কিনারাহীন অথই জলে ভাসতে থাকা স্বপ্নগুলো
বুকের ভিতর লুকিয়ে রাখা আজলা ভরা কষ্টের ক্ষত
চোখের কোণে আঁকা তোমার নোনা জলের ছবিগুলো
বাঁধ ভাঙা বরষার জলে সবকিছু আজ ভাসিয়ে দিবো।
বুকের ভিতর উথাল ঢেউয়ে আছড়ে পড়া স্মৃতিগুলো
একলা রাতের নীরবতায় নিঃসঙ্গতার মূহুর্তগুলো
স্বর্গলোকের সিঁড়িবেয়ে সব মৌনতা ভুলিয়ে দিবো।
ছন্নছাড়া জীবনে ছন্দহারা গানগুলো
দীর্ঘশ্বাসের ভাঁজে বন্দি অনূভুতির মলিন ধুলো
বিশুদ্ধ এক আলিঙ্গনে মনের আঁধার ঘুচিয়ে দিবো।
হৃদয় মাঝে চলতে থাকা অবিরত রক্তক্ষরণ
তীব্র চিতার জ্বালা ধরা দু’চোখ ভরা অশ্রুজল
আষাঢ়ি পূর্ণিমার জোয়ারে ভাসিয়ে দিবো দুঃখ সকল।
৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
মকসেদ ভাই, ছন্ন ছাড়া জীবন মানেই বেহেসি।
হৃদয় মাঝে চলতে থাকা অবিরত রক্তক্ষরণ
তীব্র চিতার জ্বালা ধরা দু’চোখ ভরা অশ্রুজল
আষাঢ়ি পূর্ণিমার জোয়ারে ভাসিয়ে দিবো দুঃখ সকল।
কবীর হুমায়ুন
valo laglo 😀
কৃন্তনিকা
“চোখের কোণে আঁকা তোমার নোনা জলের ছবিগুলো
বাঁধ ভাঙা বরষার জলে সবকিছু আজ ভাসিয়ে দিবো।”
বেশ ভাল লাগলো…
স্বপ্ন নীলা
প্রতিটি প্যারা সুন্দর ——অতি সুন্দর
সীমান্ত উন্মাদ
চমৎকার কাব্য কথনে অনেক অনেক ভাললাগা