চোখ বুজলেই দেখতে পারি
বিশাল,সবুজ মাঠ,
শিশির ভেজা ঘাসের ডগা,
স্নিগ্ধ ভোরের সাজ!
চোখ বুজলেই দেখতে পারি
শ্যাওলা ধরা দেয়াল,
সেই দেয়ালের ওপাশেতে,
দুষ্টু মিষ্টি কোলাহলে,
মনটা বেখেয়াল!
চোখ বুজলেই দেখতে পারি
আকাশ জোড়া মেঘ,
মেঘ বাহনে,দূরের দেশে,
বৃষ্টিস্নাত তনু মনে
হঠাৎ নিরুদ্দেশ!
চোখ বুজলেই দেখতে পারি
আমার ছেলেবেলা,
শৈশবটা দিচ্ছে উঁকি,
সকাল-সন্ধ্যা বেলা!
শৈশব# সাদিয়া শারমীন।
২০টি মন্তব্য
মনির হোসেন মমি
চোখ বুজলেই দেখতে পারি
আমার ছেলেবেলা,
শৈশবটা দিচ্ছে উঁকি,
সকাল-সন্ধ্যা বেলা!
বাহ্ চমৎকার কবিতা।রূপসী বাংলার রূপের মায়ায় কবি সহ আমরা মুগ্ধ।
সাদিয়া শারমীন
আমি আপনার মন্তব্যে আপ্লুত।
রেহানা বীথি
বাহ্, চমৎকার লিখেছেন।
সাদিয়া শারমীন
ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই আমরা চোখ বুঝলেই দেখতে পারি শৈশব কৈশোর, মনের সাজানো যত চাওয়া পাওয়া। আপনি দেখালেন গ্রাম বাংলার প্রকৃতি। ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো
সাদিয়া শারমীন
আপনার জন্যও শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
“চোখ বুজলেই দেখতে পারি
আমার ছেলেবেলা,
শৈশবটা দিচ্ছে উঁকি,
সকাল-সন্ধ্যা বেলা! “
ওয়াও !
ভর দুপুরে কাটত মোদের
নদী সাতার কাটা
সুর্য দেখে বলতাম মোরা
কখন জোয়ার ভাটা।
শুভ কামনা।
সাদিয়া শারমীন
আপনার মন্তব্যে সব সময় আমি অনুপ্রাণিত।ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
চোখ বুজলেই দেখতে পারি
আমার ছেলেবেলা,
শৈশবটা দিচ্ছে উঁকি,
সকাল-সন্ধ্যা বেলা!
ঐ যে দেখি সবুজ মাঠে
রাখাল চড়ায় গরু,
খেলতে মাঠে হারিয়ে ছিলাম
ছেলে বেলার বন্ধু।
বাহ্, চমৎকার লিখনী
ছাইরাছ হেলাল
ভাবি,
চোখ খোলার কী আর এমন দরকার,
এমন করে যদি হয় সব কিছু একাকার!
সুন্দর কবিতা আপনার।
সাদিয়া শারমীন
আপনার মন্তব্যেও আমি আপ্লুত।ধন্যবাদ।
ত্রিস্তান
আমি যেই না কিছু বলবো বলে এইম নিয়ে কমেন্ট করতে যাই, স্ক্রল করতে করতে দেখি আমার শত্রু টা সেটা আগেই বলে দিয়েছে, এমন শত্রু থাকলে আমি বেঁচে যাই। আমার আর কিছু বলতে হয় না। শুভ হোক শত্রুতা। ভাবীর জন্যেও শুভেচ্ছা।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর উপস্থাপন, শুভ কামনা
সাদিয়া শারমীন
ধন্যবাদ।
আরজু মুক্তা
শৈশব এমনি। হারায়ে খুঁজি।
সাদিয়া শারমীন
সত্যিই তাই।শৈশব সব সময়ই খুঁজে ফিরি।
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা
শুভ কামনা।
সাদিয়া শারমীন
ধন্যবাদ।আপনার জন্যও শুভ কামনা।
ইসিয়াক
ভালো লেগেছে শৈশব স্মৃতি।
সাদিয়া শারমীন
ধন্যবাদ।