রক্তরাঙা পলাশ
ডেকেছিলো আমায়
বৈশাখের রুক্ষতায়;
তাতেও ক্ষান্ত হয়নি
মেলা থেকে কিনেছিলো
রেশমি চুড়ি, ফিতে
আর নীল টিপ!!
প্রখর রূপ দেখে
শ্রাবণের অপেক্ষায় ছিলাম!!
সারা জৈষ্ঠ্যতে ছত্রাক জমেছিলো বালিশে।।
শ্রাবণের তুমুল বৃষ্টি আর বাতাসে
বর্ণহীন হলো রঙধনুময় ছাতাটা!!
নীল শাড়ি কিনে বললো,
“আজ আমার জন্মদিন!!”
মেঘতো ছিনতাইকারী
উড়িয়ে নিলো সাজানো চুল।।
গল্পটা শেষ হতেই পারতো——
পলাশ প্রমিজ করলো
ফাগুনেই লাল হয়ে আসবে!!
২৩টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
শ্রাবনের অপেক্ষায় থাকা মন মেঘকেই ছিনতাইকারী বানিয়ে দিলো! আবার ফের পলাশের অপেক্ষায় প্রহরগোনাও শুরু হলো! এটাকি মন না শরতের আকাশ? একেকবার একেকরকম হয়ে যাচ্ছে!!
সুন্দর লিখেছেন। পড়ে ভালো লাগলো। শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
শ্রাবণকে কান্নার সাথে তুলনা করা হয়েছে।কবিতা ভালো লেগেছে বলে আমি অনুপ্রাণিত হলাম।
শুভকামনা
মনির হোসেন মমি
তবুও মন ভালবাসবে
মন পলাশের রক্তাভায় ভিজঁবে।
চমৎকার কবিতা।
আরজু মুক্তা
শুভেচ্ছা জানবেন।
তৌহিদ
বৈশাখে নীল চুরি আর শ্রাবণে অপেক্ষা! তবুও পলাশ আসুক রক্তরাঙ্গা রুপে।তবে জৈষ্ঠের ছত্রাককে তাড়াতাড়ি বিদায় করুন, বলাতো যায়না- বালিশে মাথা দিলে চুলকানি না হয়!
লেখা ভালো লেগেছে আপু।
আরজু মুক্তা
হা হা।
মন্তব্য ভালো লাগলো।
শামীম চৌধুরী
বাহ কবিতায় নীল, লাল সবকিছু মিলে দারুন উপহার।
আরজু মুক্তা
লাল নীল হলুদ ভালোবাসা।
শিরিন হক
লাল রঙের ভালোলাগায় কবিতার প্রকাশ বেশ লাগলো।
আরজু মুক্তা
শুভেচ্ছা অশেষ।
খুরশীদা খুশী
চমৎকার লিখেছে।
আরজু মুক্তা
শুভকামনা!
শাহরিন
ফুল সব সময়ই সুন্দর আর এর উপমায় শব্দ গুলোও অনেক প্রানোচ্ছল লাগছে।
আরজু মুক্তা
মন্তব্য ভালো লাগলো।
শুভকামনা
জাহিদ হাসান শিশির
হুম
আরজু মুক্তা
হুম কি?
রেহানা বীথি
আসুক পলাশ, অপেক্ষার হোক অবসান।
খুব সুন্দর লিখলেন।
আরজু মুক্তা
শুভেচ্ছা অবিরাম!
ছাইরাছ হেলাল
আসবে আসবে, একটু দেরি হবে হয়ত।
তত দিনে ফুল-টুল গুলো শুকিয়ে না গেলেই হয়।
আরজু মুক্তা
ফুল শুকালেই কি ভালোবাসা শেষ হয়? না অপেক্ষা বাড়ে? আবারও পলাশ ফুটুক। লাল হোক চারিদিক।
মোঃ মজিবর রহমান
হায়! পলাশ কত রুপে জাগবে, কত ভংগিমায় প্রেমিকবি মনে রক্ত রাংগা জাগবে স্বপ্নীল মনে।
আরজু মুক্তা
মনেরি রঙে রাঙাবো, সবারি ভুল ভাঙ্গাবে।
আপনার কমেন্ট ফাস্ট ক্লাস ফাস্ট।
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপু