শৈশব

সাদিয়া শারমীন ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৯:০৩:১১অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

চোখ বুজলেই দেখতে পারি
বিশাল,সবুজ মাঠ,
শিশির ভেজা ঘাসের ডগা,
স্নিগ্ধ ভোরের সাজ!

চোখ বুজলেই দেখতে পারি
শ্যাওলা ধরা দেয়াল,
সেই দেয়ালের ওপাশেতে,
দুষ্টু মিষ্টি কোলাহলে,
মনটা বেখেয়াল!

চোখ বুজলেই দেখতে পারি
আকাশ জোড়া মেঘ,
মেঘ বাহনে,দূরের দেশে,
বৃষ্টিস্নাত তনু মনে
হঠাৎ নিরুদ্দেশ!

চোখ বুজলেই দেখতে পারি
আমার ছেলেবেলা,
শৈশবটা দিচ্ছে উঁকি,
সকাল-সন্ধ্যা বেলা!

শৈশব# সাদিয়া শারমীন।

১জন ১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ