বিহঙ্গ মুক্ত আমি, রিক্ত, সিক্ত এবং ক্লান্ত
পরাজিত একাকী সৈনিকের মত
রক্ত জমাট ক্ষতে দগদগে কালশিটে
এর মাঝে এঁকে চলি বেহায়া প্রেমের বিমুগ্ধ গদ্য।
তোমায় বলছি বিহঙ্গিনী–
কশেরুকায় যোগ করে দাও এলবাট্রস
সমুদ্র বিলাসী মুক্ত শৈবালে চাপিয়ে দাও সবটা ভার
বিষুবরেখার মাঝ বরাবর ছুঁড়ে দাও উত্তপ্ত নিঃশ্বাস
হয়তো শত বছর পর তোমার পোট্রেট দেখতে উড়ে যাব জয়নুল গ্যালারী তে।
২০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
বাহ্…
পাগলা জাঈদ
ধন্যবাদ
ফাহিমা কানিজ লাভা
জয়নুল গ্যালারী! বাহ্, চিন্তার প্রসারতা অনেক বিস্তৃত আপনার। চালিয়ে যান। (y)
পাগলা জাঈদ
প্রেয়সী কে ভালবাসে লিখলে এমনই লেখা উচিত, বিস্তৃত, অফুরান, ধন্যবাদ জানবেন
লীলাবতী
সমুদ্র বিলাসী মুক্ত শৈবালে চাপিয়ে দাও সবটা ভার
বিষুবরেখার মাঝ বরাবর ছুঁড়ে দাও উত্তপ্ত নিঃশ্বাস
হয়তো শত বছর পর তোমার পোট্রেট দেখতে উড়ে যাব জয়নুল গ্যালারী তে। ********** অনেক সুন্দর কথামালা । মুগ্ধপাঠ
পাগলা জাঈদ
আপনার কমেন্টেও আমি মুগ্ধ, ভালোলাগা জানবেন
ছাইরাছ হেলাল
এখানে দেখছি বিশাল প্রেম !
গ্যালারিতেও যেতে হবে ?
এবস্ট্রাক হলে তো খবর আছে ।
পাগলা জাঈদ
গ্যালারি তো গ্যালারি তার জন্যে আমি গ্যালাক্সিতেও যেতে পারি 😉
নীলকন্ঠ জয়
এতো প্রেম?
ভালো না লেগে উপায় আছে? আপনি অনেক ভালো লেখেন।
শুভেচ্ছা।
পাগলা জাঈদ
আপনাদের ভাললাগাই আমার প্রাপ্তি 🙂 অভিনন্দন
জিসান শা ইকরাম
প্রেমময় কবিতায় অনেক ভালো লাগা ।
পাগলা জাঈদ
আপনিও ভালোলাগা জানবেন
রকিব লিখন
বিহঙ্গ মুক্ত আমি, রিক্ত, সিক্ত এবং ক্লান্ত
পরাজিত একাকী সৈনিকের মত
—বিহঙ্গ হলে রিক্ত হবো কেন??
পরাজয় মানবো কেন??
বিহঙ্গ তো মুক্তির প্রতিচ্ছায়া।।
কবিতায় ভাল লেগেছে।।
অসাধারণ আপনার কবিত্ব।। (y)
পাগলা জাঈদ
আপনার কমেন্ট টাও অসাধারণ, প্রেমিক রা বিহঙ্গ হলেও মুক্ত নয়, এ জন্যেই শতবছর পর হলেও সে ফিরে আসবে শেকলের টানে।
ভালোলাগা জানবেন কবি,
আদিব আদ্নান
প্রেম ও আপনি , এ দেখছি মাখামাখি অবস্থা
চলুক ।
পাগলা জাঈদ
একটু মাখামাখি না হলে কি কবিতা চলে 🙂
খসড়া
বিহঙিনী আর বিরহীর মাঝে অনেক মিল, ভাল লাগল। 🙂
পাগলা জাঈদ
আপনার কমেন্ট তা সব চেয়ে সুন্দর লাগল খসড়া
নীলাঞ্জনা নীলা
আদিব আদ্নান বলেছেনঃ
প্রেম ও আপনি , এ দেখছি মাখামাখি অবস্থা
চলুক । -{@ (y)
পাগলা জাঈদ
ভালবাসার ঢল এভাবেই নামা উচিত, ভাল থাকবেন 🙂