ভীড়ের ভোরের অপেক্ষা…

নীলাঞ্জনা নীলা ২০ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১০:৩৪:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩২ মন্তব্য

তোমাকে চাই সবার মধ্যে
অরণ্য থেকে সমুদ্রে
সযত্নে রাখা অনেকগুলো চিঠির ভীড়ে
তোমাকে আমার স্মৃতি বিলিয়ে দিতে চাই।
জমে থাকা শীতলতায়
শীতের সূর্যের উত্তাপ তুমি মাখবে
খোলা চোখের দিকে চেয়ে বলবে,
“মিষ্টি চলো। বিশাল আকাশের নীচে দাঁড়াই, আর তোমার তোমাকে চিনিয়ে দেই।”
তখন আবেগের গুহায় বয়ে যাবে ঝর্ণা। সুর তুলবে, নাচবে।
আমি তোমাকে অনেকের ভীড়ে চাই।
গোপনে আর কিছুতে নয়—
প্রেম চাইনা, তোমাকে একান্ত আপন করেও চাইনা
যদি পারো খোলা আকাশের মতো, বিশুদ্ধ বন্ধুতা দিও।
যদি না পারো,
ক্ষতি নেই।
আমি তোমাকে আমার লজ্জ্বা দেবোনা—-
ভীরু মানুষের কোনো মেরুদণ্ড থাকেনা।

হ্যামিল্টন, কানাডা
১৯ জানুয়ারি, ২০১৫ ইং

১জন ১জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ