অভিমানি রাগ, করতে পারে আত্মহত্যা;
এই সংকটময় সময়ে বড় অভাগা কপাল-
আর কত সময় অতিবাহিত হলে
চৌদ্দ কলার স্বাদ পূর্ণ হবে অথচ
অবোঝ মন প্রতিনিয়ত হাঁটছে আত্মহত্যা
এভাবে চলে যাচ্ছে-চলে গেলো তাজা প্রাণ;
তবুও থামছে না এতটুকু রাগ অভিমান
ভাবছে না আর, ফিরে আসবে না আত্মহত্যা!
রাগের পূর্বপাশে একটু ভেবে দেখো
দেখো মৃত্যুর যন্ত্রনা ভয়ঙ্কর কত-
অতঃপর ধৈর্য ধারন কর সুন্দর পৃথিবী দেখো
পেতে পার আলোর দিশারি নয় আত্মহত্যা।
৩০ জ্যৈষ্ঠ ১৪২৮, ১৩ জুন ২১
———————————-
৮টি মন্তব্য
আরজু মুক্তা
ভাই, আপনি ঠিক বলেছেন। মরে গেলে কি আর এতো সুন্দর পৃথিবী দেখতে পাবো? আর আত্মহত্যা মহা পাপ।
বাস্তবতায় ঘেরা কবিতা
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মুক্তা আপু সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
বোরহানুল ইসলাম লিটন
আত্মহত্যা জীবনের এক চরম ভুল সিদ্ধান্ত কবি দা
তারপরও মানুষ যখন আপন ভুবনে হেরে যায়
তখনই এই পথ বেছে নিতে বাধ্য হয়।
শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।
উর্বশী
আত্মহত্যা মহাপাপ। সৃষ্টিকর্তা যতদিন তার সুন্দর ভূবন দেখার সুযোগ দেন তার থেকে নিজেরা নিস্তার পেতে কেন চাইবো? এটা খুবই ভুল সিদ্ধান্ত। বেঁচে থাকাটাই স্বার্থকতা পুরোপুরি সংগ্রামের তরী বেয়ে চলা। তবুও মানুষ হেরে যাওয়াকে আপন মনে বরন করে নিয়ে তাকে পরিপূর্ণতায় রুপ দান করেন এই আত্মহত্যার মত পথ।বাস্তবতার উপখ্যান।
হালিম নজরুল
শুভেচ্ছা ও শুভকামনা রইল।
হালিমা আক্তার
আত্মহত্যা মহাপাপ। আর এতো জীবন থেকে পালিয়ে বেড়ানো। জীবন্ একটা খেলা ঘর। সেখানে হার-জিত থাকবেই। সেটা মেনে নিয়েই চলতে হবে। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা। শুভকামনা সবসময় ।
অরুণিমা মন্ডল দাস
পরিস্থিতি মানুষকে বাধ্য করে ।