
শব্দ স্রোত
শব্দ দিয়ে ছুঁতে চাই
চোখ দিয়ে ছুঁতে চাই
নিঃশ্বাসে ছুঁতে চাই
হৃদয় দিয়েও;
ভালোবাসা ভালোলাগার আগুন স্পর্শে
চিৎকার করে বলতে চাই
সিসিফাসের মত!
এ আমার দেশ, এ আমার মাটি।
জমা রাখি না কোন দীর্ঘশ্বাস
দীর্ঘ স্রোতের মত।
=====================================
ভালোবাসার শেয়ারবাজার
আঁকড়ে ধরে প্রস্তরখণ্ড
ঝরনা-জলে কী ঝরে পড়ে
পাপড়িগুলো, ছলকে-বলকে?
কমলার রঙে রঙে! চিরস্থায়ী স্বত্বের মত,
নিশ্চিত সূচকের ধস, ওঠানামা
কেলেঙ্কারি সমেত;
ভালোবাসার হৃদ-সংযোগের উল্লম্ফ গতি,
ইঁদুর-বেড়ালের মুচকি হাসি।
২৫টি মন্তব্য
বন্যা লিপি
দুটো অধ্যায়–
জমা রাখিনা কোনো দীর্ঘশ্বাস…..এই লাইনটাতে যে স্কিল! এটা ব্যাপক ভাবার্থ ধারন করে। এরপরের লাইনটাতেও বোঝা যায়…. দেশ প্রেম এমনই হওয়া উচিত। নিরঙ্কুশ ভাবনায় দেশপ্রেম আমার জন্মগত অধিকার।
তবে সিসিফাস” আমার কাছে একেবারে আনকোরা শব্দ।
২
ভালোবাসার হৃদ-সংযোগের উল্লম্ফ গতি,
ইঁদুর-বেড়ালের মুচকি হাসি।
হা হা হা হা….. কাপড়কাটা ত্যাছড়া হলে কামিজ আর ফিট খায়না দেহে।
স্কিল টোনে বহুত প্যারাময় পিরিতির বর্ননা, মহারাজের চেহারাটা এইসব শব্দের আড়ে আমি স্পষ্ট দেখতে পাই😊😊
খাদিজাতুল কুবরা
বন্যা আপু বড় সাধ করে রাত জেগে একখানা প্রথম মন্তব্য লিখলাম।
ব্যাপারটা কি হলো _
বন্যা লিপি
হা হা হা…. ইহা নিশ্চই নেট বাবাজির কারসাজি রুবি। তোমারে ফাস্টু হইবার দিবার চাইলো না😆
খাদিজাতুল কুবরা
@বন্যা আপু ফাটা কপালের কারসাজি
ছাইরাছ হেলাল
দীর্ঘশ্বাস জমা রাখি-না বলেই আগাপাশতলা লিখে যাচ্ছি, লিখে যাচ্ছি।
সিসিফাস লিখে একটু গুগল করুন, কামু পড়া না থাকলেও একটু ধারণা পাবেন।
সহি ভাবে ফিটা-ফিটি হয়া কিন্তু সব সময় ই কঠিন।
আমার লেখা সময় করে পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ, যা ব্যস্ততা আপনার!!
বন্যা লিপি
আপনারে দাওয়াত দিব নাকি ভাবছি। আপনার যা পা ভারী! তাতে আমার ঘরে জায়গা হবে কিনা ভাবছি। আপনি কিন্তু আমার হাতের স্ক্রিনটাচটা দেখেছেন। একটু মনে করে দেখবেন।
আর ব্যস্ততা? ওই জন্যই দাওয়াত দিতে চাই, এ রাজ্যে আসা হলে অবশ্যই আমার গরিবালয়ে আপনার পদধুলির আশা রাখছি। স্বচোখে দেখে যাবেন আমার ব্যস্ততা।
সিসিফাস নিয়া গুগল মামুরে জিগামু…..
ছাইরাছ হেলাল
দাওয়াত দিয়ে রাখাই ভাল। পা ভারী কী না সেটি না হয় তখন দেখা যাবে।
লেখা কৈ সে কথা কিন্তু কিছু না বলেই দিব্বি সময় পার করে দিচ্ছেন।
খাদিজাতুল কুবরা
দেশপ্রেমের আত্মিক সম্পর্কটা যেন হৃদয় দুমড়ে মুচড়ে দিল। আপনার সাথে বলতে ইচ্ছে করছে __
“এ আমার দেশ, এ আমার মাটি।
জমা রাখি না কোন দীর্ঘশ্বাস
দীর্ঘ স্রোতের মত।”
ভালোবাসা সত্যিই রিস্কি শেয়ার বাজারের মতো। এই প্রথম আপনার কবিতা মাত্র দুই বার পড়ে মনে হলো কিছু বোঝা গেল।
আমার মতো মাথাটা মোটা পাঠকের জন্য মাঝে মাঝে এমন স্বাস্থ্যকর কবিতা সহজপাচ্য।
ছাইরাছ হেলাল
প্রথম লেখাটি মুহুর্তের মধ্যে লিখে ফেলেছি, যা আমি করি না;
ওটিতে একটু এলোমেলো আছে, ইচ্ছে করে এডিট করিনি, পাছে অন্য কিছু দাঁড়িয়ে যায়।
কী না কী বলেন! আপনাকে কবে বলে মেনেছি সেই কবে।
ওই যে, জমা রাখি না কোন ভাব, (লেখা জমা থাকে) যখন যা মনে আসে স্রোতে স্রোতে।
নিত্য লিখে লিখে ভাল থাকুন, পড়ে পড়ে আমরা ও ভালতে থাকি।
ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপমার সমাহারে আন্তরিক অনুভূতিতে ভালোবাাসার প্রকৃতি।
বেশ মুগ্ধতা রেখে গেলাম পাতায়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
আপনি নিয়মিত পড়েন,
অনেক অনেক ধন্যবাদ।
ফজলে রাব্বী সোয়েব
মুগ্ধতা ছুঁয়ে গেল। ছোট কবিতা তবে মারাত্মক তেজ দীপ্ত।আরো শক্তিশালী হয়ে উঠুক আপনার লেখনী।শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
অনেকদিন পর আপনাকে দেখে বুঝলাম, ভুলে জান নি।
ভাল থাকবেন আপনি।
সুপর্ণা ফাল্গুনী
দুটোতেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। একটি দেশপ্রেম অন্যটি ব্যাক্তিগত । দুটোই আমার কাছে সার্বজনীন। কোনোটাকে ক্ষুদ্র ভাবার অবকাশ নেই। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
ভালুবাসা ভালো জানি/বুঝি না, তবে কী যেন কিছু একটা লিখে ফেলেছি
তা আপনাদের লেখায় বুঝতে পারছি।
আপনার জন্য ও শুভ কামনা।
লেখা পাচ্ছিনা তো, আপনার। দ্রুত হাত ছুড়ুন ।
পপি তালুকদার
এভাবে তেজোদৃপ্তে বলতে চাই এদেশ আমার, এ মাটি এ প্রকৃতি সবি আমার।
বেশ প্রবল দেশ ভালোবাসার বহিঃপ্রকাশ পেলো।
ভালোবাসার বাজার টা শেয়ার বাজারের মতো ওঠা-নামা করে। কখনো লাভে লাভ কখনো ধস।
যাই হোক ভালোবাসা সে ভালোবাসাই।
চমৎকার হয়েছে।
ছাইরাছ হেলাল
অবশ্যই দেশ ও দশের প্রতি আমাদের অবিরাম ভালোবাসা।
ভাল থাকবেন আপনি।
ইঞ্জা
ভালোবাসার হৃদ-সংযোগের উল্লম্ফ গতি,
ইঁদুর-বেড়ালের মুচকি হাসি।
দুর্দান্ত লিখলেন ভাইজান, ভালোবাসার শেয়ার বাজারকে চমৎকার ভাবে অল্প শব্দেই চয়ন করলেন।
ছাইরাছ হেলাল
ভালোলাগা ভালোবাসার সম্পর্কগুলো খুবই এলোমেলো, ওঠানামায়।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
ইঞ্জা
ভালোবাসা জানবেন ভাইজান।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা ভাই।
রোকসানা খন্দকার রুকু
দেশপ্রেম ও নিজ প্রেম একই! কোথাও কিছু জমা রেখে লাভ নেই। নিজের মত করেই চাইতে হবে। শুভ কামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
আচ্ছা, চাওয়া চাওয়ি আকছার ই চালু রাখতে হবে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আরজু মুক্তা
সিসিফাসের থিউরি ভালো লাগে। কাজ শুরু করা যায় নব উদ্যোমে। কে কি ভাবলো, না ভাবলো। দেখার দরকার নাই। শ্বাসে কাজ শুরু। নব সূর্যোদয়ে।
ভালোবাসার আকালে ইঁদুর বিড়াল ভালোবাসার আসা যাওয়া চলুক। এরই ফাঁকে শুদ্ধ প্রেমটা বুঝলেই হলো।
প্রস্তর খন্ড ঘষা মাজা শেষে সমান হয়ে সমান্তরালে চলুক।
ছাইরাছ হেলাল
সিসিফাসের কষ্ট কেউ বুঝল-না।
প্রেম বলতে কিচ্ছু নেই, ছিল ও না, তাই শুদ্ধ অ-শুদ্ধতার বালাই নেই।
প্রস্তর প্রস্তরের মতই কঠিন। ঘষা ঘষি করে যুত মত হয় না।
বাহ্, আপনি তো মন্তব্যেও শান দিচ্ছেন ভাল করেই।
চালু রাখেন/করেন।
ভাল থাকুন।
আমাদের পড়তে দিয়ে।