শুভদৃষ্টি

অন্তরা মিতু ৯ জুলাই ২০১৯, মঙ্গলবার, ০৭:০৩:০২অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

(আনন্দিত  মনের ২টা কথা-

১. সোনেলার সকল বন্ধুদের প্রতি আন্তরিক ভালোবাসা …. লেখা আর পড়ার আনন্দ মিলেমিশে একাকার হোক ঊষার আঁধার-কাটা সোনালী আর লালের মতো….. নিঃস্বার্থ অনুভূতির দেয়া-নেয়ার অকপট দাবীতে সরব সচল সানন্দ থাকুন সোনেলার ঘরে, জানালায়, বারান্দায়, উঠোনে…….

২. সোনেলা প্রশাসনের প্রতি উদ্ভাসিত খুশীর হাসি, এই গরীবের আইডি টি সযত্নে লালনের জন্য….. এবার আর ছুটি নিব না….  কথা কথা কথা এককথা 🙂 )

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

তার কথা খুব হলো……. আজ তারে দেখি

আজ দেখাদেখি শেষে
পথ যদি শুরু
চোখ যদি খোলা
হাত যদি মুঠি
বুকে যদি জেদ
মাথা যদি টান…..

আজ দেখা শেষে
চোখে চোখ রেখে
পথ…… ষদি…… শেয…..
সবদিক ম্লান……
মন হারা প্রাণ…..

রাত ১২.০৫
৬জুলাই, ২০১৯
– – – – – – –

open your eyes…..

 

 

 

১০৬৬জন ৯৫৪জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ