ভালবাসার রাজপথ

ছাইরাছ হেলাল ১৭ মার্চ ২০১৯, রবিবার, ০৯:১৪:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

পাঁজরের/ব্যাকপেইনের চিনচিনে ব্যথায় কেউ বালিশ এগিয়ে দেবে
উত্তুঙ্গ হয়ে আছড়ে পড়া হৃদয়ে, বিনা হোঁচটে হামাগুড়ি দেবে,
বেঁচে থেকে বেঁচে যাওয়ার প্রশান্তি থেকে, নিরীহ কিন্তু নির্মম
অপেক্ষার হাত বাড়িয়ে দেবে;

ধর্মঘটী পিকেটারের মত
পুলিশের দৌঁড়ানিতে গলি পথ খুঁজতে হবে না;

অমঙ্গলের উত্থিত আস্ফালন ধুলোয় লুটাবে নতজানুর বেশে,
দিনান্তের অচঞ্চল অ-বিষণ্নতা স্থাণু হবে,
ফাগুন-দুপুরগুলো হয়ে উঠবে লাচ্চি পানের বিনম্রতা
ফাঁকিগুলো নিঃশব্দে মিলিয়ে যাবে;
ভালোবাসার বিস্ফোরণ জ্বলনে জ্বলেই পাখিরা হাসির ডানা মেলবে।

প্রীতি-পরবশ নিশুতি-কুটির অপেক্ষা-প্রহরে দাঁড়িয়ে আছে ঐ রাধিকাপুরে।

৯৫৪জন ৬৯৪জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ