রাত যখন রাত্রির মত ঘনীভূত হয় গভীর হয়ে
কালো নিচ্ছিদ্রতার গহ্বরে নিস্পন্দ প্রাণস্পন্দনে,
ধরণীর সতৃষ্ণ নয়ন চেয়ে রয় ঐ আকাশ পানে,
ক্ষণকালের প্রসারিত অপেক্ষা,
দীর্ঘস্থায়ী ঝড়ো জলের অঝোর বৃষ্টি।
বাতাসেরা নিয়ে আসবে সে বৃষ্টি, ঠোঁটে করে ;
চাতক ধরণী , নিঃসীম আকাশ ।
===================================
কোন লেখা হল ? এত্ত সহজ !
সকল দায় (দোষ) একমাত্র তাঁদেরই যারা আমাকে প্রায় নিয়মিত কুবুদ্ধি দেয় লেখালেখির জন্য ।
তবুও হে ঈশ্বর , আপনি তাঁদের উত্তম রিযিক (লেখা) প্রদান করুণ , আমীন ।
৮৯টি মন্তব্য
স্বপ্ন
ছাইরাছ হেলাল ভাই , এই অপেক্ষা কি শুধু রাতের বৃষ্টির জন্য ?
ছাইরাছ হেলাল
‘অপেক্ষা’ ঠিক , ‘রাত’ এবং ‘বৃষ্টি’ প্রতীকী শব্দ হিসাবে নিতে পারেন ।
মন দিয়ে পড়েছেন দেখে আনন্দ বোধ করছি ।
ধন্যবাদ ।
স্বপ্ন
কবিতা বোঝার চেষ্টা করছি । বুঝে ফেলবো একদিন 🙂
ছাইরাছ হেলাল
আমি কিন্তু কবিতাকে ভয় পাই , তাই বোঝার চেষ্টাও করি না ,
লেখার প্রশ্নই আসে না ।
কিন্তু আপনি পারবেন , এ আমি নিশ্চিত ।
মশাই
এত্ত সহজ লেখায় যদি এভাবে বহুমুখী চরণ ব্যবহার করা হয় তাহলে কি আর সহজ থাকে তবে এমন লেখা কিন্তু সবার পড়ার সৌভাগ্য হয় না।
ছাইরাছ হেলাল
কোন লেখা হল ? এত্ত সহজ !
মশাই
লেখক লিখে দিয়েছেন এবার কঠিন অথবা সহজ সেটা তো আপনার দেখার বিষয় না। আবার কথা না বরিয়ে রাত আর বৃষ্টিকে কিসের রূপক হিসেবে ব্যবহার করেছে বলে ফেলুন।
ছাইরাছ হেলাল
অনেক ভাবে বলা যায় ,
কেউ যখন নিজেকে নিজে অতিক্রম করে তখন সাহায্য প্রত্যাশা করে ।
তা সে পেতে পারে বা না ও পেতে পারে ।
আবার হাল্কা চালে বলা যায় , মরু-যাত্রি মরূদ্যানের স্বপ্ন দেখে ।
মশাই
গভীর ভাবনা। তা লেখাটিকি গভীর রাতে উঠে অন্ধকারে লিখেছিলেন নাকি? নাহলে এতো কঠিন হলো কিভাবে?
ছাইরাছ হেলাল
এ লেখাটি নিয়ে মজার ঘটনা হয়েছে ।
একজনের বিদায় অনুষ্ঠানে কথা বলতে হবে ,তার প্রস্তুতি নিতে গিয়ে নোট নিচ্ছি,
নিজের লেখা পড়ছি , ভাবছি নানা বিষয় , হঠাৎ এ লেখাটি দেখলাম , দিন তারিখ কিছু দেয়া নেই , ভাবলাম এটি আমার লেখা নয় । অন্য লেখায় চলে গেলাম ,
আবার মনে হল অন্যদের লেখা আমি তো লিখে রাখি না , আমারই হবে ।
কিন্তু দ্বন্দ্ব কিছুতেই কাটে না ।
আচ্ছা আপনি ই বলুন , এ লেখা কিছুতেই আমার হতে পারে না ।
শিউর টুকেছি কোন এক কালে , আবার তা কই করে হয় ! আমার কিছু শব্দ ও যে আবার দেখতে পাচ্ছি ।
তাই ত বলি ‘কোন লেখা হল ? এত্ত সহজ !’
মশাই
আচ্ছা আচ্ছা তাহলে পুরনো সব লেখা আজ লেখা রয়েছে কোনো খেরোখাতায়!!!
একটু ভালো করে তাকিয়ে দেখে আমাদের দু একটা দিলে নিশ্চই কমে যাবে না?
আপনার শব্দরা মানে কি হ্যাঁ?
এবার আপনি নিজেই চিন্তা করুন কার সাধ্য হতে পারে যে শব্দদের দখলে নিতে পারে?
মশাই
হে ঈশ্বর তাদেরকে খোলস ছেড়ে বেড়িয়ে আসতে সহায়তা করুন যারা নিজেকে আবৃত করে রাখতে চায় রাতের অলিক জোছনায়। আমীন।
ছাইরাছ হেলাল
কলি কালে কত কী শুনতে হবে ! জ্যোৎস্নাও এখন অলীক অলোক বলে মনে হচ্ছে ।
ঈশ্বর হেসে ফেলবেন ফিক-ফিকিয়ে ।
মশাই
হাসলে হাসুক তারপরও প্রার্থনা কবুল করুক। আর কতকাল এভাবে খোলসের ভিতর বন্দী করে রাখবে কে জানে? তাই শেষে আমাদের আশ্রিত হতে হয় ঈশ্বরের কাছে।
ছাইরাছ হেলাল
ঈশ্বর মহানুভব কিন্তু তিঁনি সবার কথা শোনেন না বলেই রক্ষা এযাত্রা ।
মশাই
সবার কথা শুনে না বলে যে আমার কথাটা শুনবে না তা আপনি নিশ্চিত হলেন কিভাবে আগে সেটা বলুন।
ছাইরাছ হেলাল
সব কিছুরই লক্ষণ থাকে ।
যেহেতু এখন পর্যন্ত তেমন কিছুই দেখা যাচ্ছে না তাই বুঝতে জ্যোতিষ
হতে হচ্ছে না ।
মশাই
সবকিছু যে সাথে সাথে হয়ে যাবে ততো না অথবা কোথাও এমন কথা দিয়েছে নাকি? এই ক্ষেত্রে আমি আবার অপেক্ষা করতে পারবো।
আগুন রঙের শিমুল
বেভুলা ঘূর্ণিতে ভেসে যায় নামহীন যাযাবর
অপেক্ষা বর্ষণের ,তুমুল বৃষ্টি নামুক
ভিজে যাক ভিতর বাহির
ছাইরাছ হেলাল
কিন্তু ভাবছি ,তুমুল বৃষ্টিতে ঠাণ্ডা লেগে যাবে কিনা কে জানে !
অনেক ধন্যবাদ পড়ার জন্য ।
মিথুন
কার অপেক্ষায় ছিলেন ভাইয়া?
আর এমন একটা লেখা মানুষ জমিয়ে রাখে কি করে?
যারা নিয়মিত কুবুদ্ধি দিচ্ছে তাদের ধন্যবাদ, আরো চলুক কুবুদ্ধি।
ছাইরাছ হেলাল
চাতক ধরণী , অপেক্ষায় বৃষ্টির ।
জমিয়ে রাখিনা তো, লিখতে ইচ্ছে হলে লিখি । নিজেরই যে পড়তে হয় ।
পাঠকের যা কাজ ।
এমন কুবুদ্ধি সবাই পায় না , সে ক্ষেত্রে ভাগ্যহীন ভাগ্যবান বলতেই পারেন ।
কিছুই যে লেখা হল না ।
শুন্য শুন্যালয়
বৃষ্টি কি সেদিন হয়েছিল?
কএক কথায় আবার নাকি রূপক
বোঝা কি এত্তো সহজ !!!
আচ্ছা আপনার অই ম্যাজিক নোট বুকে আর কতো জমানো আছে? আর সেগুলো কার জন্য?
কুবুদ্ধি চলছে চলবে … দাবী দাওয়া বেশি না, লেখা ছাড়া কথা না।
ছাইরাছ হেলাল
বৃষ্টিরা খুবই দুষ্টু হয়েছে আজকাল ,
বৃষ্টিরা বৃষ্টি হয়ে এলে ভাই হত , তা আর হল কই ! অধরাই থেকে গেল ।
ম্যাজিক কখনও জমা রাখা যায় না , হয়ে যায় আপনাদের ছায়ায় ছায়ায় ।
আপনারা হৃদয়বান হয়েও কুবুদ্ধি দিচ্ছেন ! এটি মেনে নেয়া সুকঠিন ।
কবে যে আপনাদের মত সুন্দর করে লিখতে পারব , কে জানে !
তবে সাহস হারাচ্ছি না , আপনাদের সাথে থাকলে কিছু একটা হবেই তা বেশ বুঝতে পারছি ।
ধন্যবাদ দিচ্ছি না , কুবুদ্ধি দাতাদের ।
আমিওতো বলি’দাবী দাওয়া বেশি না, লেখা ছাড়া কথা না’।
শুন্য শুন্যালয়
এই যে বৃস্টি ধরা অধরার খেলাধুলা, যা ইচ্ছে তাই লেখা, দেখাদেখির কেউ নেই। আমরা আমরাই, এই নিয়ে বেশ আছি। কে যে সুন্দর লিখে, আমার ধারনা, এখন চতুর্থ পক্ষের প্রয়োজন, নইলে মারামারি বেধে যাবার সম্ভাবনা। আচ্ছা সোনেলার সেই আরেক মূর্তির খবর জানেন? কই গেলো যে পালিয়ে, বলেও গেলোনা।
ছাইরাছ হেলাল
আমিও আপনার সাথে এক মত , এখানে আমরা আমরাই , এর একটি ভাল দিকও
আছে বলে মনে হয় , অনেক আকাঙ্খা তৈরি হচ্ছে না । আর ভাল বা মন্দ লেখা বলে কিছু নেই।
আমরা আমরাদের মাঝে মারামারিও জমবে বলে মনে হয় না ।
লেখকের আন্তরিকতাই শেষ কথা ।
ভাবছি হারানো বিজ্ঞপ্তি দিলে কেমন হয় ?
তার ঠায়-ঠিকানা কেউ জানে বলে জানি না । উদাও হয়েছে আমাদের ফেলে ।
শুন্য শুন্যালয়
হারানো বিজ্ঞপ্তি দেবো আমিও কিন্তু ভাবছি, একটু সময় শুধু চাই।
বাকিটা ব্যক্তিগত দেখলাম, খুবই মজার মুভি 🙂 গ্রামে নেট নেই শুনে যেই একপ্রেশন দেয় দুজন, আমি হাসতে হাসতে শেষ । মুভি প্রজেক্ট আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। দিনকাল খুব খারাপ যাচ্ছে। হাসতে পারছি, ব্যস।
ছাইরাছ হেলাল
আমি আপনার বিজ্ঞপ্তির অপেক্ষা করব ।
সময়ই আপনাকে সময় দেবে , এ কথা বিলক্ষণ জানি ।
ওটি অনেক ভাল ছবি । আর এক বার দেখে নিয়েন ।
আহারে , মুভি প্রজেক্ট বন্ধ হয়ে যাবে ! ভাবতে পারছি না ।
তবে হেসেছেন তা শুনতেও আনন্দ ।
মশাই
কখন বন্ধ হবে আমারে একটু জানাইয়েন।
শুন্য শুন্যালয়
মুভি প্রজেক্ট বন্ধ হবে শুনে কেউ মনে হয় খুশি হলো ? দেব নাকি আরেকটা? হা হা
ছাইরাছ হেলাল
তর সইছে না , দিয়ে দিন ।
মা মাটি দেশ
:Censored: :Hello: হেলো বৃষ্টি……………
ছাইরাছ হেলাল
হ্যালো……………!
জিসান শা ইকরাম
অপেক্ষার অবসান হোক
প্রত্যাশিত বৃষ্টিতে ভিজে যাক প্রসারিত হৃদয় , ইচ্ছে ।
ছাইরাছ হেলাল
প্রত্যাশার বৃষ্টি আমাদের সবার ই কাম্য ,
অধরা হলেও ।
পড়ার জন্য শুভেচ্ছা ।
নীলাঞ্জনা নীলা
কত ’ প্রতীকী ‘ শব্দ যে আছে এটুকু লেখায় ! বাতাসের মনে হয় ঠোট আছে 🙂 ‘ বাতাসেরা নিয়ে আসবে সে বৃষ্টি, ঠোঁটে করে ; কেমন ঘোর লাগা অনুভুতি । রেটিং নেই কেনো সোনেলায় ? ৫ এ ৫ দিতাম ।
ছাইরাছ হেলাল
সাহস করে ৫ এ ৬ দিয়ে ফেলুন ।
আপনি এর থেকেও অনেক ভাল লেখেন তা কিন্তু জানি-ই ।
ভালো থাকুন ।
লীলাবতী
আসুক বৃষ্টি , শান্ত হোক কবি 🙂
ছাইরাছ হেলাল
আসুক আসুক প্রাণ ভরে আসুক ।
শীতনিদ্রা কাটিয়ে এলেন দেখে ভালই লাগল ।
ওদিকের মেসেজের ঝাঁপি একটু এদিকে খুললে মন্দ হয় না ।
শুন্য শুন্যালয়
আমিও তাই বলি… আমাদেরও পড়তে মন চায় কিন্তু ।
ওয়ালিনা চৌধুরী অভি
হ্যাঁ লেখা হয়েছে , একটু বেশী পরিমানেই হয়েছে 🙂 আপনার দেখার নয়ন তো ভয়ানক তীক্ষ্ণ । বৃষ্টি আসুক , আসবেই 🙂
ছাইরাছ হেলাল
যাক বাবা , আপনি পড়েছেন আবার ভালোও বলছেন , আশ্বস্ত হলাম ।
আমিও অপেক্ষায় অঝোর বৃষ্টির , অনেক ধন্যবাদ আপনাকে ।
মিসু
লেখা হয়েছে এবং বেশ ভালোই হয়েছে । আপনার জন্য সহজ ।
ছাইরাছ হেলাল
সত্যি মিস করি আপনাকে ।
আপনি যখন ‘ভালো’ বলছেন তখন ভালোও লাগল ।
সহজ নয় কোন কিছুই , লেখা তো নয়-ই ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
প্রত্যাবর্তন
অল্প কথায় বেশ সুন্দর প্রকাশ ।
ছাইরাছ হেলাল
বেশি বলতে পারলে কী কেউ কম বলে !
বেশি পারিনি তাই অল্পেতেই লেখার চেষ্টা ।
পড়ার জন্য আবার ও ধন্যবাদ ।
ব্লগার সজীব
অনুপস্থিত ছিলাম বেশ কিছুদিন । ইতমধ্যে পোষ্ট এসেছে প্রচুর । আপনার লেখা মিস করেছি । প্রত্যাশিত বৃষ্টি আসুক (y)
ছাইরাছ হেলাল
সমস্যা নেই , আসা যাওয়ার নিয়মেই আমরা বাস করি ।
আবার লিখবেন পড়বেন জেনে ভালো লাগল ।
বৃষ্টির অপেক্ষায় আছি , থাকিও ।
জানি আসবেই ।
বনলতা সেন
অবশ্যই লেখা কোন সহজ কাজ নয় । এজন্যই লেখা থেকে বিরতি নিয়েছি ।
আর লেখাটি মোটেই কিছু হয়নি । অবশ্য সে আপনার সমস্যা ।
আমাদের কিছু যায় আসে না ।
বৃষ্টি আমাদের খুবই দরকার ।
ছাইরাছ হেলাল
যাক এলেন !
আমি কোন লেখক নই তা আবারও আপনাকে মনে করাতে চাই ।
এত দিন পড়ে এলেন কোথায় একটু মিষ্টি মিষ্টি করে বলবেন ,তা না এসেই নানা রকম কড়া পাকের
খাবার দিয়ে দিচ্ছেন ।
তাও ভাল এসেছেন , লেখার তাগাদা এক্ষুণি দিলাম না ।
বৃষ্টি এবারে পালিয়ে বাঁচবে ।
প্রত্যাবর্তন
বলেছেন, ছবি তুলা আপনার প্রিয় একটি বিষয় , তা ছবি ব্লগ তো আপনার থেকে আশা করতেই পারি । কী বলেন ?
ছাইরাছ হেলাল
হ্যাঁ ,অবশ্যই আমার প্রিয় বিষয় , আমি নিয়মিত প্রচুর ছবি তুলি ।
ছবি তুলি শুধুই ভালোলাগা থেকে ।
প্রকাশে অনীহা প্রচন্ড ।
তবে হয়ত কখনও ব্লগে যদি দেই তা এখানেই দেব ।
ধন্যবাদ ।
অজানা এক পথে চলা
ভাইয়া আপনিও বৃষ্টির লেখা দিলেন ? আমি কিন্তু কবিতা বুঝিনা 🙁
ছাইরাছ হেলাল
হ্যাঁ , আমারও বৃষ্টি চাই ।অনেক বৃষ্টি ।
কবিতা আমিও বুঝিনা , আর এটি কোন কবিতা নয় ।
আপনি নির্ভয়ে পড়তে পারেন ।
শিশির কনা
এই মর্মে প্রত্যায়ন করা যাইতেছে যে , এই লেখাটি একটি উত্তম লেখা হইয়াছে 🙂
কেউ যেনো প্রশ্ন না করে ‘ এতদিন কোথায় ছিলেন ? ‘ :p
ছাইরাছ হেলাল
যারপরনাই আনন্দিত হলাম ।
না না প্রশ্ন করিয়া বিব্রত করতে চাই না ।
তবে এখন থেকে নিয়মিত হলে ভালো লাগবে তুমুল ভাবে ।
ভালো থাকুন ।
শিশির কনা
প্রশ্ন না দেখিয়া আনন্দিত হইয়াছি । আমার জন্য যেনো দোয়া করা হয় , পরীক্ষা চলিতেছে 🙂
জিসান শা ইকরাম
আমি প্রশ্ন করিলাম ‘ এতদিন কোথায় ছিলেন ? ‘
আদিব আদ্নান
আমি মন্তব্য করা ভুলে গেছি ।
ছাইরাছ হেলাল
এখানে তাতেও সমস্যা নেই । যা খুশি লিখে দিলেই হবে ।
শুন্য শুন্যালয়
বৃষ্টির তোড়ে ভেসে যাচ্ছি, কে কোথায় কবে বৃষ্টি চেয়েছে তার ফল আমাদের দিচ্ছে, এ কেমন বিচার বিধাতার?
ছুটির সময় হয়েই এলো।
ছাইরাছ হেলাল
ইদানিং আমি কিছুই লিখছি না । বিধাতা খুব দুষ্ট । এ সময়ে আমার তাই মনে হচ্ছে ।
আপনি একটু ছবি দেখিয়ে আমাদের এ যাত্রা বাঁচিয়ে রাখুন ।
ছুটি ! কিসের ?
শুন্য শুন্যালয়
লেখা টেখা দিচ্ছেন না, ভাবছি লম্বা একটা ছুটি নেবো। নিতেই হবে মাস খানেকের। এসে অনেকগুলো লেখা পড়তে চাই একসাথে ।
ছাইরাছ হেলাল
আমাদের ছেড়ে থাকতে পারবেন ?
শুন্য শুন্যালয়
বুঝতে পারছিনা, ভাবছি এবার পরিক্ষাটা করেই দেখি ।
শুন্য শুন্যালয়
লাইনগুলো কেমন লাগলো বলুন তো, পেলাম এক জায়গায়, ভালো লাগলো। কাওকে দেয়ার পাচ্ছিনা,
জল ছুঁই ছুঁই চোখের বৃষ্টিতে থাকেনা সেই গল্প,
থাকেনা কস্টের মাপে তার রঙের এপার ওপার,
গল্প তবু রঙ বদলায়,
আর কস্ট ছোটে তার পিছু পিছু
আগের রঙ ফিরে পাবার আশায়।
ছাইরাছ হেলাল
আগে বলতে হবে এ লেখা আপনি কোথায় পেলেন ।
এ তো যেন তেন কোন লেখা নয় ।
শুন্য শুন্যালয়
কোথায় যেনো পেয়েছি 🙂 খুব বেশি ভালো নয় অবশ্য।
ছাইরাছ হেলাল
আমরা হব গিনিপিগ !
তথাস্তু জাঁহাপনা ।
শুন্য শুন্যালয়
আরে না!!! গিনিপিগ আমিই হচ্ছি, পারবোনা জেনে রাখুন আগেই, পরে এসে পরলে মুখ টিপে হাসবেন না বলে দিলাম।
ছাইরাছ হেলাল
হাসব বা কাঁদব কিনা তা জানিনা ।
সিদ্ধান্তের কারণ কি , এ প্রশ্ন কি রাখা যাবে ?
শুন্য শুন্যালয়
OET এক্সাম টা কিছুতেই পেরে উঠছিনা 🙁 জব দূরে সরে যাচ্ছে।
ছাইরাছ হেলাল
আমরা রয়ে যাব মহা শ্মশানের চৌরঙ্গীতে , হা করে গুনব কড়িকাঠ ।
অপেক্ষা , নিকোবরের বিশাল বিপুল সবুজ কবুতরের বাকুম ধ্বনির।
শুন্য শুন্যালয়
এ অবস্থায় আমিও পরে আছি, সে ও এক অপেক্ষা।
ছাইরাছ হেলাল
হা হা , অবস্থা কেরোসিন ।
ছাইরাছ হেলাল
আমি যতদুর জানি এটি কঠিন পরীক্ষা ।
সবগুলো পাস করতে হয় । এদেশের মানুষদের জন্য অনেক সময় জটিল ।
আবার এটি না হলে কাজ পাওয়া যাবে না , ভাল ভাবে । অড জব সবার জন্য নয় ।
কষ্ট করে আবার চেষ্টা করুণ , আমার কেন যেন মনে হয় আপনি পারবেনই ।
তাতে আমরা দু’মাস বসে থাকতেও রাজি আছি ।
শুন্য শুন্যালয়
এখন কঠিনই মনে হচ্ছে, দেখি চেস্টা করে। ফিরবো আগেই, ভালো থাকবেন ।
ছাইরাছ হেলাল
Saturday 9 August 2014 একটি পরীক্ষা আছে ।
এটি দিয়ে দিন ।
শুন্য শুন্যালয়
অবাক করলেন, হুম ওটাই আপাতত টার্গেট । 🙂
ছাইরাছ হেলাল
সত্যি আপনার সাফল্য চাইই ।
শুন্য শুন্যালয়
থ্যাংকস ভাইয়া, এবার নাহলে কই যে পালাবো ? 🙂 ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন আপনি । এবারে পালাতে হবে না ।
মিসু
যারা আপনাকে লেখালেখির জন্য নিয়মিত কুবুদ্ধি দেয় , তাঁরা যেন কুবুদ্ধি অব্যাহত রাখেন । আমীন 🙂
ছাইরাছ হেলাল
আপনিও অদের পক্ষ নিলেন ?
আপনাকে দেখে ভালো লাগল ।
স্বপ্নচারী
(y) সুন্দর লিখছেন ভাই … 🙂
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ পড়ার জন্য ।
আমার আছে নীল
আমিও আজ থেকে কুবুদ্ধি দেবো আপনাকে।
ছাইরাছ হেলাল
আচ্ছা দিতে থাকুন ।
পড়ার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ ।
আমার আছে নীল
আপনার লেখায় মন্তব্য দেখে ভয় পেলাম ভাই। এত মন্তব্য !