বৃষ্টির জল এবং নওগাঁ

মেহেরী তাজ ২২ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ০৫:২৬:১৪অপরাহ্ন ছবিব্লগ ৩২ মন্তব্য

মিডল নর্থ এর সবচে নিচু জেলাগুলোর মধ্যে উল্লেখ যোগ্য একটা নাম নওগাঁ । এখানে মুশুল ধারে বৃষ্টি হওয়ার প্রয়োজন পরে না। সাধারণত স্বাভাবিক এর চেয়ে একটু বেশি বৃষ্টি দির্ঘ সময় ধরে নামলেই হয়। এখানকার বেশির ভাগ উল্লেখ যোগ্য জায়গা যেমন হাসপাতাল, সি ও অফিস, নওগাঁ প্রেস, নওগাঁ কলেজ,জেলাস্কুল, টিচার্স ট্রেনিং সেন্টর এগুলোর সামনে মোটামুটি ছোটখাট পুকুরের মত হয়ে যায়। কিন্তু এবেরের বর্ষাকাল টা যেন একটু বেশিই ভোগাবে নওগাঁবাসী কে। কারন গত শুক্রবার সকাল থেকে মাঝে মাঝে কয়েক মুহুর্ত বিরতি দিয়ে দিনে এবং রাতে মুশুল ধারে চলেছ বৃষ্টি। ফলে নওগাঁ শহরের অনেকাংশই এখন পানিতে পুর্ন। ঘর থেকে বেরিয়ে সামান্য কোথাও যেতে হলেও ডাকতে হচ্ছে রিকশা এবং দিতে হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া।

নওগাঁ শহরের মাঝ খান দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী
বৃষ্টির পানি এই ছোট যমুনা নদী ধারন করতে পারছেনা গভীরতা কম থাকায়

গতকাল আমার ছোট ক্যামেরা নিয়ে বের হয়েছিলাম ছবি তোলার জন্য। কিছু ছবি শেয়ার করছি সবার সাথে। ছবি দেখানো আসল উদ্যেশ্য নয়, ছবিতে দেখাচ্ছি নওগাঁ শহরের বৃষ্টির জলের অবস্থা।

খেজুরা গাছ পেঁচিয়ে আছে লতাপাতা। আশ্রিতদের প্রভাবে এমনিতে ঢেকে যায় জীবনের মূল অনেক কিছুই।
পানিতে প্লাবিত অসহায় নওগাঁর বর্ষার পানি এরকম কিছু ছোট্ট ড্রেন এর মধ্যে দিয়েই নদীতে নামে। আর সব গুলা ড্রেন এর কাছেই এরকম কিছু ছেলেপুলেকে দেখা যায় মাছ ধরার জন্য বসে থাকতে।
এটা দেখে পুকুর, দিঘী, বা নদী মনে হলেও এটা নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ এর খেলার মাঠ। যেখানে ছেলেরা খরার সময় ফুটবল/ক্রিকেট খেলে আর বরষার সময় মাছ ধরে
এই জায়গার মাঝখান টা মূলত একটা ছোট খাট পুকুর। কিন্তু গত দুদিন এর বৃষ্টির ফলে যেটা একটা বড়সড় দিঘী তে পরিনত হয়েছে। ডান পাশে যে বাড়ি গুলা দেখা যাচ্ছে সে খানে গিয়ে ওদের সাথে কথা বলার শত ভাগ ইচ্ছে থাকা শত্তেও যেতে পারি নি কারন, হাটু অব্দি কাপর উঠায়া যেতে হবে।

আরো কিছু ছবি

বিঃদ্রঃ মুলত এটি একটি প্রতিবেদন হিসেবে প্রকাশ করতে চেয়েছি। এটিই আমার প্রথম প্রতিবেদন। প্রতিবেদন লিখতে আর কি কি সংযোজন করা উচিৎ এ বিষয়ে পরামর্শ চাচ্ছি সবার।

৯৩৫জন ৯৩৪জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ