সবাই তাদের মাকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছে.
আমি জানাইনি তার কারন বলবো না তবে আমার মা বাদ দিয়ে পৃথিবীর সকল মমতাময়ী মায়েদের বাশি মা দিবসের শুভেচ্ছা ভালো থাকুক সব মায়েরা তাদের নিজ নিজ পরিবার নিয়ে……
যে মানুষ মাকে ভালোবাসে না..
মাকে শ্রদ্ধা করে না… মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই তারা আমার কাছে মানুষ বলে মনে হয় না তাদের কি নাম দেওয়া যাই সেইটা ও আমি জানি না….. তবে মানুষ না এইটাই আসল কথা … মানুষ ই যদি হতো তবে মনুষ্যত্ব থাকতো আর মনুষ্যত্ব থাকলে একজন মাকে বৃদ্ধাশ্রমে রাখতো না মাকে বোঝা মনে করতো না…. এই মায়ের কারনে আজ পৃথিবীর আলো দেখেছে সেইটা ভুলে যেতো না.. এই মমতাময়ী মা ১০ ইঞ্চি ২ টা ইটের ওজন সমান সন্তান কে গর্ভ ধারন করে ১০ মাস ১০ দিন অসহ্য বাথা সহ্য করেছে সেইটা ভুলে যেতো না প্রসব যন্ত্রণা সহ্য করে অসুখ হলে রাত জেগে লালন পালন করেছে সেইটা ভুলে যেতে পারতো না…. এই সব সন্তান দের কি নাম দেবো????
অমানুষ
মনুষ্যত্ব হীন
নাকি শিক্ষিত ডিগ্রিধারী বিবেকহীন!!!!
আমাদের এই বাংলাদেশের এখনো গ্রাম অঞ্চলে সবাই ৫১ বতী পরিবার নিয়ে থাকে…
কিন্তুু আমাদের শহর গুলো তে দেখি তার বিপরীত চিত্র … এইখানে পরিবারের মা বাবা কে বোঝা মনে করে পশ্চিমা সমাজের মতো তারা তাদের মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে… তারা সেই চার দেয়ালের মাঝে নিরবে গুমরে গুমরে চোখের পানি ফেলে কেউ তাদের সেই কান্না শুনে না … চোখের পানি মুছে দেইনা.. তারা তাদের পরিবারের মানুষের মুখখানা দেখার জন্য জানালা ধরে দাড়িয়ে থাকে কেউ আসেনা তাদের দেখতে আর যদিও আসে এক আধ বার তা ও তাদের ঐ কষ্টের কারাগারে থাকার খরচ দিয়ে চলে যাই.. একটু সময় হয়না তাদের সাথে কথা বলার… কিন্তুু সেই মানুষ টার ইচ্ছে হয় তাদের সন্তান নাতি নাতনীদের নিয়ে আনন্দে জীবনের শেষ সময় টা কাটিয়ে দিতে…কিন্তুু তাদের সেই ইচ্ছে টা জোর করে মেরে ফেলে তাদের ই সন্তান … এই ইচ্ছে হত্যা এখন আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে আর নিত্য নতুন বৃদ্ধাশ্রম নামে কষ্টের কারাগার তৈরী হচ্ছে …. আর আমরা শুশীল সমাজের শুশীল শিক্ষিত মানুষ গুলো তাকিয়ে তাকিয়ে দেখছে আর মনে মনে একটু আফসোস করে আবার নিজের ধান্ধায় ব্যাস্ত হয়ে যাচ্ছে……এইখানে মানবাধিকার লংঘন হচ্ছে না এইখানে মানবাধিকার কর্মী গুলো নিশ্চুপ থাকে… কারো কিছু যাই আসেনা …. আর ঐ বৃদ্ধাশ্রম নামধারী কষ্টের কারাগারের চার দেয়ালে হাজার হাজার চাপা কাঁন্নায় দেয়াল ভারি হচ্ছে ….. আর যে দিন এই মা দিবস বাবা দিবস আসে সেই দিন তাদের তাদের মা বাবার প্রতি ভালোবাসা উতরাই উঠে….প্রতিদিন কি তাদের ভালোবাসা যাই না দিবস দেখে কেন ভালোবাসা দেখাতে হবে?? ধিক্কার এইসব ভালোবাসার …… আর কিছুই বলার ভাষা নেই..

পরিশেষে আর একটা কথার উত্তর আপনাদের কাছে জানতে চাই….. দয়া করে উত্তর দেবেন!
প্রশ্ন টা হলো যে সকল মা বাবা তাদের সন্তান কে জন্ম দিয়ে তাদের ফেলে রেখে চলে যাই তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেই তাদের কি নাম দেয়া যাই?? তাদের সন্তানরা যে তাদের কারনে নষ্ট হয়ে যাই সমাজ সমাজ তাদের নষ্ট ছেলে উপাধি দেই..তারা হতাশায় ভুগে নেশা সহ আরো খারাপ কাজে জড়িয়ে যাই তাদের কেন সমাজ গ্রহন করে না তাদের কেন ঘৃনা করে সমাজের শুশীল মানুষ গুলো…??? তাদের অপরাধ কি?? কেন আজ তারা নষ্ট খারাপ মানুষ ….. আছে কোন জবাব???

৯৪৬জন ৯৪৬জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ