গভীর রাতে জলপরীরা উড়ছে
আকাশ জুড়ে।
জোছনারাশি খেলা করে,
তাদের চারিধারে।
ফুলকলিদের ফোটার সুখে,
খুকু গাইছে গান।
পাখপাখালি সেই সুরেতে,
ধরলো ঐক্যতান।
নদীর কুলে ঢেউ খেলে যায়,
কুলে ভেড়ে তরী।
রাজার কুমার বসে তাতে,
দেখতে মানায় ভারি।
কি চায় কুমার কে জানে হায়!
কিসের তরে প্রবেশ।
ছোট্ট খুকু গান থামিয়ে,
চিন্তিত হলো বেশ।
রাজকুমার বলল হেসে,
”ভয় কেন গো আর।
ছন্দ সুরে বেশতো ভালো,
লাগছিলো গান তোমার”।
খুকুমণি তাই না শুনে,
পেল ভীষণ লাজ।
ছুট লাগালো বনের পথে,
বলল,”আছে কাজ”।
এই কথাতে এলো ছুটে,
জলপরীরা সব।
”লাজ হয়েছে, লাজ হয়েছে”
জুড়লো কলরব।
২৯টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হুম! লাজে পালায় খুকি। কবিতা বেশ হয়েছে।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
ছাইরাছ হেলাল
শিশুতোষ কবিতা বেশ ভাল-ই লিখেছেন।
ইসিয়াক
শুভকামনা সতত।
নৃ মাসুদ রানা
বাহ! বেশ সাজানো গোছানো
ইসিয়াক
মন্তব্যে ভালো লাগা।
ধন্যবাদ
অনন্য অর্ণব
চমৎকার ছড়া কবিতা। শিশুরা একটুতেই লজ্জা পায়- এটা অনেকটা অভিমান ও বলা যায়।
ইসিয়াক
অনেক ধন্যবাদ রইলো ভাইয়া্ ।
সুপর্ণা ফাল্গুনী
ছন্দের ছড়াছড়ি,লাগছে বেশ ভারী। এমন এমন ছড়া চাই ভুরিভুরি । ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
ইসিয়াক
মন্তব্যে অনুপ্রাণিত হলাম দিদি ।
শুভকামনা জানবেন।
সুপায়ন বড়ুয়া
“নদীর কুলে ঢেউ খেলে যায়,
কুলে ভেড়ে তরী।
রাজার কুমার বসে তাতে,
দেখতে মানায় ভারি। “
আমাদের রাজকুমার আশায় থাকে
কখন দেবে পাড়ি।
শুভ কামনা।
ইসিয়াক
মন্তব্যে অনুপ্রাণিত হলাম দাদা। শুভকামান রইলো্
ফয়জুল মহী
শ্রুতিমধুর ও সুখপাঠ্য লেখাটা।
ইসিয়াক
অনেক ধন্যবাদ রইলো । শুভকামনা।
নিতাই বাবু
খুকুমণিদের নিয়ে ছড়া কবিতা বেশ ভালোই লেগেছে, দাদা। শুভেচ্ছা জানবেন।
ইসিয়াক
মন্তব্যে প্রীত হলাম ।শুভকামনা।
রেহানা বীথি
চমৎকার লেখেন আপনি ছন্দে ছন্দে।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন আপু্
কামাল উদ্দিন
ছোটদের সুন্দর ছড়া, ভালোলাগা জানিয়ে গেলাম।
ইসিয়াক
ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভকামনা সব সময়।
ইসিয়াক
ধন্যবাদ
দালান জাহান
সুন্দর কবিতা
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
সুরাইয়া পারভীন
সোনামণিদের নিয়ে চমৎকার ছড়া। দারুণ লিখেছেন
ইসিয়াক
মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু।
ধন্যবাদ
কামরুল ইসলাম
সুন্দর লিখেছেন
ইসিয়াক
অনেক ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইলো ।
নাজিয়া তাসনিম
বাহ 🌷🌷