ভালো লাগা গান নিয়ে এলাম সোনেলায় আবার । শাওন এর কন্ঠে এই বর্ষায় গানটি ভালো লাগবে সবার আশাকরি।
যদি মন কাঁদে তুমি চলে এসো
চলে এসো এক বরষায়
এসো ঝরো ঝরো বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে
এসো কমলো শ্যামলো ছায়
চলে এসো এক বরষায়
যদিও তখনো আকাশ থাকবে বৈরি
কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরী
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বজলি আলো
তুমি চলে এসো
চলে এসো এক বরষায়
নামিবে আঁধার বেলা ফুরাবার পরে
মেঘমল্লার বৃষ্টিরো মনে মনে
কদমও গুচ্ছ খোপায় জড়ায়ে নিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
চলে এসো
তুমি চলে এসো এক বরষায় ।
২৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
অনেক দিন পরে এলেন ।
গানটি বহুবার শুনেছি , আজ আবার শুনলাম ।
বর্ষা হচ্ছে এখন , অসাধারন লাগলো এখন শুনে ।
ধন্যবাদ শেয়ার করার জন্য ।
অজানা এক পথে চলা
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ।
ছাইরাছ হেলাল
শুনলাম , এমন দিনে এ গান শুনে শেষ করা কঠিন ।
অজানা এক পথে চলা
আমি আজ বারবার শুনছি এই গানটি । প্রতিবার যেনো নতুন গান । কেমন আছেন হেলাল ভাইয়া ? চিনেছেন আমাকে ?
ছাইরাছ হেলাল
মাফ করবেন , চিনতে পারছি না । একটু সাহায্য করুণ ,ঠিক চিনে নেব ।
শুধু জানি মাস চারেক আগে লিখছিলেন ।
অজানা এক পথে চলা
চিনে নেয়ার টিপস , ইংলিশে মাস্টার্স , শিশুর মত চোখ । আর বলা যাবেনা 🙂
ছাইরাছ হেলাল
সরি সরি । আর বলতে হবে না ।
কেন যে চোখের ছবি তুলে রাখিনি !
পরের বার ছবি তুলবই ।
মশাই
নস্টালজিক হলাম গান শুনে!!! আমার এই স্বভাব অনেক পুরনো যা ভাল লাগবে তা বার বার শুনতে হয়। এখন আর কিছু বলতে পারছি না গান শুনতে হবে যে।
অজানা এক পথে চলা
শুনতেই থাকুন ভাইয়া ।
শুন্য শুন্যালয়
প্রিয় গান। এ গান যতোবার শুনি, ততোবার কদম গুচ্ছ খোঁপায় জড়ায়ে নিয়ে, জল ভরা মাঠে নাচি তাকে নিয়ে … 🙂
অনেক ধন্যবাদ শেয়ারের জন্য।
অজানা এক পথে চলা
আপু , কদম গুচ্ছ খোঁপায় জড়ায়ে নিয়ে, জল ভরা মাঠে তাকে নিয়ে নাচের ফটো দেখতে চাই 🙂 -{@
ব্লগার সজীব
মায়াময় গান । (y) -{@
অজানা এক পথে চলা
ধন্যবাদ -{@
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
দারুণ, আপনাকে :T দাওয়াত।
অজানা এক পথে চলা
কিসের দাওয়াত , কোথায় দাওয়াত ? -{@
স্বপ্ন নীলা
গানটি যতবারই শুনি তত বারই ভাল লাগে ——শেয়ার করেছেন গানটি — আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়
অজানা এক পথে চলা
প্রানের গান যে , তাই বারবার শুনতে ইচ্ছে করে আপু ।
বনলতা সেন
শুনে ভালো লাগল ।
অজানা এক পথে চলা
ভালো লাগারই কথা আপু ।
অদ্ভুত সেই ছেলেটি
গান টা সব সময় ই শুনি। ভাল লাগে অনেক
অজানা এক পথে চলা
আমিও শুনি , বিশেষ করে বর্ষার রাতে ।
ওয়ালিনা চৌধুরী অভি
অসাধারন এক গান , শাওন এত দরদ দিয়ে গানটা গেয়েছেন !! ধন্যবাদ আপনাকে ।
অজানা এক পথে চলা
আমার খুব ভালো লাগে ।
মোঃ মজিবর রহমান
এই বরষায় বর্ষার গান ভালত লাগবেই সুন্দর।
শুভেচ্ছা অবিরত
অজানা এক পথে চলা
আপনাকেও শুভেচ্ছা ভাইয়া ।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
গানটি আমার খুব প্রিয়
পোস্টে
+++++++++++
অজানা এক পথে চলা
ধন্যবাদ আপনাকে ।