সপ্ন গুলো ঝরা পাতার মত ঝরে পরছে
রাজকুমার যেন হারিয়ে গেছে
তার রাজত্ত আজ বরণো হীন।
প্রতিনিয়ত তাকে নিয়ে ভাবা রাজকুমারির
চোখের জল ফুরাতে যাচ্ছে,
তবুও সে কাদছে, কেদেই চলেছে
অপেক্ষা করে চলেছে তার প্রিয়
তার ভালবাসা রাজকুমার এর জন্য।
রাজকুমারি এখনও অপেক্ষা করে আছে
ভাবছে রাজকুমার এসে নিয়ে যাবে তাকে সঙ্গি করে।
পথ পানে চেয়ে আছে রাজকুমারি
কিন্তু কোথায় তার রাজকুমার !
রাজকুমারি যে পানি বিহিন টপের
ফুলের মত ধিরে ধিরে চুপসে পরছে
হয়তো ম্রিত্যু এসে নিয়ে যাবে ,
তবুও সে অপেক্ষা করছে রাজকুমারের জন্যে।
——————————সীমা সারমিন
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
রাজকুমারির অপেক্ষার অবসান হোক
ভালো কবিতা ।
হলুদ পরী "সীমা সারমিন"
ধন্যবাদ আপনাকে 🙂
মোঃ মজিবর রহমান
হয়তো ম্রিত্যু এসে নিয়ে যাবে ,
তবুও সে অপেক্ষা করছে রাজকুমারের জন্যে।
না তা আমি চাইনা। প্রকৃত রাজকুমার আসুক আপু
হলুদ পরী "সীমা সারমিন"
দোয়া করেন ভাইয়া 🙂
ছাইরাছ হেলাল
রাজকুমারীর বিরহ আমাদের ভাবিয়ে তুলছে ।
পটল তোলা রাজকুমারের কথা আর না ভাবাই ভাল ।
নিপাত যাক এমন রাজকুমার ।
যদিও আপনার অপেক্ষার শেষ হবেই ।
ভাল হয়েছে লেখা ।
হলুদ পরী "সীমা সারমিন"
ভাইয়া রাজকুমার কে পটল তোলা বললে খারাপ লাগে 🙁
এই মেঘ এই রোদ্দুর
ভাল লাগল
হলুদ পরী "সীমা সারমিন"
ধন্যবাদ আপু 🙂
মা মাটি দেশ
চাওয়া পাওয়ার মাঝেই জীবনের চলাচল
কেউ সহজে কারো বা দুঃস্বপ্নের গল্প (y)
হলুদ পরী "সীমা সারমিন"
হুম দুঃস্বপ্ন 🙁
নীলকন্ঠ জয়
পটল তোলা রাজকুমারকে আস্তাকুড়ে ছুড়ে ফেলা হোক। আমার ছোটা’পুর সাথে যে এমন করেছে তার জন্য ধিক্কার । বোধবুদ্ধি ফিরে আসুক তার।
কবিতায় ভালোলাগা। -{@
হলুদ পরী "সীমা সারমিন"
ভাইয়া 🙁 রাজকুমার পটল তোলা নয় :'(
নিশিথের নিশাচর
অপেক্ষার অবসান হবে একদিন রাজকুমার ও আসবে একদিন পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে।
হলুদ পরী "সীমা সারমিন"
সেই অপেক্ষাতেই আছি 🙂
শুন্য শুন্যালয়
রাজকুমারের কি আকাল পড়েছে? মিস্টি রাজকন্যার জন্য যোগ্য রাজকুমার অবশ্যই মিলবে ..