করে ভাঙ্গচুর; সব চুরমাচুর,
বলে শান্তি; হটাবো অশান্তি,
হবে রক্ষা; সশস্ত্র আত্মরক্ষা,
নিয়ে সংযম; লড়বে আমরণ,
ওরা শান্তির সমাচার
ওরা মূখ্য সমাচার
ওরা প্রকাশে প্রথম পাতার
ওরা! ওরা…ওরা নব্য রাজাকার…
যায় না চেনা; যায় না ধরা,
মিটিঙে মিছিলে ব্যানারে হাত উঁচিয়ে
আদি ভয়ের পাঞ্জেরী দেখিয়ে
দেশের মানচিত্র উড়িয়ে, মুক্তিকে মধ্যমা দেখিয়ে
ওরা আছে মুখোশের আড়ালে…
ওদের বদলাবে না কেউ
ওদের ফেলবে না কেউ
ওদের চিনবে না কেউ…
ওরা শান্তির সমাচার
ওরা মূখ্য সমাচার
ওরা প্রকাশে প্রথম পাতার
ওরা! ওরা…ওরা নব্য রাজাকার…
বদলাতে হবে; বদলাবে তবে
গর্জাবে ম্যুরালের প্রতিবাদ হয়ে
ধিক্কারে তবে; ধিক্কারের সাথে
অপরাজেয় মুক্তির তর্জনীতে
তোল এ স্লোগান তোল
ওরা নব্য রাজাকার
ওরা নব্য রাজাকার
ওরা; ওরা, ওরা সেই রাজাকার!
আজ হোক এ মন্তব্য সবার।
২০টি মন্তব্য
মিথুন
দারুণ লিখা ভাইয়া . তবে ওদের সবাই চিনবে, চিনবেই.
ভোরের শিশির নীতেশ
চিনতেই হবে…
মা মাটি দেশ
(y) সময় বলে দেবে ওরা কারা।
ভোরের শিশির নীতেশ
সময় এসেছে আবার সত্যকে সত্য বলে রাজাকার পিষে মারার 🙂 (y)
নীলকন্ঠ জয়
ওদের চেহারা সবারই চেনা। কবিতায় অনেক ভালো লাগা ।।
ভোরের শিশির নীতেশ
চেনা কিন্তু বলা হয়ে ওঠে না এক সাথে, সমস্বরে… ধন্যবাদ ভালো লাগার জন্যে 🙂
বোকা মানুষ
(y)
ভোরের শিশির নীতেশ
(y) (y)
ছাইরাছ হেলাল
যতই নিক মুখোশের আড়াল , চিনে ওদের আমরা নেবই ।
ভোরের শিশির নীতেশ
🙂 (y)
জিসান শা ইকরাম
করুক ভাঙচুর —
১৯৭১ এ করেছে , এ সব ওদের পূরানো স্বভাব ।
ভালো হইসে কবিতা 🙂
” ওরা নব্য রাজাকার
ওরা নব্য রাজাকার
ওরা; ওরা, ওরা সেই রাজাকার!
আজ হোক এ মন্তব্য সবার। ”
ভোরের শিশির নীতেশ
থ্যাঙ্কু জিসান ভাইয়া ^_^
লীলাবতী
মোটেও না , মন্তব্য প্রয়োজন 🙂 । ভালো লিখেছেন ।
ভোরের শিশির নীতেশ
ওরা রাজাকার-এই মন্তব্যে মন্তব্য নিষ্প্রয়োজন 😀
…ধন্যবাদ 🙂
শুন্য শুন্যালয়
কবিতা অনেক ভালো লেগেছে … -{@
ভোরের শিশির নীতেশ
-{@ -{@ ধন্যবাদ 🙂
খসড়া
মন্তব্য নিষ্প্রয়োজন
ভোরের শিশির নীতেশ
😀
ড্রথি চৌধুরী
দারুন !! :c :c :c -{@ -{@
নীতেশ বড়ুয়া
:p
লাল্টু ড্রথি (3 (3 -{@