মুক্ত/—-
আজ থেকে আমি মুক্ত — তোমার গরম– তোমার ঘাম—-
সব ই তোমাতেই বয়ে যাবে—–
কেউ আর তোমার জন্য অপেক্ষা করবে না—
মুখ দেখার জন্য—-
ছুটে আসবে না —
একটু দেখার জন্য —-
কথা বলার জন্য পাগল হবে না—–
জানো
তোমার চোখটা নেশাময়ী আজান
আমার সিগারেট খেতে ইচ্ছে করে—-
তোমাকে ছবিতেই দেখি—-
কতদিন ছবি দেখে দেখে কাটাব—
তুমি তো অন্য কারোর
ছবিতে কি রক্ত মাংস থাকে
ছবিটা আমার মধ্যে ই বাঁচে
হয়তো
অনন্তকাল শরীর নিয়ে বেঁচে থাকবে
মুক্ত
আর তাকাবো না
যে প্রেম প্রকাশ হয়না
মৃত সম্পর্ক
দেখব না তোমার ছবি
ইঙ্গিত ইদিক ওদিক ঘোরা
তুমি চলে যেও
সুখে থেকো
প্রেমিকা পাবে
আদর পাবে
সুখ পাবে
চার বছর পর দেখা হলে বল কত কিলো
ভালোবাসা পেয়েছ?
রেখেছ কোনদিন কিছুটা সময় চোখে চোখ —-
হাতে হাত——
দুহাতে জল ভরিয়ে দিয়েছো—–
কখনো খোলা বারান্দায় দাঁড়িয়ে
জড়িয়ে ধরেছ—–
আমি মুক্ত—–
আমি আর তোমাকে ভালোবাসি না
কাঁদি না——-
মনে পড়লে মদ খেতে ইচ্ছে করে——
আচ্ছা কতখানি ভালোবাসলে একটা ছেলে একটা মেয়েকে ছেড়ে যায় না—-
কতটা কষ্ট পেলে মরতে ইচ্ছে করে—-
অরুণিমা মন্ডল
প্রকাশকাল— সন্ধ্যেবেলা
১০টি মন্তব্য
মনির হোসেন মমি
চমৎকার কবিতা।সব কিছু ছাপিয়ে জয় হোক প্রেমের।
অরুণিমা মন্ডল দাস
ভালো লাগল ধন্যবাদ
জিসান শা ইকরাম
” আচ্ছা কতখানি ভালোবাসলে একটা ছেলে একটা মেয়েকে ছেড়ে যায় না—-
কতটা কষ্ট পেলে মরতে ইচ্ছে করে—- ”
এর উত্তর জানা নেই।
রেহানা বীথি
ভালো লাগলো বেশ
রাফি আরাফাত
আচ্ছা কতটা কষ্ট পেলে মরতে ইচ্ছে করে বলবেন প্লিজ। খুব জানতে ইচ্ছে করছে। লেখা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ
শামীম চৌধুরী
ইশশশ দিদি ভাই,
আমি যদি আপনার কবিতার মত মুক্ত হতে পারতাম।
ছাইরাছ হেলাল
কতটা কষ্ট পেলে মরতে ইচ্ছে করে—
এ এক কঠিন প্রশ্ন, যদি মরে না ও যাই, কষ্ট এড়ানোর কোন উপায় নেই,
জাতাপিষ্ট সে করবেই।
আরজু মুক্তা
ভালো লাগলো
দালান জাহান
চমৎকার প্রেমের কবিতা
সাবিনা ইয়াসমিন
যতখানি কষ্ট পেলে মানুষ কবিতা লেখার সময় না পেয়ে মরে যায়, ততোখানি।
আবার যতটুকু ভালোবাসা না থাকলে ছেলেটি চলে যায়, তারও বেশি ভালোবাসতে হয়।
ভালোবাসাকে মুক্ত করে দেয়ার নামই ভালোবাসা।
শুভ কামনা ❤❤