রাতের বেদুইন নিস্তব্ধতায় ভালোবাসে,
বাসন্তী ফুলের সমারোহে, আ—মৃত্যুর সোনালী প্রহর,
বিলাসী-মরণের নাগপাশে।
সে মরণ অবগাহন হোক না দৈনিক/মাসিক/ষাণ্মাসিক!
বছরান্তের, চাতক হৃদয়ের হাহাকার ভুলে
শুধুই ডুবে থাকা, ভিজে-জ্যোৎস্নার তীব্র দহনে;
মরণ সে তো তুহ মম!
নৈকট্যের তীব্র আলোকে আলোড়িত সে-এক স্বপ্ন-পুরি
মত্ত-জ্যোৎস্নার স্ফীত শিহরণে, ফাগুন হাওয়ার উজ্জ্বল নিঃশ্বাসে
সে-সব বিনিদ্র রাত্রি, থরো-কম্পনের সোনালী ডানা
মরণের বেশে রাতের প্রহেলিকায় ভাসে গভীরের নিভৃত-কুঞ্জে,
স্বর্গের অপ্সরার মতই নান্দনিক সাজশয্যায়
বুকে আগলে রাখে, আঁধার ভ্রুকুটির বিহ্বল-লাজ ফেলে;
হাঁ-করা বিদীর্ণ আকাশ-রাত তামাদি হবে আজ!
হৈমন্তিক নরোম ফুলেল লঘু-নিনাদে।
২১টি মন্তব্য
অনন্য অর্ণব
এ প্রগাঢ় প্রায়োপবেশন অলক্ষ্যে কি করে মোর রয়-
যেখানে রতি জীব্য দিব্য মম মর্মে তুলেছে প্রলয়।।
কবিতা’ই হোক জীবনের ঔপনিবেশিক সংজ্ঞা।
ছাইরাছ হেলাল
ঔপনিবেশিক বা প্রাগৈতিহাসিক যাই হোক না কেন কবিতা আমাদের লাগেই!
তৌহিদ
ভালোবাসার প্রাপ্তির কাছে মরণ সেতো তুচ্ছ! আর বেদুইনের ভালোবাসাকে অগ্রাহ্য করে সে কোন পাষাণী?
ছাইরাছ হেলাল
এ তো দেখছি বিরাট আত্মবিশ্বাসী! এত সাহস আসে কোত্থেকে!
জাতি কিন্তু জানতে চাইতে পারে!
সুপর্ণা ফাল্গুনী
মরণকে সঙ্গী করেই ভালোবাসাকে বরণ করতে হবে। প্রতিদিন, মাস, বছর হাহাকার ভুলে মরনের গর্ভেই সুখ খুঁজে নিতে হবে। আপনার বেদুইন ভালোবাসার জয় হোক। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
মইরা গেলে ভালুবাসা কৈ থাকপে!
তাই ভালোবাসার জন্য মরণ হোক চিজ নাও হতে পারে।
আপনি যখন বলছেন, হউক জয়।
অনেক ধন্যবাদ, মন দিয়ে পড়ার জন্য
ফয়জুল মহী
অনন্য লিখনী।
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন আপনি।
শান্ত চৌধুরী
রাতের বেদুইন নিস্তব্ধতায় ভালোবাসে,
বাসন্তী ফুলের সমারোহে, আ—মৃত্যুর সোনালী প্রহর,
বিলাসী-মরণের নাগপাশে।
চমৎকার কাব্য ভাবনা …
ছাইরাছ হেলাল
মন্তব্যের জন্য ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
“রাতের বেদুইন নিস্তব্ধতায় ভালোবাসে,
বাসন্তী ফুলের সমারোহে, আ—মৃত্যুর সোনালী প্রহর,
বিলাসী-মরণের নাগপাশে।”
হেলাল ভাইয়ের রাতের বেদুইন
মন ছুয়ে যায় উষ্ণ ভালবাসায়।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
সঞ্জয় মালাকার
মরণকে সঙ্গী করেই ভালোবাসাকে বরণ করতে হবে।
শুভ কামনা শ্রদ্ধে দাদা।
ছাইরাছ হেলাল
মইরা গেলে আর ভালবাসা পামু কৈ!
সঞ্জয় মালাকার
মরবা না গো দাদা জীবিত থাকতে পাইয়া যাইবা। ধন্যবাদ শ্রদ্ধে।
রেহানা বীথি
বরাবরের মতোই অপূর্ব আপনার কাব্য।
ছাইরাছ হেলাল
আচ্ছা, শুভেচ্ছা,
আপনার লেখার অপেক্ষায় আছি।
জিসান শা ইকরাম
দৈনিক/মাসিক/ষাণ্মাসিক/ বছর – যুগ বাদ পরে গিয়েছে 🙂
ছাইরাছ হেলাল
অতদূর পর্যন্ত পারা যাবে না, তাই আগেই থেমেছি।
সাবিনা ইয়াসমিন
রাতের বেদুইন কি প্রেমে পরেছে কারো? যতটুকু জানি
বেদুইন মরুর চাঁদ ছাড়া আর কিছুর প্রেমে পরে না।
ছাইরাছ হেলাল
বেদুইন প্রেম চেনে না, জানে না,
তাই সে প্রেমে পড়ে-ও না।
লেখা কৈ!