তুমি সবুজে ভরিয়ে দাও
ভোরের আকাশে
সূর্য ওঠাও
চাঁদের কোমল হাসির মাঝে
আনন্দ ঝরাও ।
রূপকথা থেকে বাস্তব
অশান্ত থেকে শান্ত
পান্ডব থেকে কৌরব
মাটি থেকে দিগন্ত…
তুমি রণচন্ডিকা থেকে মহামায়া
খড়গ থেকে শঙ্খধ্বনি
তুমি অসুরশক্তি বিনাশিনী
মা বাসন্তীকা , তুমি-ই শারদীয়া ।
“মহালয়ার শুভেচ্ছা সবাইকে…মায়ের স্নেহ-আদরের ছায়ায় সকলের জীবনে প্রশান্তি ছড়িয়ে যাক…মা আসছে , তাই কাশফুলের ওড়াওড়ি…শিউলীর নাচন…আকাশ ভরা নীল…ভোরের হিম হিম কুয়াশায় দূর্বাঘাসে বিন্দু বিন্দু শিশির কণা…যদিও এই প্রবাসে প্রকৃ্তির এই সৌন্দর্য দেখতে পাওয়া যায়না…পুজোটাই কেমন জানি লাগে…তবুও তো শারদীয়া আসে…মাতিয়ে তোলে সারাটি বিশ্ব…”
৩৯টি মন্তব্য
খসড়া
শুভ মহালয়া।
নীলাঞ্জনা নীলা
শুভ মহালয়া -{@
নীলকন্ঠ জয়
সবাইকে ছেড়ে কয়েকটা বছর এই দিনটিকে খুব মিস করছি। এখন আর ভোর বেলায় উঠে সবাই মিলে রেডিওতে কান পেতে শোনা হয় না মহালয়ার আগমনী ধ্বনি।
শৈশব কেন যে ফিরে আসে না ! কেনই বা যান্ত্রিক জীবনে পা বাড়ালাম ~!
শুভ মহালয়া নীলাদি।
শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
-{@ -{@
প্রিন্স মাহমুদ
দিডি শুভ মহালয়া , ভালো থাকুন , আনন্দে থাকুন ।
নীলাঞ্জনা নীলা
🙂 -{@
রাহুল উজ্জ্বল
শুভ মহালয়া
নীলাঞ্জনা নীলা
-{@ 🙂
শুন্য শুন্যালয়
অনেক শুভেচ্ছা দিদি…শুভ মহালয়া শুভ হোক …
নীলাঞ্জনা নীলা
-{@ -{@ ,
আদিব আদ্নান
শুভ হোক এমন দিন ।
নীলাঞ্জনা নীলা
ভালো কাটুক শারদীয়া সময়।
রকিব লিখন
জটিল শব্দ চয়ন।। সুন্দর।। (y)
নীলাঞ্জনা নীলা
শারদীয়ার শুভেচ্ছা। ভালো থাকুন।
বনলতা সেন
মহালয়ার শুভেচ্ছা দিলাম ।
নীলাঞ্জনা নীলা
আর আমি শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি।
কোথায় আছেন, কেমন আছেন আনন্দ কবির বনলতা সেন?
মর্তুজা হাসান সৈকত
শারদীয়া শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
শারদীয়ার শুভেচ্ছা রইলো।
জিসান শা ইকরাম
শুভ মহালয়া -{@
পোস্ট দিয়ে ভেগে যায় কেন ?
নীলাঞ্জনা নীলা
নানা পোষ্ট দিয়ে ভেগে যেতে হয়েছিলো। কারণ তখন চাকরী করতাম। আর ব্লগ সম্পর্কে এতোটা বুঝতামও তো না!
যাক শোনো শারদীয়ার শুভেচ্ছা।
তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।
তোমাকে মিস করি নানা। -{@
ফরহাদ ফিদা হুসেইন
শারদীয় শুভেচ্ছা 🙂
নীলাঞ্জনা নীলা
আপনাকেও শারদীয়ার শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা -{@ -{@
নীতেশ বড়ুয়া
যা দেবী সর্বভূতেষু মাতৃরুপেন সংস্থিতা,
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো: নমো:।
সরলার্থ : যে দেবী সকল জীবের মধ্যে মাতৃরুপে বিরাজিতা, সেই দেবী কে নমস্কার, নমস্কার এবং বারংবার নমস্কার জানাই।
হে দেবী, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। তোমার আগমনে এই পৃথিবীকে ধন্য করো । কলুষতা মুক্ত করো। মাতৃরুপে, বুদ্ধিরুপে, শক্তিরুপে আশির্বাদ করো পৃথিবীর প্রতিটি মানুষকে। বিনাশ করো আমাদের অসুর প্রবৃত্তিকে।
-{@ মহালয়ার শুভেচ্ছা সবাইকে -{@
নীলাঞ্জনা নীলা
-{@ -{@ -{@ -{@
দাদা ফুলেল শুভেচ্ছা।
নীতেশ বড়ুয়া
এইবার দেবী দূর্গা কিসে আসছেন দিদি? আজকে আমাদের এইখানে খুব বৃষ্টি হলো! নৌকো নাকি?
নীলাঞ্জনা নীলা
দাদা এবার অবস্থা ভালো না। ঘোড়ায় আগমন আর দোলায় যাত্রা। 🙁
ঠাকুমা-দিদিমা থাকলে বলতো খুব খারাপ।
নীতেশ বড়ুয়া
;?
ভাবছি এইবার কিছু ঘাস কিনে রাখবো… তাজা দূর্বাঘাস। যদি দেবী রুষ্ট হোন তো সেই দূর্বা ঘাস দিয়ে অন্তত ঘোড়াকে কিছুটা শান্ত রাখা যাবে 😀
জয় দেবী দূর্গা -{@
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
জয় মা দূর্গা। -{@
নীতেশ বড়ুয়া
:p :p :p :p
ফাতেমা জোহরা
মহালয়ার শুভেচ্ছা -{@
নীলাঞ্জনা নীলা
ফাতেমা আপনাকেও শারদীয়া শুভেচ্ছা। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুভেচ্ছা মহালয়ার -{@
প্রতি বছর এ পূজা এলেই আমি দেখেছি এমন কি নিজেও যোগ দিয়েছি বন্ধুদের সাথে বেশ আনন্দ লাগছে।
নীলাঞ্জনা নীলা
পূজো চলেই এলো। এবার সেভাবে পূজোতে যাওয়া হবেনা।
হয়তো একদিন যেতে পারি, আবার নাও। ঠিক নেই।
আনন্দ করুন মনির ভাই। তারপর এসে আমাকে গল্প শোনাবেন, ওতেই আনন্দ সাজিয়ে নেবো।
শারদীয়ার শুভেচ্ছা। -{@
নীলাঞ্জনা নীলা
শারদীয়ার শুভেচ্ছা লীলাবতীদি।
অনেক বছর পর প্রতি-মন্তব্য। ভুল বুঝবেন না যেনো। -{@
ইঞ্জা
শুভ মহালয়া আপু।
নীলাঞ্জনা নীলা
শারদ শুভেচ্ছা হ্যান্ডপাম্প ভাইয়া। 😀
ইঞ্জা
মাথা ঠুকার ইমো কই? ;(
শারদ শুভেচ্ছা আপু।
নীলাঞ্জনা নীলা
মডুরা আপনারা কোথায়? আমাদের হ্যান্ডপাম্প ভাই মাথা ঠুকার ইমো চায়।
উনারে একখানা মাথা ঠুকার ইমো দিয়া যান। 😀