হাসি হবে শব্দ হবে না

অজানা এক পথে চলা ২৭ জানুয়ারি ২০১৬, বুধবার, ০৯:১৬:৫৬অপরাহ্ন রম্য ২২ মন্তব্য


বিল গেটস সাহেবের ভুলঃ

বল্টু ল্যাপটপ কিনেছে কেনার পর ল্যাপটপের উপর ত্যক্ত বিরক্ত হয়ে বিল গেটস সাহেবকে ইমেইল পাঠাল :
মি: গেটস,
ঘটনা হইল,আমি যে ল্যাপটপটা কিনলাম কেনার পর শুরুতেই যে সমস্যা পেলাম, এই keyboard এর letters গুলো সঠিকভাবে সাজানো নেই। A এর পরে S এরপরে আবার D….এটা কোনো কিছু হইল?? ছোটবেলায় কি A,B,C,D ও শিখেন নাই ঠিকমত??? যাই হোক, Windows এ Start Button আছে কিন্তু Stop Button নাই কেন???  Ms Word আছে কিন্তু Mr. Word কবে বেরুবে ? Ms. দের দেখলে মাথা ঠিক থাকেনা ? এসব ভন্ডামি ছাড়েন, বুঝলেন? এর উপরে আবার আরেক গ্যাঞ্জাম, প্রায়ই একটা
ম্যাসেজ আসে “press any key to continue “, এই ” any key” টা Keyboard এর কোথায় থাকে?? দুইদিন ধইরা খুইজ্জাও এই key পাইতাসি না। এসবের মানে কি??? আর আপনি নিজে হলেন
Gates (দরজা), Gates হয়ে Windows (জানালা), বানালেন কেন??? আপনার সমস্যা টা কি??
ইতি-
ত্যাক্ত বিরক্ত বল্টু।

আমার কম্পিউটার আপনার কম্পিউটারঃ
বল্টুঃ ”হ্যালো, আমার ইন্টারনেট কাজ করছে না। সাহায্য দরকার।”
কাস্টমার কেয়ার এসিস্ট্যান্টঃ ”ঠিক আছে, আমি যা বলবো তা অনুসরণ করুন। প্রথমে ‘My computer’-এ ডাবল ক্লিক করুন।”
বল্টুঃ ”জী!!! আপনার কম্পিউটার তো আমি দেখতে পারছি না!”
এসিস্ট্যান্টঃ ”না, না, আপনার কম্পিউটারের ‘My computer’-এ ক্লিক করুন।”
বল্টুঃ ”আচ্ছা মুসিবত তো! আমি কিভাবে আমার কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে ক্লিক করবো।”
এসিস্ট্যান্টঃ ”শুনুন, কবির। আপনার কম্পিউটারে ‘My computer’ নামক একটি আইকন আছে। ঐখানে ডাবল ক্লিক করুন।”
বল্টুঃ  ”কি আশ্চর্য! আমার কম্পিউটারের ভিতর আপনার কম্পিউটার কি করছে! হ্যাকিং!”
এসিস্ট্যান্ট এবার অন্য ভাবে চেষ্টা করলোঃ ”ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনার কম্পিউটারে ক্লিক করুন।”
বল্টুঃ  ”কোন আইকনে ক্লিক করবো আমি?”
এসিস্ট্যান্টঃ ”My computer”
বল্টুঃ  ”ও খোদা! কি যে সমস্যায় পড়লাম! আপনার অফিসের ঠিকানা বলুন। আমি আপনার কম্পিউটারে ক্লিক করতে আসছি।”

বল্টু ও ডাবঃ
বল্টু গেল বাজারে ডাব কিনতে,,,
বল্টু ::: ডাব কয় টাকা???
দোকানদার ::: ৩০টাকা,,,
বল্টু :::৩০টাকা দিয়ে কি ডাব খাব নাকি???
দোকানদার ::::না খাইলে,,,গাছ থেকে পেরে খান,,টাকা লাগবে,,, না,।।।
বল্টু :::রেগে,,বলল,,গাছ থেকে পেরেই খাব,,, এই বলে বল্টু গাছে উঠতে শুরু করল,,, হঠাৎ পা পিছলে ডাব
ধরে,,ঝুলে থাকল, হঠাৎ একলোক হাতি নিয়া যাইতে ছিল,,
বল্টু::: বলল ভাই আমাকে নামাইয়া দিবেন ?
হাতি ওয়ালা::: ৫০০ টাকা লাগবে,,
বল্টু ::: আচ্ছা দিব,, আগে নামান,,,
যখনি হাতি ওয়ালা বল্টুর পা ধরল,, তখন হাতি নিচ দিয়া চলে যায়,,, এখন দুজনেই ঝুলে আছে,,,
কিছু খন পর এক ঘোড়া ওয়ালা যাচ্ছিল ঘোড়া নিয়ে।
তখন হাতি ওয়ালা বলল::: ভাই আমাদের দুজন কে নামাইয়া দিবেন,,,???
ঘোড়া ওয়ালা::: নামাইতে পারি ১০০০ টাকা লাগবে
বল্টু::: আচ্ছা দেব। যখনি ঘোড়া ওয়ালা হাতি ওয়ালার পা ধরল তখনি ঘোড়া নিচ দিয়ে চলে যায়।
এখন ৩ জনেই ঝুলে  আছে।
তখন বল্টু বলল:::  তুই কত চাইছিলি ৫০০ আর তুই ১০০০, এখন  তোরা দুজনেই ২০০০ করে
বাহির কর……….নইলে ডাব দিলাম ছাইরা :@

বল্টু যখন বুড়ো হয়ে সিনেমা হলেঃ
আবুল সিনেমা হলে সিনেমা দেখছে। আবুলের পাশের সিটে বসেছে এক বুড়ো। ঐ বুড়োর হাতে একটা ছোট পেপসির বোতল। বুড়ো ৫ মিনিট পরপর বোতলে চুমুক দিচ্ছে। সিনেমায় দুর্দান্ত এ্যাকশন চলছে। কিন্তু একটু পরপর বুড়ো পেপসির বোতলে চুমুক দেওয়ায় আবুলের খুব ডিসটার্ব হচ্ছে। আবুলের মনযোগ ব্যাহত হচ্ছে। এভাবে অনেকক্ষণ চলার পরে আবুল বিরক্ত হয়ে বুড়োর হাত থেকে পেপসির বোতলটা কেড়ে নিয়ে বললঃ
::: একটুখানি পেপসি খেতে চুমুক দিতে হয়? এই দেখেন, কিভাবে খেতে হয় !! এই বলে সে একচুমুকে বোতলের বাকি পেপসিটুকু খেয়ে ফেলল।
বুড়ো ভীষণ অবাক হয়ে বলল::: একি করলে বাবা !! আমিতো পেপসি খাচ্ছিলাম না !! ঐ বোতলে একটু পর পর পানের পিক ফেলছিলাম !!

আজ আপাতত এখানেই সমাপ্ত। সব গুলো কৌতুকই নেট থেকে সংগৃহীত।

১০২০জন ১০২০জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ