আদিব আদ্নান জুলাই ২৭, ২০১৩ at ৮:৫৮ পূর্বাহ্ন তাও ভাল লাশ কাটা ঘরটি এড়িয়ে গেছেন । কঠিন অসম্ভব ভালোবাসা ।
ছাইরাছ হেলাল জুলাই ২৭, ২০১৩ at ১:০৯ অপরাহ্ন বাঁচিয়ে দিয়ে বাঁচা যায় না । হ্যা , ঐ ঘরটি এড়িয়ে না গেলে আরও বিভৎস হয়ে যেত । ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল আগস্ট ২৯, ২০১৩ at ১০:১২ অপরাহ্ন জীবন আর মৃত্যুর মধ্যে প্রায় কোন পার্থক্য নেই বললেই চলে । ধন্যবাদ আপনাকে ।
রকিব লিখন নভেম্বর ১০, ২০১৩ at ৭:৫১ অপরাহ্ন ভয়ঙ্কর ও সুন্দর দুয়ের সমাবেশ।। দারুণ লাগল।। আমারও চাই এমন একজন সেবিকা।।
অরুনি মায়া ফেব্রুয়ারি ২, ২০১৬ at ১২:৩৭ পূর্বাহ্ন ভালবাসা বুঝি এমন মারমার কাটকাট হয়, জানা ছিলনা তো ;?
ছাইরাছ হেলাল ফেব্রুয়ারি ৩, ২০১৬ at ৭:১৭ পূর্বাহ্ন ভালোবাসলে বুঝতেন কি হয় না হয়, আপনার এ সব বোঝার কথা নয়। ভালবাসতে শিখুন।
২৪টি মন্তব্য
বনলতা সেন
কফিনে পাঠালেন !
ছাইরাছ হেলাল
উপায় নেই এ ছাড়া ।
ধন্যবাদ ।
জিসান শা ইকরাম
এমন ভয়ংকর ভাবনা কেনো ?
বাপরে !
ছাইরাছ হেলাল
হ্যা , একটু কঠিন ই ।
আদিব আদ্নান
তাও ভাল লাশ কাটা ঘরটি এড়িয়ে গেছেন ।
কঠিন অসম্ভব ভালোবাসা ।
ছাইরাছ হেলাল
বাঁচিয়ে দিয়ে বাঁচা যায় না ।
হ্যা , ঐ ঘরটি এড়িয়ে না গেলে আরও বিভৎস হয়ে যেত ।
ধন্যবাদ ।
মিসু
এমন বিভৎস ইচ্ছে কেনো ভাইয়া ? 🙁
ছাইরাছ হেলাল
না না , বীভৎস নয় ,
এখানেও আছে ভালোবাসারই কথা ।
ব্লগার সজীব
মেরেই ফেলতে হবে ? ভালো লেগেছে খুব ।
ছাইরাছ হেলাল
জীবন আর মৃত্যুর মধ্যে প্রায় কোন পার্থক্য নেই বললেই চলে ।
ধন্যবাদ আপনাকে ।
আফ্রি আয়েশা
সুন্দর এবং ভয়ংকর …
ছাইরাছ হেলাল
সুন্দর ই যদি হয় হোক না তা একটু ভয়ংকর ।
প্রিন্স মাহমুদ
বাহ! দারুন
ছাইরাছ হেলাল
খুঁজে পড়ার জন্য ধন্যবাদ ।
প্রিন্স মাহমুদ
চোখে পরলেই আমি পড়ি , আমি ক্ষুধার্ত পাঠক
নাজনীন খলিল
অনেক ভাল লাগলো।
নিষ্ঠুর এবং সুন্দর।
ছাইরাছ হেলাল
আপনি আমার লেখা পড়ছেন এটি দেখা অনেক আনন্দের ।
রকিব লিখন
ভয়ঙ্কর ও সুন্দর দুয়ের সমাবেশ।। দারুণ লাগল।। আমারও চাই এমন একজন সেবিকা।।
ছাইরাছ হেলাল
চেষ্টা করুণ , পেয়ে যাবেন অবশ্যই ।
রিমঝিম বর্ষা
পিছু নিয়েছিলেন কি শেষ পর্যন্ত?
ছাইরাছ হেলাল
কী না কী কন।
অরুনি মায়া
ভালবাসা বুঝি এমন মারমার কাটকাট হয়, জানা ছিলনা তো ;?
ছাইরাছ হেলাল
ভালোবাসলে বুঝতেন কি হয় না হয়,
আপনার এ সব বোঝার কথা নয়।
ভালবাসতে শিখুন।
অরুনি মায়া
আমি বুঝি ভালবাসতে জানিনা!
হুহ খুব জানি।