
রূপোলী বৃষ্টিময় রাতজাগা ভীষণ রাত্রি,
নির্ঘাত আমি ছাড়া কেউ-ই আর জেগে নেই;
মুহূর্তগুলো কুড়িয়ে কুড়িয়ে জড়ো করছি,
ভাঁজ করা কোন বনভূমি পেলে একান্তে
বিছিয়ে দেব সময়ের দীর্ঘতা নিয়ে একটু একটু করে;
এমন করে করে একদিন হয়ত আলগোছে তাঁবু গুটিয়ে
নেবে সবুজ বনভূমি নিমজ্জিত দুধেল শ্রান্তির শান্তি এড়িয়ে
সাদা-কালোপনা মুহূর্তগুলো স্মৃতির জলে ভেসে ভেসে
ব্যস্ত সীমানা পেরবো
ভীষণ নকল মেঘেদের মসৃণ সকাল সন্ধ্যা বিচরণে;
বিষণ্ণ চোখ পান করে করে ক্ষয় হতে থাকা
সুদূর স্বপ্নের সলিল সমাধি সে-তো হবার নয়;
ঘুম পাড়ানি গান শিখে রেখে ছিলাম সেই-ই কবে।
ছবি নেটের।
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
লেখা পড়ে মন কেন জানি বিষন্ন হয়ে উঠলো,
কি যে আছে লেখায়!
ছাইরাছ হেলাল
জ্যান্তব অনুভুতি, যা আশাবাদে গিয়ে সমাপ্তি।
ধন্যবাদ।
আরজু মুক্তা
” বেশ তো এখানে জমলো না অন্য কোথাও চলো, তাঁবু গুটিয়ে…” শিবাজীর গানের লাইনটা থাকলো আজ।
ছাইরাছ হেলাল
গান-ফান তো কিছুই দেখছি না, একা একা শুনলে হবে!!
শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
এমনিতেই এই মেঘ-বৃষ্টি-রৌদ্রের খেলায় মনটা বিষণ্ণ তারমধ্যে আপনার এই তাঁবু গুটিয়ে চলে যাওয়া খারাপ লাগলো তবুও যদি নতুন জায়গায় মন শান্তি পায় , প্রশান্তি খুঁজে পায় তবে তাই হোক। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
ছাইরাছ হেলাল
চাইলেই কী আর তাবু-ফাবু গোটানো যায়! সে তো অসম্ভব এক কাজ ।
তবুও আমরা আশাবাদ নিয়েই বাঁচি/থাকি।
ভাল থাকুন।
বোরহানুল ইসলাম লিটন
বিষাদের ছায়া
যেন তা কেড়ে চলেছে গহীনের মায়া।
তবুও এভাবেই চলে চলনের পথ
হয়তো থেমে যায় শেষে জীবনের রথ।
মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।
ছাইরাছ হেলাল
জীবনের রথ একদিন সত্যি সত্যি থেমে যাবে, সময়ের নিয়মে।
তবুও আমাদের আশাবাদ বেঁচে থাকবে।
শুভেচ্ছা জানাচ্ছি।
মোঃ মজিবর রহমান
কি বুঝলাম জানিনা। কিন্তু ব্যথাতুর মনে কালিমার টেউ খেলা করছে তা মনের অজান্তেই জেগে যাচ্ছে।
ছাইরাছ হেলাল
সব কিছু ছাপিয়ে আশা নিয়েই আমাদের বেঁচে থাকা।
ধন্যবাদ আপনাকে।
উর্বশী
এ কোন বিষন্ন পথিকের দেখা,বিষাদের ছোঁয়ায় মায়াভরা লেখা।
পথ চলতে চলতে হোচট খেয়েও পথ চলা,কখনো কখনো অনেকটা সময় থমকে যাওয়া গতি ফিরে পেয়ে আবার চলা।একদিন সব কিছুই থেমে যাবে রয়ে যাবে শুধুই শূন্যতা।
দুঃখ জাগানিয়ার মাঝেও শান্তির ছোঁয়ায় প্রশান্তি খুঁজে পাওয়া।ভাল ও নিরাপদে থাকুন শুভ কামনা সব সময়।
হালিম নজরুল
শেষ তিনটি লাইনই বিশাল এক কবিতা।
এত কষ্ট ——-!
হালিমা আক্তার
কবিতার ভাব বোঝা কঠিন। বিষাদের মায়াজালে বেঁধে আছে জীবন।এ মায়া জাল ছিন্ন করা যায় না। শুধু ভোরের প্রতীক্ষায় কেটে যায় জীবন। শুভ কামনা।
শিপু ভাই
বিষন্নতার কবিতা
পাঠে আনন্দ পেলাম মামা।