আমার আশেপাশের প্রায় সবারই ফেইসবুক আইডি আছে । কিন্তু আমার নেই । আমি নাকি ব্যাকডেটেড , এ যুগে অচল , বোকা আরো কত্ত কিছু শুনতে হয় এজন্য  🙁 যখনই সময় পায় তখনই মোবাইল হাতে নিয়ে বেহুশ হয়ে কি কি যেন লেখে এরা । লিখে কারো মুখে হাসি আবার কারো মুখে বিষণ্নতার ছাপ । আমার বান্ধবীর ছোট বোন তো সারাদিন ছবি তুলে আর ফেইসবুকে নাকি দেয় । তাঁর ভক্তের সংখ্যাও কম নয় । সে এখন কলেজের আম গাছ তলায় , জুতা কিনেছে নতুন , চুড়ি পরা হাত এসবের ছবিও দেয় । কিছুই ভালো লাগে না আমার , এমন ধরনের লেখা দিলেও নাকি মন ভালো করতে ভাইয়ারা এগিয়ে আসে । এত্ত এত্ত উপকারী ভাইয়ারা আছে ফেইসবুকে ? 🙂
সব কিছু বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছি , আমিও একটি আইডি করবো । কিন্তু কিভাবে করবো ? কিছুই তো জানিনা আমি । অন্যদের কাছে জিজ্ঞেস করা প্রেস্টিজ ইস্যু । সোনেলার ভাইয়া আর আপুরা প্লিজ আমাকে বলে দিন কি কি করতে হবে ?
জন্ম নিবন্ধন
ন্যাশনাল আইডি কার্ড
শিক্ষাগত যোগ্যতা
সত্যায়িত ছবি ( ছবি দিতে চাচ্ছি না আসলে , বিকল্প উপায় আছে কিনা ? )
আরো যদি কিছু লাগে জানাবেন প্লিজ । আর এগুলো জমা দেবো কোথায় ? ঠিক কিভাবে শুরু করবো কিছুই বুঝতে পারছিনা ।

 

৫২১জন ৫২১জন
0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ