খেজুর গাছের পাতা দিয়ে একটা রানী মুকুট বানিয়ে দিতে চাই, নেবে? পরবে তো?
দেখো বহুকাল এপাড় ওপাড়, তবু যেন অন্ধের মতো সুন্দর ছুঁতে পারিনি। বৃষ্টি দেখেছি, কান পেতে রিমঝিম রিদম শুনেছি তবু যেন সামথিং ইজ মিসিং। কিছু একটা নেই, নেই। অন্ধ মানুষটা তার এক একটা অনুভূতি যেমন করে চেটেপুটে নেয়, তা যেন পেয়ে উঠিনা। চোখ বন্ধ করে দেখতে বলছো? হবেনা। হয়না। খেয়াল করেছো কি? চোখ দুটো বন্ধ করলে সূর্য্যের আলোর মাঝে পিউপিল টা ঘুরে বেড়ায়। অর্থাৎ যা তুমি নও, তার হাজার অভিনয়েও তুমি হতে পারবেনা।
আচ্ছা আমি যেন কোথায় ছিলাম? ও হ্যাঁ খেজুর পাতা। খেজুরের কাঁটা, খেজুরের রসের কাছে এই সুন্দর মনোহর পাতা হেরে বসে আছে সেই কবে থেকে। অথচ কী সুন্দর পাতা।
মানে টা হচ্ছে, তোমাকে সুন্দর দেখাচ্ছে কেউ তাদের মতো করে। তুমি দেখছো না। সমুদ্র, শব্দটা শুনলেই তোমার চোখে কী ভাসে? নীল? ঢেঊ? গর্জন? রঙ বেরঙের ভেসে যাওয়া মাছ? শ্যাওলা?
অথচ সমুদ্রের ভেতর দ্বিখন্ডন সমতল তুমি দেখলেই না। একটা রেখার মতো দুভাগ করে ফেলেছে ঢেউ, যেন এক বৃত্তের মাঝে কলংক। কতো কিছু দেখোনি বলোতো? অথচ বুড়িয়ে গেলে। ঠকঠকিয়ে লাঠি হাতে হেঁটে বেড়াচ্ছো।
কী বললে? এখনো কিশোরী তুমি? দৌড়ে বেড়াও ফ্রক পরে?
বেশতো যা দেখেছো আমায় দিয়ে, আজ থেকে নতুন করে দেখো। দেখো, যা আজো দেখোনি। দেখাও, যা আজো তাকে দেখানো হয়নি।
শুভ জন্মদিন নীলাঞ্জনা নীলাপু। যা দিতে পারি, তাইই দিলাম তোমাকে। প্রিয় এই ছবিটি, আর পাতার মুকুট তোমার জন্মদিনে। ভালো থেকো সারাক্ষন। শুভ জন্মদিন।
২৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলার প্রাণ যে কজন আছেন, তার মাঝে নীলাঞ্জনা নীলা অন্যতম,
অনেক সময় সোনেলাকে একা কাঁধে বয়ে নিয়ে গিয়েছেন,
আজ তার জন্মদিন,
শুভ জন্মদিন নীলাঞ্জনা নীলা -{@ -{@
জন্মদিনের আনন্দ বজায় থাকুক আজীবন।
শুন্য আপনাকে ধন্যবাদ নীলাঞ্জনা নীলাকে নিয়ে এমন সুন্দর একটি পোষ্ট দেয়ার জন্য।
শুন্য শুন্যালয়
সুন্দর বলেছেন। আপনাকেও অনেক ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
আমি কিছুই না। খুব সাধারণ একজন। আর তাই অসাধারণ সম্মানিয় মানুষেরা আমার সাথে দেখা করেন না। দুঃখিত অপ্রাসঙ্গিক কথা বলে ফেলেছি বলে।
অসংখ্য ধন্যবাদ আমাকে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য।
মোঃ মজিবর রহমান
সোনেলা যার অন্তপ্রান সে নীলাপু। আপনার জন্মদিনে হৃদয়ের অন্তস্থল থেকে হৃদয় নিংড়ানো শ্রধ্রা রইল।
-{@
শুন্য শুন্যালয়
নীলাপু অবশ্যই সোনেলার প্রাণ। অনেক ধন্যবাদ মজিবর ভাইয়া।
মোঃ মজিবর রহমান
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে পারছি আপনার কল্যাণে।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই অসংখ্য ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
নীল যার নাম সেতো নীল আকাশের ছায়া।
নীলাঞ্জনা নীলা
🙂 -{@
মৌনতা রিতু
শুভজন্ম দিন নীলনদ। অনেক অনেক শুভকামনা। ভাল থেকো সব সময়।
এই সোনেলার বুকে এসে যতোগুলো স্নেহ মায়া মমতা ভালবাসা পেয়েছি তুমি তার একজন। বটবৃক্ষের মতো লিখতে শিখেয়েছো।এমন সব ভালবাসার মূল্য দিতে পারব কিনা জানি না।
তোমার জন্মদিনের পোষ্টে মন্তব্য করতে পেরে ভাল লাগছে খুব।
কিদিব বলো তো! এই নাও সবটুকু ভালবাসা।
শ্রদ্ধা রইলো আপু।
নীলাঞ্জনা নীলা
শান্তসুন্দরী আপু আমার ভাগ্য খুব ভালো। তোমাদের মতো অসাধারণ মনের মানুষদের সাথে আমার পরিচয় হয়েছে। কতো কিছু পেয়েছি এই সোনেলায় এসে। শুন্য আপুর এই পোষ্ট, তোমাদের শুভেচ্ছা মন্তব্য সব মিলিয়ে আমার ৪৪ বছর বয়সে পদার্পণের স্মৃতি অম্লান হয়ে রইবে যতোদিন বেঁচে থাকবো।
অফুরান ভালোবাসা নিও। -{@ (3
মৌনতা রিতু
শুন্য এমন করে সবার দিকে খেয়াল রাখে। আসলে আগলে রাখতে সবাই পারে না।
ভাল থেকো শুন্য। অনেক আদর রইলো। -{@ -{@
শুন্য শুন্যালয়
আগলে রাখার চেষ্টা করি রিতু ভাবী। অনেকে যদিও মনে করে এটা আমার দায়িত্ব, তাই ভালোবাসাটুকু তাদের নজর এড়িয়ে যায়, কৃতজ্ঞতাতো দূরে থাক। যাই হোক। তুমিও ভালো থেকো। ভালো লাগলো তোমাকে দেখে। শুভেচ্ছা অনেক। -{@
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু তুমি আসলেই অসাধারণ একজন। -{@
শুন্য শুন্যালয়
হ, হ ঠিক আছে; আরেকখান পোস্ট দিমুনে।
নীলাঞ্জনা নীলা
সামনের বছর দিও কিন্তু! :p
ইঞ্জা
আসলেই নীলাপু, আপনি এই ব্লগের প্রাণ, বটগাছ যাকে বলে তাই, গত কয়েক মাস ছিলেননা বলে সোনেলার অস্থিত্ব নিয়ে সন্দিহান হয়ে পড়ছিলাম, এখন দেখুন আপনি আসাতে কিভাবে সব জমে গেল।
শুভ জম্মদিন প্রিয় বোন আমার, ভাইয়ের ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।
-{@ -{@ -{@ -{@ -{@
শুন্য শুন্যালয়
নীলাপু আমার অতি পছন্দের একজন, তার উপর পূর্ন শ্রদ্ধা রেখেই বলছি, নীলাপু ছিলেন না বলে আপনি সোনেলার অস্তিত্ব নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন, এই কথাটি আমি অপোজ করলাম। একা একজন শুন্য কিংবা নীলাপু এই ব্লগ চালাতে পারেনা। এই ব্লগের প্রত্যেক ব্লগার এক একটি প্রাণ। আপনি কিছুদিন না এলেও সবাই আপনাকে খুঁজতে শুরু করে দেবে, কারন সোনেলা একটা পরিবার। তবে কেউ একজন না এলেই সোনেলার অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করা খুবই নেতিবাচক মনোভাব।
এই ব্লগে যারা লেখে তারা কেউ পেশাদার লেখক নন। সবাই সংসার, পড়াশোনা, চাকরীবাকরীর পাশাপাশি শখের বশে লেখেন। নানা প্রতিকূলতা থাকতে পারে তাদের। আস্থা রাখুন সোনেলার প্রতি। ভালো থাকুন ভাইয়া। অনেককিছু বললাম বলে মনে কিছু করবেন না।
ইঞ্জা
আপু, রাগ করেন কেন, উদাহরণ দিলেই তো বুঝবেন, নীলাপু নেই, আপনি নেই, রীতু আপু নেই, মিষ্টি আপু নেই, নীহারিকাপু নেই, লীলাপু থেকেও ননেই, কিন্তু নীলাপু এসেছে আশা করি বাকি সবাই এসে যাবেন, আপু আমি চাই আমার বোনরা এই সোনেলায় থাকুক, আপনারাই যে এই ব্লগের প্রাণ, আমার পরী বোনরা উঠোনে উড়াউড়ি না করলে আমাদের কি ভালো লাগে?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সহমত সোনেলা একটি মমতায় বাধা পরিবার। -{@
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাইয়া এই নীড় আমাদের সকলের। এই পরিবারের সদস্যদের একজনও যদি অনুপস্থিত থাকে, আমরা অস্থির হয়ে যাই। একেই বলে আন্তরিকতা। এই উঠোন ছেড়ে কোথাও যাবোনা। যারা একে ভালোবাসে, তারা কোথাও যেতে পারেইনা।
অনেক ভালো থাকুন ভাইয়া। -{@
ইঞ্জা
একদম ঠিক বলেছেন আপু, ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কি বলবো ঠিক বুঝতে পারছি না তবে প্রথমেই জন্ম দিনের শুভেচ্ছাটা জানিয়ে নেই”শুভ জন্মদিন নীলাঞ্জনা নীলা”আপু।অন লাইনে আমি সম্ভবতঃ ২০০৯ সাল থেকেই দীর্ঘ এতোগুলো বছরে চোখে পড়েছে বহু লেখা যা পুরোটা কখনোই হয়নি পড়া তবে নীলাপুর লেখাগুলো আমি পুরোটাই পরতাম ঠিক আমি পড়তাম তা না তার লিখুনির কৌশল ভাষার ব্যাবহার আমাকে পুরোটা পড়তে মন বাধ্য করত।তাছাড়া এ ব্লগের আমার নিকট সে এক দিকে বোন অন্য দিকে মাষ্টার মেডাম আমার পোষ্টে তার কমেন্টসে আমাকে বাংলা বানান শুদ্ধতে অনেক সহযোগিতা করেছেন তাই তার নিকট আমি কৃতজ্ঞ।এমন বোনটির জন্ম না হলে হয়তো আমি এ সুযোগগুলো পেতাম না তাই কৃতজ্ঞ উপরওলার কাছেও এবং কামনা করছি ভাল মনের মানুষরা বেচে থাক অনন্তকাল।
শুন্য আপুকেও ধন্যবাদ। -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই আপনাদের সকলের ভালোবাসায় আপ্লুত আমি। কী আর বলবো!
এভাবেই পাশে থাকবেন। মনে শক্তি পাবো।
মাস্টার ম্যাডাম!!! :D) :D) মজা পেয়েছি। 😀
ভালো থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছার জন্যে। -{@
সিকদার
শুভ জন্মদিন নীলাঞ্জনা নীলাপু । ভাল থাকুন, সুস্থ থাকুন আজীবন -{@ -{@ -{@
নীলাঞ্জনা নীলা
মনের মতো মন্তব্য। সুস্থ থাকাটা সত্যি জরুরী। আমার প্রার্থনায় থাকে ঈশ্বর সবাইকে সুস্থ রেখো, সবার মঙ্গল করো। আপনিও এভাবে বললেন। মন ছুঁয়ে গেলো।
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু আবেগ উথলে উঠলে কিছু বলা যায়না। তোমার এই শুভেচ্ছা লেখনী পেয়ে আমারও একই অবস্থা।
পরে আবার লিখবো। শুধু বলে রাখছি যে সময় ব্লগে পোষ্ট করেছো লেখাটা, আমি তখনই পড়েছি। আর এও জানতাম তোমার শুভকামনা আমি পাবো। অবাক হয়েছি যখন পেয়েছি।
I apreciate it. And also one thing I really love you. (3 -{@
ভার্চুয়ালি পরিচয়, কিন্তু আন্তরিকতা আর্ন্তজগতীয় হয়না। সেটা তুমি দেখিয়ে দিলে।
শুন্য শুন্যালয়
ধুর আগে থেকে জেনে গেলে সারপ্রাইজ হয় বলো? আমিই বোকামি করেছি। ইনবক্সে বলা উচিৎ ছিলো, ও তোমার জন্মদিন তো গতমাসে চলে গেলো, আহারে পোস্ট দেয়া হলো না। 🙂
দেখো ভার্চুয়াল শব্দটাই আমার অপছন্দের খুব। বাস্তব জগতের বন্ধুদেরও তো দেখলাম ঢের। মোবাইলে মেসেজ দিলে উত্তর দেয়না, জিজ্ঞেস করলে প্রথমেই আস্ক করে, তোর ফেসবুক একাউন্ট কই? আন্তরিকতা, হৃদ্যতা যার মধ্যে আছে, সব জায়গাতেই আছে।
ও ইউ লাভ মি? রিয়েলি? 🙂 জানিতো। নতুন কিছু বলো। :p
নীলাপু, হুট করে আজ আবিষ্কার করলাম, আমার ফ্রাস্টেশানের একটা কারন হচ্ছে, আমার লেখা হারায় গেছে। লেখা আমাকে চিয়ার আপ রাখে। আমাকে টিপস দাও। 🙁
আজ কী করলে সারাদিনের লিপি পোস্ট দাও। ভালো থেকো নীলাপু। শুভ জন্মদিন আবারো। -{@
নীলাঞ্জনা নীলা
নতুন কিছু বলমু? আইচ্ছা সামনের বছর আরেকখানা পোষ্ট দিও, নতুন কিছু ওই সময়ে কমু নে! :p
লিস্টি আবার কি? লিখছি তো “আমি নীলাঞ্জনা” পোষ্টে। কি যে খাইলাম, এমন এসিডিটি শুরু হইছে কিছুতেই থামছে না। ;(