মানুষ প্রদর্শনী

মোকসেদুল ইসলাম ১৯ মে ২০১৬, বৃহস্পতিবার, ০১:০১:৫০অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

চলছে মানুষ প্রদর্শনী
পাশাপাশি বসে যারা গোপন অভিসারে
তাদের জন্মচেতনা ঢেকে গেছে বিয়োগান্ত মেঘের অভিশাপে
নদীর থলিতে শ্যাওলা জমে গেলে মগ্ন উচ্ছ্বাসে
ভাঙা দর্পণে কেউ কেউ দেখে স্বীয় মুখ।

এখন নদী জন্মের কথা বলি
নোঙরের দড়ি খোঁজে যে মাঝি তাঁর বুকে এখন আগুন জ্বলে
অথচ কে না জানে নদী ও নারী দুটিই সৃষ্টির প্রেরনা
বাসন্তীরাতের ঘুম কেড়ে নিলে যদি সভ্য হয় পৃথিবী
তবে আমিও দাঁড়িয়ে যাবো ধূলির নগরে
এক আজলা নদীর জল খেয়ে বন্ধ করবো মানুষ প্রদর্শনী।

৬৫৬জন ৬৫৬জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ