ফটোশপ বা অটোক্যাডে লেয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়।
সারাদিন লেয়ার নিয়ে কম্পিউটার এ কাজ করা সেইসব লেয়ারবিদ বাস্তব জীবনে কেমন হতে পারে আসুন দেখি ( পড়ি)
ফাস্টফুডের দোকানে
ভাই আপনাদের ফ্রাইড চিকেনের সবই ভালো বাট উপরের লোয়ারগুলো আর একটু মোটা আর ক্রিস্পি করা উচিত, টেক্সার ঠিক আছে চলবে।
আর আগের দিন কেক দিসেন ওটার লেয়ার ১টা কম ছিলো, চকোলেট লেয়ার ডাবল থাকবে এমন কেক দিয়েন।
ফলের দোকানে
মামা এটা কি কলা দিলেন এর উপরের লেয়ার তো একবারে নাই,
আরে মামা খাইয়া ট্যাকা দিয়েন কলায় কোন কেমিক্যাল দিই নাই বলে খোসাটা এমন দেখাচ্ছে।
কনস্ট্রাকশন মেটেরিয়ালস
আপনার বালি উপরের লেয়ারের কোয়ালিটি ভালো, তবে নিচের লেয়ারের বালি চিকন এমন লেয়ার কম্বিনেশন হলে আপনার বালি নিবো না।
বন্ধুর ফোনে
তুই বিল্ডিং এর কোন লেয়ারে আছোস?
মানে কত তলায়?
চায়ের টং দোকানে
মামা ৭ লেয়ারের কফি দেন একটা।
লেয়ার চা শুনেছি, লেয়ার কফি হয় নাকি ?
হয়না, কারন কেউ করেনা, আপনি করবেন ইউনিক আইডিয়া।
মার্কেটে ভালো চলবে।
ফার্মেসীতে
মিনিমাম ৪টা লেয়ার প্রটেকশন আছে এমন মাস্ক দেন।
ডেটিং এ
মুখের উপ্রে কত লেয়ার মেকআপ করছো?
চেনাই যাচ্ছে না।
হাসপাতালে
এক্সিডেন্ট করে তো দেখছি হাতের উপরের লেয়ার গেছেগা,
সাবধানে বাইক চালাতে বললে তো শুনিস না।
প্রাইভেট টিউটর
শোনো পৃথিবীর অনেকগুলো লেয়ার রয়েছে, আমরা বাস করি টপ লেয়ারে মানে একদম উপরপৃষ্ঠে
ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত।
১৩টি মন্তব্য
বন্যা লিপি
অভিনব রম্য পোষ্ট। ছবিসহ বিষয়টা সত্যিই বোধগম্য হতে সাহায্য হয়েছে। এমন পোষ্টের জন্য ধন্যবাদ।
সঞ্জয় কুমার
আপনাকেও অনেক ধন্যবাদ।
শুভকামনা
মনির হোসেন মমি
ছবি সহ লেয়ারের রকমারী ভালই লাগল ইঞ্জিনিয়ার সাহেব। আপনার টেকনিক্যালি বিষয়ে লেখা আরো চাই।অনেকদিন পর আবারো একই মঞ্চে আপনাকে পেয়ে স্পস্ট প্রতিয়মান হলো-সোনেলাকে কেউই ভুলতে পারে না-ভুলা যায় না। অসংখ্য ধন্যবাদ ।।
সঞ্জয় কুমার
আপনাকেও অনেক ধন্যবাদ মমি ভাই।
হালিমা আক্তার
বাহারী ছবির সাথে চমৎকার লেখা। এক কথায় অসাধারণ। শুভ কামনা রইলো।
সঞ্জয় কুমার
আপনার জন্যও অনেক শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
রম্য অনেক মজারু হয়েছে। বিশেষ করে কফির লেয়ার এর অংশটা। ঠিকই তো, চায়ের এত লেয়ার থাকলে কফির হবে না ক্যান!?
সঞ্জয় কুমার
লেয়ার কফি না পেলে, ঈদের পর আন্ডুলোন করা হবে
রোকসানা খন্দকার রুকু
আমাকেও থাকতে হবি সে আন্ডুলনে কারন কফির লেয়ার খুপই জরুরি।।
বোরহানুল ইসলাম লিটন
রম্য হলেও কিন্তু এটা বাস্তবতা।
যে যে বিষয়ে কাজ করে (বা দক্ষ)
প্রতিটি ক্ষেত্রে সে তারই ছবি দেখতে পায়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সঞ্জয় কুমার
অনেক ধন্যবাদ লিটন ভাই।
শুভকামনা জানবেন।
নার্গিস রশিদ
মজা পেলাম লেয়ার নিয়ে লেখাটি পড়ে। ছবি গুলো চমৎকার।
সঞ্জয় কুমার
অনেক ধন্যবাদ