শিক্ষা ধরো জীবন গড়ো।

সঞ্জয় মালাকার ৩০ মে ২০১৯, বৃহস্পতিবার, ০২:৫০:৩৬পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

পৌছে দিও শিক্ষা নামক শব্দ গুলো
দূর দূরান্তর পথে,
সচল হবে আচল মায়া,জ্ঞান হবে পথে!
শাসক হবে পিতা মাতা,
ছেলে মেয়ের কাছে!
জ্ঞান হবে ভক্তি,
চাওয়া পাওয়ার থাকতে হবে
সীমা নিয়ম নতি?
ছেলে কিংবা মেয়ে হোক…
হোক না বাবা ধনী,
ধন কে তুমি পুঁজি করে,মৃত্যু করনা সঙ্গী!
শিক্ষা ধরো সমাজ গড়
পথেই জ্ঞান হবে সঞ্চয়…
পিতা মাতা ধন্য হবে
হবে তোমার পরিচয়?
তুমি হবে ক্লাস সেরা
দশের মাঝে এক,
বাইক কিংবা, মোবাইল তোমার
দুটোই হবে ফেইক।
শিক্ষাটাই হবে তোমার
পিতা মাতার প্রেম!

১০৮৯জন ৯৪৩জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ