মুগ্ধতাকে চিঠি- ১

জিসান শা ইকরাম ২৭ জানুয়ারি ২০১৬, বুধবার, ১২:৩৯:০৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫১ মন্তব্য

তোমাকে বলা হয়নি কখনো ছুটন্ত সাদা ঘোড়া আমার খুব প্রিয়। পাহাড় পর্বত ডিঙ্গিয়ে শ্বেতশুভ্র এক ঘোড়া ছুটে চলছে কেশর দুলছে প্রতিটি ছান্দিক পদক্ষেপে, তেজোদ্দীপ্ত মাংসল পেশি কাঁপিয়ে অগভীর নদী পার হচ্ছে, সমুদ্র সৈকতের পানি ঘেঁসে ছুটছে দুদিকে পানি ছিটিয়ে। প্রায়ই স্বপ্ন দেখি এমন। গন্তব্যের খোঁজে ছুটছিল এতদিন, এখন ছুটছে আনন্দে।

জীবন চলে যায়, সচরাচর বহমান জীবন। দিনের শুরু শয্যা ত্যাগ হতে শয্যা গ্রহণ, মাঝে কেবল বেঁচে থাকার জন্য ইদুর দৌড়, বৈচিত্র্যহীন নিরানন্দ এক জীবন। এটিই কি জীবন আসলে? সবার মাঝে থেকেও কেমন ভীষন একাকীত্ব, শূন্যতায় কাটানো প্রতিক্ষণ। তুমি না এলে জীবনের সৌন্দর্য তো অস্পর্শী ই থেকে যেতো। বিবর্ণ জীবনে রঙ তো তুমিই নিয়ে এলে।

পাল্টে গিয়েছে আমার দেখার চোখ, আমার অনুভূতি আমার বোধ। নীল আকাশ, ভেসে বেড়ানো মেঘ, জ্যোৎস্না ডোবা রাত, শান্ত নদী, ফুল, পাখি, গান, সমুদ্র, প্রতিদিনকার ভোর, আমার নিশ্বাস কোথায় নেই তুমি? প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ তুমি একাত্ম হয়ে আছো আমার সাথে। চোখ মেলেও দেখি তোমাকে, চোখ বুজলেও।

তোমার কাছ হতে হঠাৎ পাওয়া শূন্য হৃদয়ের ফটো পেয়ে বেশ অবাকই হয়েছিলাম। অবাক হলেও শূন্য হৃদয় পূর্ণ করার আন্তরিক চেষ্টাই তো করেছি প্রতিক্ষণ। মাঝে মাঝে ভাবি তোমার স্বপ্নের রঙ দিয়ে পূর্ণ করতে পেরেছি তো শূন্য সে হৃদয়। আমার আবেগ প্রকাশে অক্ষমতা তুমি জানো। জানি আমাকে বোঝো তুমি আমার মুক ও বধিরতার ভাষায়।

আজ এক বাড়ির উঠোনে বিশাল এক আলপনা দেখে ভাবি, তুমিই আমার সবচেয়ে সুন্দর আলপনা। উপচে পড়া তোমার রঙ হতে রঙ নিয়ে নিজেকে আলপনায় রূপান্তরিত করি। অফুরান রঙের আধার তুমি। জীবনভর নিলেও আমার যে রঙ নেয়ার ইচ্ছে নিঃশেষ হবেনা! আমার হৃদয় অমোচনীয় তোমার রঙের আলপনায় স্থির।

কি চাই আমি ? কি চাইনা বলো? চাই তোমার জোনাকির আলো হতে , চাই আমৃত্যু আমাতে তোমার ভোর হোক। স্বপ্ন দেখা রাত ফুরোলেই শিশির ভেজা ভোর, জানালার কাঁচে  লেপ্টে থাকা ঝাপসা কুয়াশা- যাতে আঙ্গুল দিয়ে লিখবে তুমি ভালোবাসি তোমাকে জল, সারাক্ষণ তোমাতে মগ্ন হয়ে নিতে চাই বনবাস, যেখানে থাকবে তুমি পাখি হয়ে স্নান করবে,ডুবে যাবে অথৈ জলে।
IMG_20160127_002805 [640x480]

১জন ১জন
0 Shares

৫১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ