী।
নেইকো চায়ের কাপে ঝড় তোলা,
নেইকো কপোত-কপোতীর ম্যাচিং ম্যাচিং সাজের বাহার-ওড়াওড়ি ,
নেইকো অসহ্য যন্ত্রণার হাইড্রোলিক হর্ণের দাপাদাপি;
নেইকো ন’টা পাঁচটা কর্পোরেট ছোটাছুটি,
নেইকো কোমলমতি শিক্ষার্থীদের হুরোহুরি স্কুলের এসেম্বলিতে।
চারদিকে শুনশান নীরবতার বলয়ে আটকে আছে
অস্থির, দূষিত শহরটা।
নিরাভরণ শহর- চৈত্রের খরতাপ
বিশুদ্ধ সমীরণে খেলিছে মনের আনন্দে।
বাতাসে নেই আজ সীসার আধিক্য ,
মরণ কামড় বসাতে না পেরে –
কার্বন ডাইঅক্সাইড ধুঁকছে ক্ষুধায়।
অপরত্রে অক্সিজেন বিশুদ্ধতায় ফুলে ফেঁপে
আস্ত ধরনী গ্রাস করছে অবলীলায়।
মানবসৃষ্ট কম্পন গুলো থমকে গেছে বিষাক্ত ভাইরাসে।
প্রকৃতির কম্পন উচ্চস্বরে হেসে উঠেছে, জেগে উঠেছে ;
এতো দিনের দাবানো অধিকার আদায়ে সোচ্চার হয়েছে।
শত শত বর্ষ ধরে বন্দিনী-মুক্ত হয়েছে
জুলুম, অত্যাচার, পরাধীনতা থেকে।
বিহঙ্গ-বিহঙ্গীরা সুরলহরীতে মেতেছে মনসুরের ছন্দ তালে।
প্রকৃতির আশ্রয়কে- নিজ আলয় ভেবে দাম্ভিকতায় গলাধঃকরণে;
আজ তারাই পড়েছে মরণব্যাধির নিগড়ে।
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
একেই হয়ত বলে ক্ষেপে যাওয়া প্রকৃতির রুদ্র মুর্তি,
মরণব্যাধির নিগড়ে।
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক। প্রথম মন্তব্য কারীর জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন । ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
“প্রকৃতির আশ্রয়কে- নিজ আলয় ভেবে দাম্ভিকতায় গলাধঃকরণে;
আজ তারাই পড়েছে মরণব্যাধির নিগড়ে।”
বলেছেন যতার্থ দিদি
সুন্দর কাব্যচয়নে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। আপনার জন্য ও শুভকামনা রইলো। সুস্থ থাকুন সবসময়
জিসান শা ইকরাম
প্রকৃতি হয়ত প্রতিসোধ নিচ্ছে ছোটদি,
নইলে জ্ঞান বিজ্ঞানের এই উন্নতির সময়ে এমন ভাইরাস আসলো কিভাবে!
প্রকৃতির কাছে কত অসহায় আমরা,
তারপরেও আমাদের শিক্ষা হয়না।
অনেক ভাল লেগেছে কবিতা ছোটদি,
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক তাই । বিজ্ঞানের এ যুগে এমন অসহায় হয়ে গেলাম কিভাবে? ঈশ্বর আছেন আর এভাবেই আমাদের শিক্ষা দিয়ে যায়। ধন্যবাদ দাদা ভাই। ভালো থাকুন সবসময় শুভ কামনা
সুরাইয়া পারভীন
প্রকৃতি তার প্রতিশোধ নিয়েই থাকে।
হোক তা আগে অথবা পরে
প্রকৃতি তার পরিবেশ দূষণ মুক্ত করে আবার নতুন হয়ে ফিরে আসবে বলেই এই ভয়াবহ মরণব্যাধি ভাইরাস দিয়েছে।
চমৎকার লিখেছেন দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 🌹🌹🌹 ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় শুভ কামনা রইলো। শুভ সকাল
এস.জেড বাবু
মানবসৃষ্ট কম্পন গুলো থমকে গেছে বিষাক্ত ভাইরাসে।
প্রকৃতির কম্পন উচ্চস্বরে হেসে উঠেছে, জেগে উঠেছে ;
সত্যিই যেন প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি-
চরম মূল্যে পাওনা মিটিয়ে দিচ্ছে মানব জাতি।
কবে হবে অবসান-
কবে মানুষ সেই আগের মতোন বুক ভরে নিঃশ্বাস নিবে।
অসাধারণ চিন্তা শক্তি আপনার-
চমৎকার লিখেছেন।
সুস্থ থাকবেন
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর হয়তো আগের মত বুক ভরে নিঃশ্বাস নেয়া হবেনা তবে কিছুটা হলেও প্রকৃতি তার নিঃশ্বাস নিতে পারলো এটাই বা কম কিসে!! আপনি ও সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো। শুভ সকাল
প্রদীপ চক্রবর্তী
প্রকৃতি ব্যতীত আমরা একাকার।
আজ আমরা ধ্বংসের মুখে নিমজ্জিত।
আমরা প্রকৃতিকে ভালো রাখতে হবে আর না হলে প্রকৃতি তার সমস্ত প্রতিশোধ মেঠাবে।
.
ভালো লেখনী।
শুভকামনা দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। ঠিক বলেছেন। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সাদিয়া শারমীন
খুব সুন্দর করে উপস্থাপন করলেন বর্তমান পিরিস্থিতিকে। এই সুযোগে প্রকৃতিও ফিরে যাচ্ছে আপন চেহারায়। প্রাণীকূলও যেন এতদিনে স্বস্তির নিঃশ্বাস ফেলছে..তারপরও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সব কিছু আগের মতো হয়ে যাক।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
হালিম নজরুল
নিস্তব্ধতার কাফনে জড়িয়ে পড়েছে মৃত্যুপুরী।
——–বাহ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
হালিম নজরুল
ধন্যবাদ
ইঞ্জা
হায়রে মানুষ, রঙীন মানুষ, রঙীন ফানুস!
সব বদ্ধঘরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে।
এ-বেলা, ও-বেলা ছুটোছুটি, লুটোপুটি সব আজ
জানালার কার্নিশে ঝুলে আছে।
প্রথম চার লাইনই অনবদ্য প্রকাশ, বাকি লাইন গুলোও বেশ দারুণ এবং সাবলীল।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো এমন পুঙ্খানুপুঙ্খ মন্তব্যের জন্য। ভালো থাকুন সাবধানে থাকুন শুভ কামনা রইলো
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন আপু।
রেহানা বীথি
প্রকৃতির প্রতি যে অবিচার আমরা করেছি, সুদে আসলে তা উসুল করে নিচ্ছে সে। বাড়াবাড়ির চরম সীমায় পৌঁছে গিয়েছিলাম আমরা, তার মাশুল দিচ্ছি আজ প্রতি মুহূর্তের মৃত্যুভয়ের মাধ্যমে।
চমৎকার লিখেছেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। সত্যিই তাই, প্রকৃতির সাথে আমরা অনেক অবিচার করেছি যার খেসারত দিতে অনেক সময় লাগছে এ মহামারী থেকে মুক্তি পেতে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সাবিনা ইয়াসমিন
জনজীবন, প্রাসঙ্গিক/ অপ্রাসঙ্গিক জীবন যাপন সব কিছু থমকে আছে প্রকৃতির নির্মম রুদ্র-মূর্তির সামনে। হয়তো তারও দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আত্মরক্ষার তাগিদে প্রতিরোধ গড়ে তুলছে নিজের ভেতর। সময় এবং প্রকৃত প্রতিশোধ নেয়ার বেলায় কোনো কার্পণ্য রাখে না।
উপলব্ধির চমৎকার বহিঃপ্রকাশ ঘটেছে এই লেখায়।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ দেয়ালে পিঠ ঠেকে গেলে আত্নরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হয়। সেটাই এখন আমাদের কে আজ অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে, ঘরবন্দী করেছে। ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে গেলাম।
তৌহিদ
একেই বুঝি বলে প্রকৃতির রুদ্রমূর্তি। প্রকৃতি প্রতিশোধ নেয় না তবে আমাদের করনীয় সম্পর্কে সজাগ রাখার জন্য একটা ঝটকা দিয়ে যায় মাঝেমধ্যে।
ভালো লিখেছেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
সহমত আপনার সাথে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন। শুভ সকাল