মন্তব্য নিষ্প্রয়োজনঃ

ভোরের শিশির ২৭ নভেম্বর ২০১৩, বুধবার, ১২:৫২:০৭অপরাহ্ন বিবিধ ২০ মন্তব্য

করে ভাঙ্গচুর; সব চুরমাচুর,
বলে শান্তি; হটাবো অশান্তি,
হবে রক্ষা; সশস্ত্র আত্মরক্ষা,
নিয়ে সংযম; লড়বে আমরণ,

ওরা শান্তির সমাচার
ওরা মূখ্য সমাচার
ওরা প্রকাশে প্রথম পাতার
ওরা! ওরা…ওরা নব্য রাজাকার…

যায় না চেনা; যায় না ধরা,
মিটিঙে মিছিলে ব্যানারে হাত উঁচিয়ে
আদি ভয়ের পাঞ্জেরী দেখিয়ে
দেশের মানচিত্র উড়িয়ে, মুক্তিকে মধ্যমা দেখিয়ে
ওরা আছে মুখোশের আড়ালে…

ওদের বদলাবে না কেউ
ওদের ফেলবে না কেউ
ওদের চিনবে না কেউ…

ওরা শান্তির সমাচার
ওরা মূখ্য সমাচার
ওরা প্রকাশে প্রথম পাতার
ওরা! ওরা…ওরা নব্য রাজাকার…

বদলাতে হবে; বদলাবে তবে
গর্জাবে ম্যুরালের প্রতিবাদ হয়ে
ধিক্কারে তবে; ধিক্কারের সাথে
অপরাজেয় মুক্তির তর্জনীতে
তোল এ স্লোগান তোল
ওরা নব্য রাজাকার
ওরা নব্য রাজাকার
ওরা; ওরা, ওরা সেই রাজাকার!
আজ হোক এ মন্তব্য সবার।

৫০৮জন ৫০৭জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ