তোমাকে চাই সবার মধ্যে
অরণ্য থেকে সমুদ্রে
সযত্নে রাখা অনেকগুলো চিঠির ভীড়ে
তোমাকে আমার স্মৃতি বিলিয়ে দিতে চাই।
জমে থাকা শীতলতায়
শীতের সূর্যের উত্তাপ তুমি মাখবে
খোলা চোখের দিকে চেয়ে বলবে,
“মিষ্টি চলো। বিশাল আকাশের নীচে দাঁড়াই, আর তোমার তোমাকে চিনিয়ে দেই।”
তখন আবেগের গুহায় বয়ে যাবে ঝর্ণা। সুর তুলবে, নাচবে।
আমি তোমাকে অনেকের ভীড়ে চাই।
গোপনে আর কিছুতে নয়—
প্রেম চাইনা, তোমাকে একান্ত আপন করেও চাইনা
যদি পারো খোলা আকাশের মতো, বিশুদ্ধ বন্ধুতা দিও।
যদি না পারো,
ক্ষতি নেই।
আমি তোমাকে আমার লজ্জ্বা দেবোনা—-
ভীরু মানুষের কোনো মেরুদণ্ড থাকেনা।
হ্যামিল্টন, কানাডা
১৯ জানুয়ারি, ২০১৫ ইং
৩২টি মন্তব্য
শাহানা আফরিন স্বর্ণা
আমি তোমাকে ভীড়ে চাই , গোপণ আর কিছুতে নয় 🙁
নিজের মনের কথা এ আমার 🙁
নীলাঞ্জনা নীলা
গোপণে কেনো চাইবো ? 🙂 ধন্যবাদ………শাহানা আফরিন স্বর্ণা
শুন্য শুন্যালয়
ছবিদুটো ভীষণ সুন্দর, মায়াময়। ভোর এমনই হয়। বিশুদ্ধ বন্ধুতা পাওয়া যে বেশ ভার আপু। চিঠির ভীড়ে স্মৃতি বিলিয়ে দেয়া আর অনেকের ভীড়ে তোমাকে চাওয়া, এমন মিস্টি দুটো ইচ্ছে দিয়েই আজ আমার ভোর শুরু হলো …
নীলাঞ্জনা নীলা
বিশুদ্ধ বন্ধুত্ব পাওয়া ভাগ্যের বিষয় এখন।আপনার দিন শুরুই হয় ভোরকে নিয়ে বুঝি আমি।ভোরের মাঝেই তো আছেন আপনি………ধন্যবাদ শুন্য শুন্যালয়
সাইদ মিলটন
নিবেদনে প্রনতা অনূসুর্য, আধাঁরি তারানো আলোকরেখা আমার, আমি তোমাকে চাই গনগনে ভীড়ে, জনারন্যের নির্জনতায় 🙂
নিবেদন ভালো লাগছে 🙂 সাথে ছবিও
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ…… সাইদ মিলটন
প্রহেলিকা
***ভীরু মানুষের কোনো মেরুদণ্ড থাকেনা।***
বাহ! দারুন বলেছেন কবি। আপনারা পারেনও বটে খুব সুন্দর করে প্রকাশ করতে। হিংসা লাগে বৈকি। শুভেচ্ছা সতত কবি। -{@
নীলাঞ্জনা নীলা
আপনার প্রকাশ অসাধারন……… ধন্যবাদ প্রহেলিকা।
স্বপ্ন নীলা
ভীরু মানুষের কোনো মেরুদণ্ড থাকেনা।”————অসাধারণ লাইনটি—অনেক কথা বলে যায় এই শক্তিশালী লাইনটি
নীলাঞ্জনা নীলা
এটি তো সত্যি কথা। ধন্যবাদ …………… স্বপ্ন নীলা
অরণ্য
লেখাটি পড়া শেষ করেই একটি লাইনকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম। তারপর “Copy”-এর উপরে লেফট ক্লিক। চলে এলাম নীচে। মাঝে দেখা প্রহেলিকা আর স্বপ্ন নীলার সাথে। ওদের ঠোঁটেও একই লাইন – “ভীরু মানুষের কোনো মেরুদণ্ড থাকেনা।” কখনও কখনও কোন এক পাশ থেকে নিজে যখন দেখি, তখন মাঝে মাঝে নিজেকে কাপুরুষও মনে হয়, টের পাই নিজের ভীরুতাগুলো। লাইনটি তুলে এনেছেন দারুনভাবে। (y)
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ…………অরণ্য
জিসান শা ইকরাম
এত ভালো লেখায় মন্তব্য করার সাধ্য আমার নেই
ছবি দুটো খুবই সুন্দর।
নীলাঞ্জনা নীলা
আচ্ছা এরপর পচা লেখা দেবো,তখন জেন সাধ্য থাকে 🙂
হৃদয়ের স্পন্দন
ভীরু মানুষের কোনো মেরুদণ্ড থাকেন
এর থেকে বড় সত্যি আর কি বা আছে?
শীতের সূর্যের উত্তাপ তুমি মাখবে
খোলা চোখের দিকে চেয়ে বলবে,
“মিষ্টি চলো। বিশাল আকাশের
নীচে দাঁড়াই, আর তোমার
তোমাকে চিনিয়ে দেই।”
কেউ যদি চিনাতো আমায়।!!
সযত্নে রাখা অনেকগুলো চিঠির ভীড়ে
তোমাকে আমার
স্মৃতি বিলিয়ে দিতে চাই।
বিলানো হলনা আমার।
নীলাঞ্জনা নীলা
🙂 ধন্যবাদ……… স্পন্দন
বনলতা সেন
অসাধারণ বলতে চাই গলা উচু করে। অমেরুদণ্ডীরা নাস্তানাবুদ।
নীলাঞ্জনা নীলা
বলুন বলুন আরো বলুন 🙂 ধন্যবাদ ………বনলতা সেন
স্মৃতির নদীগুলো এলোমেলো...
It’s a real nice one…
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ……… স্মৃতির নদীগুলো এলোমেলো…
মেহেরী তাজ
সবার মধ্যে ভোরকে চাওয়া,কোন লুকোচুরি নয়।খুবই ভালো লেগেছে আপু। কি যে শুরু হলো,সবাই ভোরকে চায়।
নীলাঞ্জনা নীলা
সবাই ভোরকে চায় 🙂 মজা পেলাম। ধন্যবাদ …… মেহেরী তাজ
নুসরাত মৌরিন
“প্রেম চাইনা, তোমাকে একান্ত আপন করেও চাইনা
যদি পারো খোলা আকাশের মতো, বিশুদ্ধ বন্ধুতা দিও।
যদি না পারো,
ক্ষতি নেই।
আমি তোমাকে আমার লজ্জ্বা দেবোনা—-
ভীরু মানুষের কোনো মেরুদণ্ড থাকেনা।”
এমন করে বলতে পারি না আপু,কিন্তু এমনটাই চাই, খুব চাই। 🙂
নীলাঞ্জনা নীলা
এমন করে চাইতে শিখতে হবে 🙂 ধন্যবাদ ……… মৌরিন
ছাইরাছ হেলাল
দিনে দিনে লেখাকে কোথায় নিয়ে যাচ্ছেন!
আর কই বলব বুঝতে পারছি না।
নীলাঞ্জনা নীলা
এমন মন্তব্যে অনুপ্রাণিত হই ………… ধন্যবাদ আপনাকে।
লীলাবতী
অসাধারন লেখা আর ফটো দিদি।ফটো আপনার তোলা?
নীলাঞ্জনা নীলা
হ্যা,আমার মোবাইলে তোলা। ধন্যবাদ ……… লীলাবতী
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
প্রেম চাইনা, তোমাকে একান্ত আপন করেও চাইনা
যদি পারো খোলা আকাশের মতো, বিশুদ্ধ বন্ধুতা দিও।
বেশ আনকমন কথা -{@
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ………… মনির হোসেন -{@
স্বপ্ন
ভালো বাসলে সবার সামনেই,ভীড়ের মাঝেই বলতে হবে। যেমন আমরা বলি :p
নীলাঞ্জনা নীলা
আপনারা কই বলেন এখন?অনেক দিন থেকে বলেন না 🙂