বৃষ্টি

ছাইরাছ হেলাল ১৮ জুন ২০১৪, বুধবার, ০৭:৫৭:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৮৯ মন্তব্য

রাত যখন রাত্রির মত ঘনীভূত হয় গভীর হয়ে
কালো নিচ্ছিদ্রতার গহ্বরে নিস্পন্দ প্রাণস্পন্দনে,
ধরণীর সতৃষ্ণ নয়ন চেয়ে রয় ঐ আকাশ পানে,
ক্ষণকালের প্রসারিত অপেক্ষা,
দীর্ঘস্থায়ী ঝড়ো জলের অঝোর বৃষ্টি।
বাতাসেরা নিয়ে আসবে সে বৃষ্টি, ঠোঁটে করে ;
চাতক ধরণী , নিঃসীম আকাশ ।
===================================
কোন লেখা হল ? এত্ত সহজ !

সকল দায় (দোষ) একমাত্র তাঁদেরই যারা আমাকে প্রায় নিয়মিত কুবুদ্ধি দেয় লেখালেখির জন্য ।
তবুও হে ঈশ্বর , আপনি তাঁদের উত্তম রিযিক (লেখা) প্রদান করুণ , আমীন ।

৭৮২জন ৭৮২জন
0 Shares

৮৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ