আমার আশেপাশের প্রায় সবারই ফেইসবুক আইডি আছে । কিন্তু আমার নেই । আমি নাকি ব্যাকডেটেড , এ যুগে অচল , বোকা আরো কত্ত কিছু শুনতে হয় এজন্য 🙁 যখনই সময় পায় তখনই মোবাইল হাতে নিয়ে বেহুশ হয়ে কি কি যেন লেখে এরা । লিখে কারো মুখে হাসি আবার কারো মুখে বিষণ্নতার ছাপ । আমার বান্ধবীর ছোট বোন তো সারাদিন ছবি তুলে আর ফেইসবুকে নাকি দেয় । তাঁর ভক্তের সংখ্যাও কম নয় । সে এখন কলেজের আম গাছ তলায় , জুতা কিনেছে নতুন , চুড়ি পরা হাত এসবের ছবিও দেয় । কিছুই ভালো লাগে না আমার , এমন ধরনের লেখা দিলেও নাকি মন ভালো করতে ভাইয়ারা এগিয়ে আসে । এত্ত এত্ত উপকারী ভাইয়ারা আছে ফেইসবুকে ? 🙂
সব কিছু বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছি , আমিও একটি আইডি করবো । কিন্তু কিভাবে করবো ? কিছুই তো জানিনা আমি । অন্যদের কাছে জিজ্ঞেস করা প্রেস্টিজ ইস্যু । সোনেলার ভাইয়া আর আপুরা প্লিজ আমাকে বলে দিন কি কি করতে হবে ?
জন্ম নিবন্ধন
ন্যাশনাল আইডি কার্ড
শিক্ষাগত যোগ্যতা
সত্যায়িত ছবি ( ছবি দিতে চাচ্ছি না আসলে , বিকল্প উপায় আছে কিনা ? )
আরো যদি কিছু লাগে জানাবেন প্লিজ । আর এগুলো জমা দেবো কোথায় ? ঠিক কিভাবে শুরু করবো কিছুই বুঝতে পারছিনা ।
৩৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আমি জানিনা আপনি কার্ কুবুদ্ধিতে পড়েছেন। এ পর্যন্ত যখন এসেছেন ফেসবুক ছাড়া বাকী সময়টুকু
এই মহা মুল্যবান মাল্টিভিটামিনটি ছাড়াই জীবন পার করতে পারবেন বলে মনে করছি ।
আর ভাইয়ারা আপনার কাঁচা চুল পাকা করে দিতে খুব বেশি টাইম নেবে না ।
এবার সিদ্ধান্ত একান্তই আপনার ।
পরে যেন কোন কাঁদাকাটা না হয় ।
লীলাবতী
প্রথম মন্তব্যেই নিষেধ ? সবাই যে বলে আমি অনেক কিছু মিস করছি ফেইসবুকে না গিয়ে ?
জিসান শা ইকরাম
জন্ম নিবন্ধন
ন্যাশনাল আইডি কার্ড
শিক্ষাগত যোগ্যতা
সত্যায়িত ছবি ছারাও ৫০০ টাকার ব্যাংক ড্রাফট লাগে ফেইসবুক আইডি করতে । অনেক জটিল পদ্ধতি এটা। ফেইসবুক আইডি না করাই ভালো ।
লীলাবতী
৫০০ টাকার ব্যংক ড্রাফট ? বলেন কি জিসান ভাইয়া ? কার নামে কাটতে হবে ? কিন্তু অনেকেই তো আছে বেশ ছোট , এরা ৫০০ টাকার ব্যংক ড্রাফট কাটলো কিভাবে ? ^:^
ব্লগার সজীব
দিদি জিসান ভাইয়া আপনাকে ভুল তথ্য দিছে । সিনথিয়া আপুর একটা পোষ্টে উনি বলেছেন যে আইডি খুলতে ১০০ টাকা লাগে :p
নিশিথের নিশাচর
ফেসবুক আইডি নেই তাহলে আপনি তো অন্য গ্রহের বাসিন্দা …হা হা হা এইটা একদিন আমাকে অনেক মানুষ বলেছিলো…..কিন্তুু আমাকে যারা বলেছিলো তাদের জন্মের আগে মনে হয় আমি আইডি ওপেন করেছিলাম. .. কিন্তুু ওপেন করে বুঝিতে পারিলাম যে কি একটা ভেজাল মাথায় নিলাম …পরে আস্তে আস্তে ভালোই লেগেছিলো কিন্তুু এখন আর ভালো লাগেনা …. সেলিব্রেটি দের জ্বালায়….
লীলাবতী
আমাকেও অনেক বলেন যে আমি অন্য গ্রহের বাসিন্দা । নিশাচর ভাইয়া সেলিব্রেটি কি আবার ? এদের স্বভাব কি শুধু জ্বালানো ? সাবধানে থাকতে হবে 🙂
বনলতা সেন
কই আপনার আইডির আপডেট দেন না কেন ?
লীলাবতী
আপডেট কিভাবে দেবো ? কিভাবে আইডি করবো তাই তো কেউ বলছেন না 🙁
ব্লগার সজীব
দিদি আপনি তো মহা ব্যক ডেটেট । ফেইসবুকে আইডি নেই এটা কোনো কথা হলো ?
বনলতা সেন
আপনার উদ্দেশ্য তো ভাল মনে হচ্ছেন ।
বনলতা সেন
হচ্ছে না ।
লীলাবতী
আমার নেই সবুজ ভাইয়া । আমি ব্যাক ডেটেট । করার কিছু নেই । কিভাবে আইডি করবো বলুন ।
বনলতা সেন
আপনাকে কে এই কুবুদ্ধি দিছে তার নাম বলুন।
লীলাবতী
কুবুদ্ধি কেনো হবে ? প্রায় সবারই তো ফেইসবুকে আইডি আছে । খারাপ হলে কেই ফেইসবুকে থাকতো নাকি ?
বনলতা সেন
সবার কথা জানিনে , আমার কিন্তু নেই ।তাতে আমার কোন অঙ্গহানি
হয়েছে বলে তো দেখছি না ।
লীলাবতী
আপনারও নেই ? আসুন তাহলে দুজনেই ফেইসবুকে আইডি করি 🙂
বনলতা সেন
মাফ করুণ , আমি গেয়ো ভূত হয়ে বাঁচতে চাই ।
আপনি এগিয়ে চলুন ।
লীলাবতী
তাহলে আমার কি আইডি করা হবেনা? 🙁
মশাই
শকুন্তলা যে মিথ্যা কথা বলে তা জানা ছিলো না।
মশাই
আপনি কি ফেবু আইডি খুলবেন না কিনবেন? যদি খুলেন তাহলে অ—-নে—-ক ঝামেলা এর চেয়ে ভাল কিনে ফেলুন কারো কাছে ৫০০-৭০০টাকা দিয়ে।
জিসান শা ইকরাম
আমার কথা বিশ্বাস হলো এবার ? ৫০০ টাকা লাগে ফেইসবুক আইডি করতে । মশাইও বলেছেন ।
অপরাজিতা সারাহ
শেষ পর্যন্ত কত টাকায় এই আইডি হল,আর কে খুলে দিল?তাকে আগে একটা ঝাড়ি দেন।টাকা নিয়েছে ভালো কথা,দুইবার বতী লিখল কেন? এটা কি জিশান নাকি মশাইয়ের কাজ? :@
জিসান শা ইকরাম
আমি না , আমি না ।
আমি খুলে দিলে বতী একবারো দিতাম না ।
শুধু লীলা থাকতো 🙂
শুন্য শুন্যালয়
এখানে কি হচ্ছে? কে আসল বন্ধু আর কে ফেসবুক বন্ধু সব কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে ..মাত্র 500 টাকা? সোনেলা ব্লগে আইডি করতে এর থেকে বেশি টাকা নিছিলো আমার কাছ থেকে 🙁
সঠিক সিদ্ধান্ত ছাইরাছ ভাইয়া দিয়েছে. পাকা চুল, কাঁদাকাটা ভেবে দেখুন. এমনিতেই সোনেলাতে আপনাকে নিয়ে কবিতা চলছে ফেসবুকে গেলে কিন্তু গল্প উপন্যাস শুরু হয়ে যাবে :p
ব্লগার সজীব
ফেইসবুক আইডি কি হয়েছে ? হয়ে থাকলে লিংক চাই 🙂
মশাই
হ্যাঁ কিনে ফেলাটাই ভাল হবে। কিনেই ফেলুন তবে শ্রদ্ধেয় জিশান ভাই থেকে না কিনে আমার কাছ থেকে নিতে পারেন। দারুন অফার দিচ্ছি ভেবে দেখবেন:
১. ১০% ডিসকাউন্ট অবশ্যই থাকবে।
২. দেশী বিদেশী তিন হাজার ফ্রেন্ড যারা প্রতিদিন তিন’শ থেকে চার’শ ইনবক্স করবে।
৩. দুটি পেইজ ফ্রি (তবে লাইক থাকবে না)।
৪. গ্রুপ আনলিমিটেড।
৫.সাথে আরেকটি ফেইক আইডি।
এবার ভেবে দেখুন কি করবেন আপনি। \|/
লীলাবতী
আমার বেশী ফ্রেন্ড দরকার নেই । সোনেলার আপনারা যারা আছেন , এই কজন হলেই হবে ।
নীলাঞ্জনা নীলা
আজ যে এই ব্লগবাসীনি , তা কিন্তু ফেসবুক আইডি খুলেছি বলেই…আমার একমাত্র নানা ব্লগ কি বস্তু সেটা শিখিয়েছেন…আর নানাকে পেয়েছিলাম ফেসবুকেই…তাই ফেসবুকে যদিও এখন আমি বলতে গেলে একেবারেই কম উপস্থিতি , ভালোও লাগেনা তেমন…তবুও অকৃ্তজ্ঞ হতে পারিনা…
যদি আইডি খোলা না হয়ে থাকে , তাহলে থাক…এই তো বেশ… 🙂
লীলাবতী
আইডি খুলবো । আপনার নানার সাথে পরিচয় করিয়ে দিতে হবে কিন্তু 🙂 আমিও নানা ডাকবো ।
খসড়া
আসুন খুলে দিচ্ছি।
লীলাবতী
দিন ভাইয়া , আপনি মহান 🙂
ব্লগার সজীব
ফেইসবুক আইডি কি হয়েছে ? হয়ে থাকলে লিংক চাই 🙂 -{@
লীলাবতী
হবার পথে ভাইয়া 🙂
স্বপ্ন
দিদি আমিও খুলবো একটা । আমারো নেই :p
লীলাবতী
আসুন আসুন একসাথেই খুলি ফেইসবুক আইডি -{@
আদিব আদ্নান
আইডির আপডেট জানান ।
লীলাবতী
আইডি করে ফেলেছি ভাইয়া 🙂