দুঃখিত মা ,

ক্ষমা করে দাও আমাকে ।
আমি দেখেছি তোমার ৯ মাস ব্যাপি প্রসব বেদনা। তুমি নিজকে নিজে জন্ম দিয়েছ । তারপরেও এই ৪১ বছরে একবারো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়নি। অথচ কত অকৃতজ্ঞ মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। কত উপহার দিয়েছি জন্মদিনে তাদের। কিন্তু তোমার বেলায়ই আমার এই কৃপণতা ।

অনেক ঋণ তোমার প্রতি আমার ।
তোমার আলো বাতাসে বড় হয়েছি আমি । দুঃখী চোখে তাকিয়ে থেকেছ আমার , আমাদের দিকে – তোমার অপমানের বিচারের দাবীতে । তোমার অপমানের বদলা বা বিচার করতে পারিনি মা । এই অক্ষমতা নিয়েই কেটেছে এতটা বছর । ফোটা ফোটা অশ্রু বিন্দু দিয়ে ভিজিয়েছি তোমার আচল , তোমার জমিন।

তারপরেও ভেবনা মা , এই অক্ষম আমি জীবনের শেষ দিনটি পর্যন্ত লড়ে যাবো , তোমার অপমানের বদলা নেয়ার জন্য। প্রতিজ্ঞা করেছিনা তোমাকে স্পর্শ করে ?

শুভ জন্মদিন আমার বাংলা মা ।
আমার বাংলাদেশ।

 

লেখাটা আমার ফেইসবুকের ১৬/১২/২০১২ এর। সামান্য এডিট করে এখানে দিলাম ।

২৮৬১জন ২৮৬১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ