লেখা কৈ ! হু, বানান ঠিকই লিখেছি। এই কৈ সেই কই না। এটা যদিও কৈ মাছ, তবে আমার বর্তমান লেখার অবস্থাও এর চাইতে কম খারাপ না। কতোদিন ধরে ভাবছি কিছু একটা লিখবো কিন্তু লেখা খুজেই পাইনা। কই গেলো আমার অক্ষরগুলো ! বর্ষা ঋতুতে কৈ মাছ যেমন কাদায় লুকিয়ে থাকে ,তেমনি আমার অক্ষরগুলোও মনে হয় মগজের ভেতর আটকে গেছে। যখন তখন উঁকি দেয়। যেই ধরে আনতে যাই অমনি লুকায় ঘিলুর অন্ধকার কাদায়। যেকোনো মাছ ধরতে আধার ( মাছের খাবার, কেঁচো, ব্যাঙ, ইঁদুর ইত্যাদি) লাগে। তেমনি কিছু লিখতে গেলেও যে অনেক কিছু লাগে।
খাতা, কলমের কথা বলছি না। ডিজিটাল লেখা লিখতে গেলে কিকি লাগে তার একটা তালিকা করেছি। আমার লাগে ফুল চার্জ দেয়া একটা মোবাইল, পর্যাপ্ত নেট মানে ওয়াই-ফাই কানেকশন, একটা শীতল মাথা আর অনেক অনেক অক্ষর। এগুলো সব রেডি করার পর ঠিক করতে হয় লিখবো কি নিয়ে। টেনশনে মাথা গরম হয়ে যায়। ক্ষিদে পায়, চোখে ঘুম চলে আসে। আর লেখা আসেনা। তারপর আবার খেয়েদেয়ে যেই লেখা শুরু করতে যাই দেখি নেট স্লো হয়ে গেছে। তাতেও দমিনা। সীম বাজারে ঢুকে ভালোমানের একগুচ্ছ ডাটা কিনে নব-উদ্যমে যখন লিখবো লিখবো ভাব নিয়ে মোবাইল হাতে উঠাই, ততক্ষনে আমার লেখার অনুপ্রেরণা ঘুমিয়ে যায়। যাচ্ছেতাই অবস্থায় আছি। কত শখ করে লেখক হবো বলে এসেছিলাম, তা আর হলো না।
একজন ছিলেন, যে আমার কই লেখায় অনুপ্রেরণা দিতেন। এখন তাকেও দেখিনা। সে কৈ মাছের মতো কোথায় গিয়ে ঘাপটি মেরে বসে আছে কে জানে!
লেখা কৈ ? অনুপ্রেরণা কই ? লেখক কই ? পাঠক কৈ!!!!
৩৬টি মন্তব্য
শাহরিন
ছোটখাট পাঠক হাজির …. বড় পাঠক কৈ?
সাবিনা ইয়াসমিন
বড় পাঠকের অপেক্ষায় আছি। দূর-দূরান্তে তাকিয়ে থাকতে থাকতে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, অলস পাঠকের দেখা নেই।
পাঠক ছোট হলেও আপনি প্রথম। তাই গিফট পাওনা থাকলেন। আপাতত কিছু ভালোবাসা গ্রহণ করে আমায় ধন্য করে দিন।
শুভ কামনা অফুরান ❤❤
নাজমুল হুদা
আপু এমন হয় । জোর করে লেখা হয় না । যখন ভাবনা আসবে তখন ডিজিটাল সামগ্রীর অপেক্ষায় না থেকে কাগজ কলমের সংস্পর্শে চলে যাবেন , ভাবনা লিখে রাখবেন । কারণ ভাবনাও অনেক সময় কৈ এ রূপ নেয় ।
শুভেচ্ছা অবিরাম আপু 😍
সাবিনা ইয়াসমিন
ভাইরে, কিছু লিখতে গেলে অনুরাগ-অনুপ্রেরণা লাগে। আমার আশেপাশে অনুপ্রেরণা খুঁজে পাইনা,অনুরাগ চলে গেছে কাসৌটি জিন্দেগী দেখতে। কি লিখবো, কিভাবে লিখবো, টেনশনে খালি ব্লাড প্রেশার বাড়ে, নীচেই নামেনা। 😔😔
ভালো থেকো, মাঝে মধ্যে এমন দুই-চারটা পরামর্শ দিও। লেখক হওয়ার কত্তো শখ আমার!!
শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
লেখা হচ্ছে কৈ মাছের প্রাণের মত, সহজে মরে না। চুলায় তেলের দেয়ার পরেও লাফায় সে।
লেখা ফিরে আসবে চিন্তাইয়েন্না।
পাঠক আছি আমরা।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আপনারা পড়বেন বলেইতো এত টেনশনে থাকি। যা খুশি তা যদি লিখতেই পারতাম, তাহলে উড়াধুড়া কত্তো কিছু লিখে ফেলতাম। কিন্তু সেই পাঠক নাই 😔😔
শেষ আমার লেখা-লেখি 🙇🙇
প্রদীপ চক্রবর্তী
দারুণ ভাবনা দিদি।
শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
আমি কান্নাকাটি করলেও তোমার দারুন লাগে !! কি যে বলি, কি না বলি! মাথা একদম এলোমেলো হয়ে গেলো তোমার কমেন্টে প্রদীপ। 🙇🙇
তৌহিদ
লেখকের কাছে শব্দেরা হচ্ছে কাঁদায় লুকোনো কৈ মাছের মত। নড়াচড়া দেখা যায় তবে ধরা দেয় না। সব লেখকের এই সমস্যা হয়। ইংরেজীতে বা ডাক্তারি ভাষায় এর একটা শব্দ আছে, এই মুহূর্তে মনে করতে পারছিনা। মনে হলে বলবো।
তবে লেখা কৈ কৈ করতে করতেও যে লিখে ফেললেন একখানা লেখা এর জন্য ধন্যবাদ আপনার প্রাপ্য।
শুভকামনা জানবেন আপু
সাবিনা ইয়াসমিন
শব্দটা মনে এলে আমাকে জানাতে ভুলবেন না যেনো। শিখে রাখবো।
স্বাগতম আর অবশ্যই ধন্যবাদ। ভালো থাকবেন, শুভ কামনা 🌹🌹
মাছুম হাবিবী
আমার কাছে এই অগোছালো কৈ মাছের মত লেখাটাই বেশি ভাল্লাগছে। আপনাকে কৈ রাতের শুভেচ্ছা। ভালো থাকবেন, আর বেশি করে কৈ ভাজি করে খাবেন।
সাবিনা ইয়াসমিন
আমি কৈ মাছ হেইট করি। যতবারই এই মাছ কাটতে গেছি ততোবার আমার হাতের বারোটা বেজেছে। তবে খেতে ভালোই লাগে 😆😆
শুভ কামনা রইলো মাছুম, ভালো থাকবেন। 🌹🌹
সঞ্জয় মালাকার
পড়ে খুব ভালো লাগলো আপু,
শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা। আপনিও ভালো থাকবেন। শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
কি বলেন আপু, পাঠক কে কে অনুপস্থিত আছেন আমাকে বলুন সব হাজির করবো, আপনি দ্রুত আপনার কৈ মাছটা এনে তেল মরিচ লবন মেখে ভাজতে শুরু করুন, লোভনীয় গন্ধ শুঁকে সবাই এসে হাজির হবে। 😁
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, পাঠক কি বিড়াল নাকি ভাইজান? আগে বলবেন না! তাহলে এত ঘুরিয়ে-প্যাচিয়ে না লিখে শুধু কৈ মাছ ফ্রাইয়ের ছবি পোষ্ট দিতাম। 😜
শুভ কামনা রইলো ভাইজান। সব সময় ভালো থাকুন, আনন্দে থাকুন। 🌹🌹
ইঞ্জা
আনন্দে থাকুন, সুস্থ থাকুন আপু।
শুভেচ্ছা।
অপু রায়হান
লেখাও হলো কৈ মাছের প্রানের মত দিদি যা সহজে মরে না! 😥
সাবিনা ইয়াসমিন
হু, যা বলেছো। মরেনা আবার সোজাও হতে চায়না। বিশ্রী একটা মাছ, হুহ!!
অপু রায়হান
বিশ্রী জিনিস গুলা সুন্দর বেশীই হয়!
শবনম মোস্তারী
পাঠক হাজির আপু।
শুধু কৈ মাছ আসার অপেক্ষা 😁
সাবিনা ইয়াসমিন
কৈ মাছ খুবই চতুর, স্বেচ্ছায় ধরা দেয় না। অনেকদিন পর দেখা হলো শবনমকে, কেমন আছে সোনার শবনম ? বলতে হবে না, লিখে দিলেই খুশিতে পড়ে নিবো। তাড়াতাড়ি লেখা দিন।
শুভ কামনা, ভালোবাসা ❤❤
বন্যা লিপি
পাঠক হাজির তোমার কৈ লেখায়।তোমার প্রেরনা দানকারী লেখককে হারিকেন জ্বালিয়ে খুঁজতে লেগে পরো। যতদিনে না পাচ্ছো, ততদিনে এমন এমন কৈ লেখা নিয়েই হাজির হও আমাদের মতো “কই” পাঠকের ভীরে।
যা লিখেছো না!!!! এরপরও আফসোস্??
তবে কথাগুলো বড্ড খাঁটি বলেছো গো……
হচ্ছে….এমনটা হয়েই চলেছে দির্ঘদিন ধরে।
💕💕💕💕💕💕
সাবিনা ইয়াসমিন
এসেইতো পড়েছো, হারিকেন জ্বালিয়ে প্লাবন কবে কে খুঁজে বেড়ায় !! তুমি পাশে থাকলেই হবে, প্রিয় পাঠক অনেক লাগেনা। ভালো থেকো বন্যা, ভালোবাসায় থেকো ❤❤
আরজু মুক্তা
আপি,বাজারে দারুণ ডাঁটা উঠেছে,সাথে কই মাছ।।চলবে কিনা, বলেন।রেঁধে নিয়ে আসি।।এই ফাঁকে আপনার মগজও খুলুক
সাবিনা ইয়াসমিন
বাজারে শুধু ডাঁটা ! ডাটা বিক্রেতা পৌছে গেছে ঘরের অন্দর মহলেও। কে কেমন ডাটা চায়, কার কতটুকু লাগবে সব সময় শুধু অফার আর অফার 😉
আপনার অফারটা কিন্তু খুবই পছন্দ হয়েছে। যদি সত্যি সত্যিই কৈ-ডাঁটা খেতে ইচ্ছে করে তাহলে মনে মনে ডাকতে থাকবো…. আপনি কৈ-ডাটার রেসিপি নিয়ে আসবেন তো ???
শুভ কামনা, ভালোবাসা ❤❤
আরজু মুক্তা
আসবো।।।রান্না রান্না রান্না
মনির হোসেন মমি
এই এখানে আমার মন্তব্য গেল কই? মাঝে মাঝে এমনি হয় —কত কিছু যে ভাবি কিন্তু লেখার সময় কিছুই মনে থাকে না। মনে শব্দরা গেল কই?
সাবিনা ইয়াসমিন
মন্তব্য মনে হয় মনেমনে দিয়েছিলেন। তাই অক্ষরে ছাঁপা হয়নি। প্রতিদিন দুইটাকার বাদাম খাওয়া শুরু করেন মমি ভাই। শব্দরা বাদামের টেষ্ট পেয়ে নড়েচড়ে ধরা দিবে। 😂
শুভ কামনা সারাক্ষন 🌹🌹
রেহানা বীথি
কখনও কখনও শীতনিদ্রায় কাতর হয় লেখারা। চিন্তার কিছু নেই, ধরা তাদেরকে দিতেই হবে। শব্দের মালা থেকে একটা একটা করে ফুল ঝরাবে আপনার কলমে।
সাবিনা ইয়াসমিন
আপনার শুভ কামনায় শিক্ত হলাম, এখন ফুল-পাতা কিছু একটা ঝরলেই বর্তে যাবো।
অনেক ভালো থাকুন বিথী আপু। শুভ কামনা, ভালোবাসা ❤❤
ছাইরাছ হেলাল
লেখালেখি করতে এত্ত কিছু লাগে!!
এই জন্য-ই লিখি না, লিখতে পারিও না।
তবে আমি কিন্তু এমনি এমনি-ই লেহি!!
সাবিনা ইয়াসমিন
আমার অনেক কিছু লাগে। কম কম মসলায় কৈ রাধলে যেমন মনমতো স্বাদ আসেনা, তেমনি কৈ লেখকের সব লাগে। আমি হলাম হবু লেখক, এমনি/ তেমনি লিখতেই পারিনা … 😂😂
আসিফ ইকবাল
সাবিনা, কৈ নেই; চারপাশে শিং, মাগুর। সুযোগ বুঝে কাঁটা মারছে ঘ্যাচাং, ঘ্যাচাং- কলম নিয়ে নামতে হবে যুদ্ধে!
সাবিনা ইয়াসমিন
এখন কি লেখা আনতে যুদ্ধে যেতে হবে !! এইজনমে মনে হয় লেখক হওয়া আর হলোনা 🤦
আসিফ ইকবাল
সাবিনা, হাহাহা…লেখক হয়েই তো বসে আছো…আবার হতে হবে কেন!!