নিউইয়র্কের হাডসন নদীর তীরে
এলোমেলো ছেঁড়া ছেঁড়া ভাবনার মাঝে বসে
আঁকিবুঁকি করি, লিখি সাদা কাগজে
মুক্তোর মত আমার শব্দ’রা ছড়িয়ে ছিটিয়ে
শব্দগুলোকে এক করি, শুধুই তোমার জন্যে
কখনো এক করি ছন্দে ছন্দে কবিতার আদলে
কখনোবা জীবনের গভীরতম এক ভালবাসার গল্পের আকারে
শব্দের খাঁজে খাঁজে গড়ি কথামালা
পাশেই ঠায় দাঁড়িয়ে থাকা বাধ্য কৃষ্ণচূড়া,
প্রবল বাতাসে নুয়ে আসে, ছুঁতে চায় জমিন
আকাশ থেকে ঝরে পরে তুষার
গল্প কিংবা কবিতারা দ্রুতই ধাবিত হয় শেষের দিকে
সমাপ্তিটা অনেকটা এভাবেই হয়_____
“অবশেষে জানলাম, দূরে থেকেও কাছে থাকা যায়, অনেক কাছে
গভীর এক অনুভবে ভালবাসা যায়, অ-নে-ক ভালোবাসা
ভালোবাসার এক অসাধারন ক্ষমতা আসে,
আসে সে কোথা থেকে, কেউ নাহি জানে ।”
২০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
অপুর্ব মায়া লেখা জুড়ে. সত্যিই তাই. আসে সে কোথা থেকে কেউ নাহি জানে..
কবির ভক্ত হয়ে যাচ্ছি তো..
রিমি রুম্মান
কেউ আমার লেখার ভক্ত হলে ভালো লাগবে ভীষণ…
মা মাটি দেশ
বরাবরের মতন খুব গোছালো আবেগের কবিতা খুব ভাল হয়েছে।তবে দেশীয় ভালবাসা …নিউইয়র্কের হাডসন নদীর তীরে….ধরা দিল!কবির বিচিত্র অনুভূতি। -{@ (y)
রিমি রুম্মান
দেশের বাইরে থাকলে দেশের প্রতি টানটা বেশি অনুভূত হয়… ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
“অবশেষে জানলাম, দূরে থেকেও কাছে থাকা যায়, অনেক কাছে
গভীর এক অনুভবে ভালবাসা যায়, অ-নে-ক ভালোবাসা
ভালোবাসার এক অসাধারন ক্ষমতা আসে,
আসে সে কোথা থেকে, কেউ নাহি জানে ।”
* অনেক গভীর কথা। অনেক ভালো লাগা কবিতায়।
রিমি রুম্মান
ভাল থাকবেন অশেষ…
বনলতা সেন
আপনার মতই ভাবি কখনও কখনও ।
দূর সত্যি দূর নয়
দূর সত্যিই অনেক কাছের ।
রিমি রুম্মান
ভালোলাগা রইলো অনেক… (3
নীহারিকা
বাহ! অনেক ভালো লেগেছে।
রিমি রুম্মান
ভাললাগে জানলে আমার ভাললাগে ভীষণ … অনেক শুভকামনা
খসড়া
খুব ভাল লাগলো।
রিমি রুম্মান
খুব ভাল থাকবেন…
লীলাবতী
অদ্ভুত সুন্দর কথামালা । খুব ভালো লেগেছে আপু । আমি কিন্তু বহু দূর থেকেও আপনার কবিতার খুব কাছের একজন। -{@ (3
রিমি রুম্মান
জেনে খুব ভাললাগলো … আমার কবিতাদের একজন আপনজন পেলাম। (3
আমীন পরবাসী
খুব সুন্দর ও সরল কথা মালা যেন কাব্যটিকে পূর্ণতার রূপ দিয়েছে। মুগ্ধতা রেখে গেলাম কাব্যে। ভাল থাকবেন কবি। সুভেচ্ছা সতত।
রিমি রুম্মান
ভাল থাকবেন নিরন্তর… -{@
আদিব আদ্নান
প্রকৃত সম্পর্কে দূর কিম্বা কাছ বলে কিছু নেই ।
অনেক সুন্দর লিখেছেন ।
রিমি রুম্মান
দূরে থেকেও অনেক কাছে থাকা যায়… অনেক কাছে… ভাল থাকুন।
মোঃ মজিবর রহমান
ভালবাসা কি জানিনা
জানতেও চাইনা।
থাক সে অধরা
হৃদয় স্পর্শ করা লেখা তা বুঝলাম।
ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
হঠাৎ করেই অনেক বেশি ভাল লিখতে শুরু করলেন ,
ঘটনা কী !
পাঠক হৃদয় ছোঁয়া লেখা পড়ার সুযোগ পাচ্ছে ,
অনেক ধন্যবাদ ।