রাজকুমারির অপেক্ষা

সীমা সারমিন ৮ ফেব্রুয়ারি ২০১৪, শনিবার, ১০:৪২:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

সপ্ন গুলো ঝরা পাতার মত ঝরে পরছে
রাজকুমার যেন হারিয়ে গেছে
তার রাজত্ত আজ বরণো হীন।

প্রতিনিয়ত তাকে নিয়ে ভাবা রাজকুমারির
চোখের জল ফুরাতে যাচ্ছে,
তবুও সে কাদছে, কেদেই চলেছে
অপেক্ষা করে চলেছে তার প্রিয়
তার ভালবাসা রাজকুমার এর জন্য।

রাজকুমারি এখনও অপেক্ষা করে আছে
ভাবছে রাজকুমার এসে নিয়ে যাবে তাকে সঙ্গি করে।

পথ পানে চেয়ে আছে রাজকুমারি
কিন্তু কোথায় তার রাজকুমার !

রাজকুমারি যে পানি বিহিন টপের
ফুলের মত ধিরে ধিরে চুপসে পরছে
হয়তো ম্রিত্যু এসে নিয়ে যাবে ,
তবুও সে অপেক্ষা করছে রাজকুমারের জন্যে।
——————————সীমা সারমিন

৮৩৮জন ৮৩৮জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ