সব ঠিক হয়ে যাবে

রেহানা বীথি ২৭ মার্চ ২০২০, শুক্রবার, ১২:৩৩:৪৪অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

বহুবার হাতবদল হয়েছে খেলাঘর
কখনও তাদের, কখনও আমাদের।
বিপন্নতা নিয়ে উদভ্রান্তের মতো তাকিয়ে দেখেছি
গাছে গাছে ফুটে থাকা বকুল, ঝুমকোলতা
আরও দেখেছি গাছভরা সজনেফুল।
দেখেছি, অভিমানে কোনও এক সময়
অন্য কোথাও ঘরবাঁধা চড়ুই পাখিটি
হঠাৎ এসে ঘর বাঁধছে আমার ঘুলঘুলিতে
ডাল কেটে ফেলা ছাদ ছুঁই ছুঁই মেহেদী গাছটি
কখন কখন আবারও ছুঁয়ে ফেলেছে ছাদ।

যতবারই হাতবদল হোক
খেলাঘর ভেসে যাক সাগরের ঢেউয়ে
ঢেউয়ে ঢেউয়েই জমে ওঠে বালি
তোমার-আমার, আমাদের খেলাঘর
ভরে ওঠে আবার ঝিনুকে ঝিনুকে।
আমরা জানি, সব ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে আবার।

৭৮০জন ৫৯৫জন

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ