মা ই হে হে হে হে কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও
মা ই হে হে হে হে কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও
মা তুই জলে না যাইও
ও কি ও ও ও, ও ও !
হাটে না যাইও বাটে না যাইও ঘাটে না যাইও লাজে
ও কি ও ও ও, ও ও !
হাটে না যাইও বাটে না যাইও ঘাটে না যাইও লাজে
মাই তো আরু না যাইও লাজে
মা তুই জলে না যাইও
মাইও পায় নাম রাখিয়াছে কলংকিনি রাঁধে
মা তুই জলে না যাইও
মা তুই জলে না যাইও
মা ই হে হে হে হে কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও
কোকিওওওওও যাইও নারে যাইও নারে কদমতলা দিয়া
কোকিওওওওও যাইও নারে যাইও নারে কদমতলা দিয়া
মাই তোঁ কদম তোলা দিয়া ।
কানা আবার দিছে ফান্দো রাধিকার লাগিয়া
মা তুই জলে না যাইও !
কানা আবার দিছে ফান্দো রাধিকার লাগিয়া
মা তুই জলে না যাইও !
জলে না যাইও !
মা তুই জলে না যাইও !
মা তুই জলে না যাইও !
মা ই হে হে হে হে কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও
ও কি ও ও ও , ও ও ! কলশিতে পানি যমুনা বহু দূর
ও কি ও ও ও , ও ও ! কলশিতে পানি যমুনা বহু দূর
হাটিতে না পারে রাঁধে পরিতে নুপুর
মা তুই জলে না যাইও !
জলে না যাইও
মা ই হে হে হে হে কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা তুই জলে না যাইও!!!!!!!!
রাধারমণের গানের এই পোস্টে কৃন্তনিকা আপু এই অসাধারন গানের লিংকটি দিয়েছিলেন। মেলোডিয়াস গানটি একবার শুনেই ভালো লেগে যায়। কিন্তু উচ্চারন গুলো ভালো ভাবে বুঝতে না পারায় বহুবার শুনতে শুনতে গানের লিরিক্স লিখতে লিখতে আমি শেষ 🙁 , এরপরেও হয়ত সঠিক ভাবে লিখতে পারিনি। এই পোস্ট আমার প্রিয় কৃন্তনিকা আপুটাকে উৎসর্গ করলাম ।
গানটি কার লেখা , শিল্পীর নাম কিছুই জানিনা 🙁
৩১টি মন্তব্য
জিসান শা ইকরাম
শুনলাম গানটি
শিল্পী কে তা আমিও জানিনা , খুবই সুন্দর গেয়েছেন গানটি ।
লিরিক্স এ কিছু সংশোধন করতে হবে , তবে বেশী নয়
কস্ট করে এমন পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ -{@
শিশির কনা
ঠিক করে দেব জিসান ভাই । লিখতে কস্ট হয়েছে খুব 🙁
প্রিন্স মাহমুদ
রাধারমন ক্লাসিকদের একজন । চেষ্টার জন্য ধন্যবাদ । রাধা রমনের শ্যাম কালিয়া সোনা বন্ধুরে গানটি শুনে রাতের পর রাত নিরঘুম কেটেছে ! ইশ এরকম একটা গান লেখা যেত !!
শিশির কনা
লিখে ফেলুন ভাইয়া 🙂
"বাইরনিক শুভ্র"
গানটি একটি ডকু ফিল্মে একবার শুনেছিলাম । বেশ ভালো লেগেছিল । গানটির অডিও লিংক কেউ দিতে পারবেন ????
শিশির কনা
কিছুই জানিনা আমি শুভ্র ভাই। আপু হয়ত জানেন ।
ছাইরাছ হেলাল
আমি তখনই গানটি শুনেছি , একটু অন্যরকম হলেও শুনতে মন্দ লাগেনি ।
লিখে দিয়ে ভালই করেছেন ।
শিশির কনা
আমারও বেশ ভালো লেগেছ ।
ব্লগার সজীব
গানের কথা সুর , মিউজিক কম্পোজিশন , সব কিছু নিয়ে এক ভিন্ন আবেশ ছড়ায় । ধন্যবাদ এত কস্ট করে পোস্ট দিলেন বলে ।
শিশির কনা
একটি ভিন্ন মাদকতা আছে , তাই না ?
খসড়া
কৃন্তকিনা আপুকে ধন্যবাদ। আপনাকে একটুবেশি ধন্যবাদ কথা গুলি লিখে দেবার জন্য।:)
শিশির কনা
ধন্যবাদ সব কৃন্তকিনা আপুর প্রাপ্য , উনি না জানালে এই গানের কথা জানতামই না ।
মিসু
গানটি এই প্রথম শুনলাম । আপনাকে এবং কৃন্তকিনা আপুকে ধন্যবাদ ।
শিশির কনা
আমিও প্রথম শুনলাম :p আপনাকেও ধন্যবাদ ।
মর্তুজা হাসান সৈকত
লিরিকটা বেশ । ভালোই লাগলো পড়ে ।
শিশির কনা
আমারো ভালো লেগেছে খুব ।
আফ্রি আয়েশা
আপু শুনেছি , আপনাকে ধন্যবাদ 🙂 এরকম পোস্ট আরও চাই
শিশির কনা
আপনাকেও ধন্যবাদ 🙂
প্রজন্ম ৭১
অসাধারন । ধন্যবাদ আপনাদের দুজনেরই প্রাপ্য । গানটি শুনে বিন্ন ধরনের এক আবহ তৈরি হয় । (y) (y)
শিশির কনা
😉 ধন্যবাদ
যাযাবর
অসাধারন লাগলো গানটি (y)
শিশির কনা
লাগবেই তো আমি দিয়েছিনা :p
নীলাঞ্জনা নীলা
প্রথম শুনলাম , অসাধারন লাগলো ।
শিশির কনা
নীলাদি আমাকে ছোট একটু ধন্যবাদ দিলেন নাতো :p
কৃন্তনিকা
ভীষণ ভালো লাগলো পোস্টটি দেখে… 😀 😀 😀
আহা, কত কষ্ট হল…অথচ আমার কাছে লিরিক্সটা লেখা ছিল। কখনো পোস্ট করার কথা ভাবিনি।
আপু, আপনার জন্য আজ অনেকে গানটি উপভোগ করার সুযোগ পেল। 🙂 অনেক অনেক ধন্যবাদ।
গানটা প্রথম শুনে এত্ত মুগ্ধ হয়েছিলাম যে টানা কয়েক সপ্তাহ শুধু এই গানটিই শুনেছি, এমনকি পরীক্ষার মধ্যেও শুনেছি। এই গানটি খুব সম্ভবত পুরনো কোন গান, যার আধুনিকায়ন করেছেন কলকাতার শিল্পী অভিজিৎ বর্মণ ‘পটা’। পটা বর্তমানে কলকাতার বিগবসের তারকা। এই গানটি গেয়েই অনেক প্রশংসা কুড়িয়েছেন।
পরীক্ষা চলছে 🙁 তাই নিয়মিত বসতে পারছি না, সোনেলাকে অনেক মিস করি, সোনেলার সবাইকে অনেক মিস করি…
শিশির কনা
কিছুটা কষ্ট তো করতেই হবে ভালো কিছুর জন্য। আপনার কাছে আছে জানলে কষ্টই হতো না আর।
আমি তো মুগ্ধ এই গানে। আপনাকে অনেক ধন্যবাদ গানটির লিংক দেয়ার জন্য।
শিশির কনা
কৃন্তনিকা আপু , মিস করি সোনেলার প্রথম দিকের দিনগুলোকে ।
লীলাবতী
গানটি সার্চ দিতে গিয়ে পেলাম। শিশির কনা যে কোথায় এখন কে জানে।
শিশির কনা
আমি এইত আপু 🙂
কৃষ্ণমানব
মাথার উপ্রে দিয়া গেল :v
মজাই মজা 🙂
শিশির কনা
গানটা ভিন্ন ধরনের 🙂