মুক্ত/

অরুণিমা মন্ডল দাস ৩০ মে ২০১৯, বৃহস্পতিবার, ০৬:০৬:৪৫অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

মুক্ত/—-

আজ থেকে আমি মুক্ত — তোমার গরম– তোমার ঘাম—-
সব ই তোমাতেই বয়ে যাবে—–
কেউ আর তোমার জন্য অপেক্ষা করবে না—
মুখ দেখার জন্য—-
ছুটে আসবে না —
একটু দেখার জন্য —-
কথা বলার জন্য পাগল হবে না—–

জানো
তোমার চোখটা নেশাময়ী আজান
আমার সিগারেট খেতে ইচ্ছে করে—-
তোমাকে ছবিতেই দেখি—-
কতদিন ছবি দেখে দেখে কাটাব—
তুমি তো অন্য কারোর
ছবিতে কি রক্ত মাংস থাকে
ছবিটা আমার মধ্যে ই বাঁচে
হয়তো
অনন্তকাল শরীর নিয়ে বেঁচে থাকবে
মুক্ত
আর তাকাবো না
যে প্রেম প্রকাশ হয়না
মৃত সম্পর্ক

দেখব না তোমার ছবি
ইঙ্গিত ইদিক ওদিক ঘোরা
তুমি চলে যেও
সুখে থেকো
প্রেমিকা পাবে
আদর পাবে
সুখ পাবে

চার বছর পর দেখা হলে বল কত কিলো
ভালোবাসা পেয়েছ?
রেখেছ কোনদিন কিছুটা সময় চোখে চোখ —-
হাতে হাত——
দুহাতে জল ভরিয়ে দিয়েছো—–
কখনো খোলা বারান্দায় দাঁড়িয়ে
জড়িয়ে ধরেছ—–

আমি মুক্ত—–
আমি আর তোমাকে ভালোবাসি না
কাঁদি না——-
মনে পড়লে মদ খেতে ইচ্ছে করে——
আচ্ছা কতখানি ভালোবাসলে একটা ছেলে একটা মেয়েকে ছেড়ে যায় না—-
কতটা কষ্ট পেলে মরতে ইচ্ছে করে—-

অরুণিমা মন্ডল
প্রকাশকাল— সন্ধ্যেবেলা

৮৫৭জন ৭৫৫জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ