ফোঁটা ফোঁটা জলের গায়ে
টুকটুকে রঙ্গের আঁকাআঁকি,
পৃথিবীর সব রং গায়ে মেশা তার
ভাবছি তারে বাবুই বলে ডাকি..
তার যা ইচ্ছে তাই বলে যান,কিন্তু আমাকে কেন এত সুন্দর নামে আজো ডাকলেন না তিনি?এমন প্রশ্ন করে বিব্রত করতে চাইনা আমি।
এই সোনেলার ছোট পরিবারে তিনি নিয়ে এলেন তার পৃথিবী। তার পৃথিবী অনেকঃ
হেরে যাবার আগে হাত বাড়িয়ে দেই মহাশুন্যে আমার
আমার আছে অনেক অনেক পৃথিবী
কয়টা ভাংবে তুমি?
বন্ধুর পৃথিবী আছে
চোখে পানি ভরা প্রিয় মানুষের চকলেট হাতে হেসে ওঠা পৃথিবী আছে
লিটল চার্লি বিয়ার কার্টুনের মতো একটা স্বপ্নের পৃথিবী আছে
আছে মায়ার পৃথিবী ………
এমন আন্তরিক লেখা পড়ে তার মায়ায় না পরে উপায় কি? এই সোনেলা পরিবার তার মায়ার জালে বাঁধা পরে গিয়েছে।প্রথমে কি কেউ ভেবেছিলাম তার এই পৃথিবী কতটা বিস্তৃত হবে সোনেলায়?
যে পথ ধরে যাই, চিহ্ন রেখে যাই
হাতের চুড়ি, চুলের কাঁটা
পায়ের ছাপে পরবে ধুলোর ঢেউ,
পিছু নেবে কি ভুল করে কেউ?
যা দেবার রয়ে গেছে পিছে।
এ আমার ই পণ ;
যেন নিজের ভুলে না জড়াই,
যেন ভুল করেও ফেরার পথে এ পথে না ফিরি;
শুধু চিহ্ন গুলো বেখেয়ালে কেউ দুমড়ে না দিয়ে যায়…………
এই ব্লগে এমন কি কেউ আছেন,যার ব্লগে তিনি চিহ্ন রেখে আসেননি? এই ব্লগে এমনকি কেউ আছেন যিনি তার রেখে যাওয়া চিহ্নকে দুমড়ে দিয়ে যাবেন?
শামুকের মত পিঠে নিয়ে সোনেলাকে তিনি একা বহন করে চলেছেন।তার আগমনের পরে সোনেলায় প্রকাশিত প্রায় সমস্ত পোষ্টে তিনি মন্তব্য দিয়ে লেখককে উৎসাহিত করেছেন।শত ব্যস্ততার মাঝেও ঠিকই তিনি সোনেলায় এসেছেন,আমাদের মায়া তাকে টেনে এনেছে আর তার মায়ার জালে আমাদের নিয়ে নিয়েছেন।
তিনি আসলে কি, এটি একটি লেখায় বুঝানো যাবে না। তার লেখাকে একটি বিভাগে ফেলা যাবেনা।একাগ্র চিত্তে তিনি লিখে গিয়েছেন,নারী নির্যাতন,সমাজ সচেতনতা,রম্য,ছবি ব্লগ, কবিতা, ছবিতা,মুভি রিভিউ- প্রতিটি ক্ষেত্রেই তিনি সফল একজন।
সোনেলা এবং শুন্য শুন্যালয় যেন দুজনে দুজনার হয়ে গিয়েছে
সোনেলায় আজ শুন্য শুন্যালয়ের দুই বছর পুর্তি
এমনি মায়ায় লতার মত জড়িয়ে রাখুন আমাদের সবাইকে (3
শুভেচ্ছা আপনাকে -{@
১১২টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
শুন্য ভাইয়ার থুক্কু শুন্যাপুর দুই বছর পূর্তিতে শুন্যাপুর নতুন পোস্ট চাই 😀
এন্ড ইউ! লীলাপু… তোমার লীলা দেখানো অফ দিলে কিন্তু তাজাপুর বন্দুক দিয়া খুঁচাইয়া টাইন্না আনুম :@
সোণেলাতে এসে যে দুইজনের পোস্ট পড়েছি নিয়মিত বা অনিয়মিত হয়েও নিয়ম করে সেই দুইজনকে সোনেলাতে প্রতিদিন চাইইইইইইইই চাই… অফুরান -{@ শুভেচ্ছা 😀
লীলাবতী
নিয়মিত হবো আমি,কিন্তু আপনি যদি অনিয়মিত হন,তবে তাজের বন্দুকের গুলি একটাও কিন্তু মিস হবেনা,সব আপনার বুকে ঠা ঠা ঠা ঠা করে মারবো 🙂
নীতেশ বড়ুয়া
আমি কি চৌধুরী সাহেব নাকি যে ঠা ঠা ঠা ঠা করে বন্দুকের গুলিতে মারা যাবো? আমি হলাম ১ মিনিটের মধ্যেই জন্ম নিয়ে তিন মিনিটেই কেডস পায়ে দিয়ে এসে লীলাপুকে বলবো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি! এইবার আমাকে কেউ ফেরাতে পারবে না থুক্কু মারতে পারবে না 😀 :D)
লীলাবতী
উখে উখে দেখা যাবে কত দ্রুত দৌড়ে আসতে পারেন 🙂 তা জনাব ভবঘুরে মেঘের শিশির লাপাত্তা কেন বলবেন কি?
নীতেশ বড়ুয়া
বন্দুকের গুলির আগে ঠা ঠা ঠা ঠা শব্দ হবার আগেই আমি আপনার সামনে হাজিরা দেবো নিচ্চিত 😀
ফেবু ভালা পাই না আর। চোখের সামনে চেনাজানাশোনা মানুষদের ভন্ডামি দেখে ঠেকে ‘কাকে রেখে কাকে ধরি’ উপায় করতে না পেরে শেষে নিজেই নিজেকে নিকেশ করেছি 🙁
লীলাবতী
আচ্ছা দেখা যাবে কতটা স্কুল পালাতেন এখন বুঝা যাবে সোনেলায় হাজিরা দেখে 🙂
ফেইসবুকে আমি কেন কম যাই বুঝেছেন এবার?সব মেকি,কিছু নেই ওখানে। সোনেলায় নিঃশ্বাস নেই প্রাণ ভরে।ফেইসবুকে থাকি ভয়ে আতংকে আর প্রায় সব ভণ্ডদের মাঝে।
নীতেশ বড়ুয়া
;(
আমি কুনুদিন স্কুল পালাইনি লীলাপু :D)
লীলাবতী
তাইলে তো আপনি গুড ষ্টুডেন্ট -{@
নীতেশ বড়ুয়া
তবে স্কুল পালাতে সাহায্য করেছি আর কলেজে উঠে তাঁদের প্রস্কি দিতে 😉 😀
লীলাবতী
সোনেলায় কিন্তু এসব চলবে না।নিজে থাকবেন আর ছাত্র পাকরাও করে আনবেন 🙂
নীতেশ বড়ুয়া
আমি পুরনো একজনকে নিয়মিত হওয়ার জন্যে নিয়মিত প্যারা দিয়ে যাচ্ছি 😀
লীলাবতী
কে সেই পুরানো একজন?
নীতেশ বড়ুয়া
মহুয়া সিজেল ওরফে বনলতা ওরফে মহুয়া কবীর- এই তিন নামেই তিনি একজন। কিন্তু এখানের বনলতাপু কে আমি জানি না তবে সোনেলাতে মহুয়া আছে, ছিল। সেও ব্যাক করবে বলছে 😀
লীলাবতী
মহুয়া সিজল নামে কেউ সোনেলায় আছেন?অন্য এক বনলতা সেন একটি না জানি দুটি পোষ্ট দিয়েছিলেন।এরপরে তিনি নিরুদ্দেশ।খুজে পেয়েছেন তাকে?
নীতেশ বড়ুয়া
হ্যাঁ, তাকে খুঁজে পেয়েছি। এবং আপনার মতই টিক টিক করে খুঁছিয়ে যাচ্ছি 😀
লীলাবতী
নিয়ে আসুন এখানে।আমরা তাকে ফুলের মালা দিয়ে বরন করে নেই 🙂
নীতেশ বড়ুয়া
আচ্ছা, না এলে পিটুনি দিয়ে নিয়ে আসি? ;?
মিজভী বাপ্পা
অসাধারণ লিখছেন 🙂
লীলাবতী
কি লিখেছি পড়েছেন তো ভাইয়া? মধ্যের লেখাগুলো আমার না তা কি দেখেছেন আপনি? 🙂 যার লেখা তাকেই এই অসাধারণ লিখেছেন বলুন ভাইয়া 🙂
জিসান শা ইকরাম
শুভ দ্বিতীয় বর্ষপুর্তি শুন্য শুন্যালয়।
অভিনন্দন শুভেচ্ছা আপনাকে -{@
শুভ কামনা।
লীলাবতী
মনে হচ্ছে মাত্র সেদিন এলেন।এর মধ্যে ২ বছর শেষ হয়ে গেলো।
জিসান শা ইকরাম
এত দিনেও তার ভাবনা শেষ হয়নি,আপনাকে বাবুই বলে ডাকবে কিনা!!
তাহলে আর ডাকবেন না
হাহুতাশ বিজ্ঞপ্তি দিতে পারেন আপনি 🙂
লীলাবতী
আমাকে বাবুই বলে ডাকবেন না শুন্য আপু? 🙁 কত সুন্দর একটি নাম,ডাকবেন না আমাকে? 🙁
শুন্য শুন্যালয়
আমিতো ভুলেই গিয়েছিলাম লীলাবতী দি, আপনাকে তো সোনেলায় নিয়মিত পাচ্ছিই না, তবুও মনে রেখেছেন? 🙁 কেমন করে দুটো বছর পার হয়ে গেলো তোমাদের এই হাসি খেলায়। সোনেলাকে আমি একা বয়ে নিয়ে যাচ্ছি এও কি সম্ভব!! তোমরা সবাই যেভাবে আমাকে বয়ে নিয়ে যাচ্ছ দি এতো সৌভাগ্য সবার হয়না। নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি আমি। ভালবাসা হারিয়ে ফেলে সোনেলায় উজার করে সব ফিরে পেয়েছি। অনেক ভালোবাসা নিও লীলাবতী দি। (3 তুমি আজকে আমার নতুন দিনটা তৈরি করে দিলে।
লীলাবতী
কিছু মানুষের কিছু কিছু ক্ষণ মনে রাখি আমি।এই তারিখটি মনে রাখা সহজ।শোকদিবসের পরের দিন সোনেলায় আপনার জন্মদিন 🙂
যেমনটা চেয়েছিলাম,তেমন করে পোষ্ট দিতে পারিনি।আপনার কিছু লেখার লিংক দেবো ভেবেছিলাম।কিন্তু দিতে হয় ৩০ টির বেশি।কোন লেখা রেখে কোনটি দেই,এই অবস্থা 🙂
ভালোবাসি আমরাও তোমাকে সবাই (3
শুন্য শুন্যালয়
তোমার এতো মধুর মধুর ডাকের ভিড়ে কোনটা রেখে কোনটা ডাকি অবস্থা। ভত্তাবতী নাকি ঢংগী? তেতুল কন্যা নাকি ফেচুন্নী? যাও সব ভুলে বাবুই টাই ডাকবো।
খুশি? (3
আমি এত্তো ক্যাটাগরিতে কবে লিখছি? 😮 কি কি বাদ পরলো লিস্টি দিওতো, সেইগুলা ও পুরন করে দেই 😀 পোলাপাইন আমার লেখার সমালোচনা করতে এত ডরায় ক্যান বুঝিনা। কচি কচি মনের উপর কি সব লেখার অত্যাচার টাই না চালাই 😀
আপনি আবার কবে ঘাপটি দেবেন? এরপর নীতেশ দার মতো আমিও কিন্তু তাজের বন্দুক নিয়ে তাড়া করবো বলে দিলাম।
লীলাবতী
ভত্তাবতী,ঢংগী,তেতুল কন্য্,ফেচুন্নী সবই অত্যন্ত কিউট আর আদরের ডাক।এত আদর করে আমাকে কেউ কোনদিন ডাকেনি।বাবুই ডাকলে তো মহা খুশী হবো আমি 🙂 (3
কোন ক্যাটাগরি বাদ গেলো তা খুঁজতে হলে আবার সব পোষ্ট দেখতে হবে।দেখে বলবো।
আচ্ছা আচ্ছা এখন হতে লেখার সব দাড়ি,কমাও দেখবো।বললে রাগ করা চলবেনা 🙂 বন্দুকে ভয় পাই। আর পালাবো না আপু 🙂
শুন্য শুন্যালয়
আমিতো রাগ কাকে বলে জানিইনা বাবুই, দেখি কেমন দাড়ি, কমা দেখো। ভয় পেয়োনা, আমার ধারনা তাজের বন্দুকে গুলি নেই। 🙂
মেহেরী তাজ
আমার বন্দুকে গুলি আছে কিন্তু বলে দিলাম। তবে লীলা আপুকে ধরার জন্য আমি তা দেবো না। :p
নীতেশ বড়ুয়া
তাজাপুর বন্দুকের গুলি ঠা ঠা ঠা ঠা করে শব্দ করে ফোটে :D)
নিয়া নিমু চুরি কইরা 😀
ধরতে যা মানা
তাজাপুর বন্দুক ছানা,
ভত্তাবতী হলে কানা
তাজাপুর বন্দুকে নেই মানা :D)
শুন্য শুন্যালয়
ছোট বেলার ম্যাচির কাঠির বাক্সে কি এক গুলি পাওয়া যাইতো, এইটা সেই বন্দুক। তাজের বন্দুক দিয়া বেলুন ভালো ফোটে 😀
মেহেরী তাজ
আমার বন্দুক লুকায়ে রাখছি।
কেউ পাবে না, কেউ পাবে না
নীতেশ দা হবে কানা লীলা আপু না। :p :p
মেহেরী তাজ
এই বন্দুক নিয়াই টানাটানি করে আবার বলে ম্যাচের বক্সে ভরা বেলুন ফাটানো বন্দুক।
হোক আমার তাই ভালো। :@ 🙁
লীলাবতী
তাজকে আমি এত্তগুলো ভালোবাসি (3 তাজ যে বন্ধুক দেবেনা তা আমি জানি 🙂
মেহেরী তাজ
ভালোবাসা নিজের কাছে রেখে দিলাম। এবার কথা হলো, আপনি যদি আবার হারায়ে যান তবে আমিই বন্দুক হাতে আপনাকে খুজতে বেড় হবো। আর হ্যা আমার এইম কিন্তু অনেক ভালো।
নীতেশ বড়ুয়া
ইয়েস ইয়েস ইয়েসসসসসসসসসসসসসসসসসসসসস… আপনি তাহলে তাজাপুর গুলিও দেখে ফেলসেন!! :D)
লীলাবতী
আচ্ছ আর হারাবো না,তুমিও কিন্তু হারাতে পারবেনা।এইম যে ভালো তা তো জানি।যেভাবে বন্ধুক ধরেছ বাপরে দেখেই তো ভয় লাগে। আমার গুলি হার্ট দিয়ে বানানো। এত্তগুলো গুলি (3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3 করবো তোমার দিকে যদি হারায়ে যায়
সীমান্ত উন্মাদ
শুন্যশুন্যালয়কে শুভেচ্ছা সহ এত্তগুলা গোলাপ এবং শুভকামনা নিরন্তর।
বন্ধু চালিয়ে যাক তার লেখনি অনন্তকাল।
লীলাবতী
তার আলয়ে নিয়ে নিক আমাদের সবাইকে।
ছাইরাছ হেলাল
আপনাকে ধন্যবাদ, অনুপস্থিত থেকেও সঠিক সময়ে সঠিক কাজে আপনার জুড়ী মেলা ভার।
আর তাঁকেও ধন্যবাদ এখানে তার অনবদ্য আনন্দময় উপস্থিতির জন্য।
লীলাবতী
আপনি পোষ্ট দিবেন ভাবলে আমি দিতাম নাকি? 🙂 আনন্দময়ী মানুষ তিনি,আনন্দ বিলিয়ে যাক সারাক্ষণ।
ছাইরাছ হেলাল
এই যে, ভত্তাবতী এ সব হেভিদের নিয়ে নড়াচড়া করার সাহস আমি রাখি না।
তাই তাঁকে নিয়ে কিছু লিখেছি বলে ও মনে পড়ে না!!!!
আপনি আপনারা চালিয়ে যান।
লীলাবতী
আমি কিছুটা কম বুঝি লেখা,কিন্তু এতটা কম বুঝি না যে লেখার মুল সুর ধরতে পারবো না :p
অরণ্য
হে প্রিয় শুন্য
হে শুন্যালয়
কি’বা লিখি এমনদিনে
কি লিখি তোমায়!
লিখার বালাই বাদ দিয়ে বরং
দাঁড়িয়ে থাকি ঠায়।
কাউবয় হ্যাট খুলেছি দ্যাখো
শুভেচ্ছা জানাতে তোমায়। -{@
লীলাবতী, এমন পোস্ট গুটিকতেক মানুষ দ্বারা সম্ভব এবং আপনি তাদের অগ্রপথিক। (y)
লীলাবতী
বাহ! এতো দেখছি উপস্থিত কাব্যিক শুভেচ্ছা।তার পক্ষ থেকে আপনাকেও শুভেচ্ছা -{@
আমি তো কিছুই করিনি,লেখা তো সবই শুন্য আপুর 🙂 সব ক্রেডিট তার প্রাপ্য -{@
শুন্য শুন্যালয়
ছড়াকারকে দিয়ে লীলাবতী দি ছড়া লিখিয়ে ফেলছে, তাও আবার গরমাগরম। 🙂
ধন্য হলো শুন্য। আপনাকে ধন্যবাদ ছড়াকার। -{@
লীলাবতী
গরমাগরম জিনিস সুখাদ্য আপু 🙂
ইমন
শুভ দ্বিতীয় বর্ষপুর্তি শুন্য শুন্যালয়।
অভিনন্দন শুভেচ্ছা আপনাকে -{@
শুভ কামনা।
লীলাবতী
আপুর পক্ষ থেকে আপনাকেও শুভেচ্ছা ইমন ভাইয়া -{@
শুন্য শুন্যালয়
সবাই আমাকে কেন শুভেচ্ছা দিচ্ছে? এত মিষ্টি করে যে ভালোবাসতে জানে, তাকে সব শুভেচ্ছা জমা দিয়ে দিলাম। বাবুই তুমি এত্তো ভালো একটা আপু। আমার ধারনা তুমি নিজে কবে প্রথম পোস্ট দিয়েছ সোনেলায়, তাও তোমার মনে নেই, আমারটা ঠিক মনে রেখেছ। ঠিক বলেছিনা?
নীতেশ বড়ুয়া
আপনারা দুইজনেই বেশী মিষ্টি, এতো মিষ্ট যে ডায়বেটিক রুগীদের ডায়বেটিকও পালায় \|/
শুন্য শুন্যালয়
কিতা বলেন? আস্তে আস্তে বলেন। আমাদের নিয়ে তো ইনসুলিনের সিরিঞ্জে ভরে দেবে। 😀
নীতেশ বড়ুয়া
দেশে কিংবা বিদেশে মিষ্টির জন্যে আস্তে বলার টেন্সচন নাইক্কা শুন্যাপু, যা আছে সব সোনেলাতে 😀
শুন্য শুন্যালয়
আপনাকেও চমচম বলিয়া বোধ হইতেছে 😀
নীতেশ বড়ুয়া
আমি গোলালু… হোঁৎকা মোটকা :p
লীলাবতী
চমচম! :D) :D) শুন্যাপু আমি চমচম খুব ভালো খাই।পাইছি এবার পাইছি রে \|/
নীতেশ বড়ুয়া
:@ ^:^
লীলাবতী
শুন্য আপু মিষ্টি বেশী,আমি কম :p
শুন্য শুন্যালয়
হুম আমি ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার আর আপনি নাটোরের কাচা গোল্লা। 😀 @লীলাবতী
লীলাবতী
কাচা গোল্লা গপাগপ খাওয়া যায় না, মিষ্টি একবারে মুখে দিয়ে খাওয়া যায় 😀 শুন্য আপু
নীতেশ বড়ুয়া
দইয়ের মধ্যে কাচা গোল্লা আর মিষ্টি… ওহো!!! তাজাপু দই তাহলে :D)
শুন্য শুন্যালয়
আমারে একবারে খাওয়ার হাউস হইছে কার কার, সাহস থাকলে পারলে সামনে এসে দেখাক। :@
লীলাবতী
নীতেশ বাবুর কি হলো আবার?ফেইসবুক একটিভ করলেন নাকি? 🙂
শুন্য শুন্যালয়
চমচমের কথা শুনেই ফেসবুক ইয়াদ আগায়ি মে বে 😀
লীলাবতী
ফেইসবুকে মজা আছে রে আপু,আমি মজা পেলাম না 😀
নীতেশ বড়ুয়া
ভত্তাবতী লীলাপু আপনি বালুশাই মিষ্টি… বালির মতো খুঁচ খুঁচ করে সবার খবর রাখেন ভেতরে মিষ্টির স্বাদ রেখে :p
লীলাবতী
আমারটা আমি মনে কেন রাখবো?সোনেলায় কি এসব দেখার কেউ নেই? 🙂
নীতেশ বড়ুয়া
আপনারটা আমরাই মনে রাখছি তো (3 \|/ -{@ 😀
লীলাবতী
ভুলনা আমায় :D)
ব্লগার সজীব
আমার কোন নাম নেই,ভালোবেসে কেউ কোনদিন আমাকে কোন নামে ডাকেনি 🙁 কেউ ডাকবেও বলে মনে হয় না 🙁 তবে আপনাকে এত আদুর নামে ডাকে এটি দেখেও ভালো লাগে।
আমার অলেখায় শুন্য আপু যেভাবে উপস্থিত হয়ে উৎসাহ দেন,তাতে ভিন্ন কিছু লেখার তাগিদ অনুভব করি।কিন্তু আমার দৌড় যে পর্যন্ত,তা যে আমি অতিক্রম করতে পারিনা।
ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা শুন্য আপুকে -{@
শুন্য শুন্যালয়
কেউ ডাকবে না কি বলেন? আমরা যে সঞ্জীবনী ভাবির আইডি করে রাখলাম, সেতো নিশ্চয়ই কিছু না কিছু ডাকবে। সবুরে নাকি ডুমুর ফুল পাওয়া যায়? 🙂
লীলাবতী
শুন্য আপু, আমরা সজুরে আদর করে পিচ্চি ডাকি না? এত আদরের ডাকেও তার মন ভরে না 😀
ব্লগার সজীব
শুন্য আপু,লীলাদির কি বিয়ে পর্যন্ত অপেক্ষা করেছেন?আমার বেলায় সবুরে মেওয়া ফলার অপেক্ষা 🙁 এক দেশে দুই আইন চলবে না চলবেনা।
লীলাবতী
সজু ভাইয়া তোমার বিয়ের পোষ্ট এসে গেলো,কিছুটা ধৈর্য্য ধরো ভাইয়া মনি 🙂
লীলাবতী
আহারে বাবু সোনা কাদেনা।পিচ্চিকেও আমরা সবাই আদর করে পিচ্চি ডাকি।ভুলে গেলেন কেনো? আচ্ছা ফেইসবুকের ইনবক্সের আর তো কোন অগ্রগতি দেখলাম না :p
সজীব ভাইয়া আপনাকেও শুভেচ্ছা -{@
ব্লগার সজীব
আদর করে পিচ্চি ডাকা? তাও সবার সামনে? লাগবে না আর আদর করা 🙁 ^:^
লীলাবতী
আচ্ছা বাবু,পিচ্চি আর ডাকবো না,এখন হতে বাবু সোনা ডাকবো :D) ( এটি পরী বা তাজের একটি কমেন্ট )
শুন্য শুন্যালয়
কি আর কইমু দুঃখের কথা লীলাবতী দি, হেইতে একটুও পঁচে নাই পোস্ট পইড়া, উল্টা ২ নাম্বার পাত্রি পছন্দ করছে। হেয় নিজে ২ নাম্বার, পাত্রিও ২ নাম্বার 😀
লীলাবতী
সজীবে হেভী চাল্লু আছে,ভাব দেখায় ভাজা মাছটি উল্টে খেতে পারে না 😀
শুন্য শুন্যালয়
তবে আমি ঠিকই বুঝছি, অইটা কাঁচা মাছ খায় 😀
লীলাবতী
কাঁচা মাছ খায় :D) আহারে সজু,আদর করে কেমনে বাঁশ দেয় শিখে রাখো ভাইয়া 😀
শুন্য শুন্যালয়
😀 তার গুরু এসে গেছে, আমার হাল আবার খারাপ না করে ফেলে।
লীলাবতী
গুরুর হাতে আবার বন্ধুক থাকে 😀
মেহেরী তাজ
শুন্য আপু সোনেলায় আপনার দুই বছর হয়ে গেলো?? শুভেচ্ছা আপু। কি লিখবো বুঝতে পারছি না।
ও হ্যা অনেক গুলা ভালোবাসা।
আর লীলা আপু আপনার ৭২ তম পোষ্টের জন্য অভিনন্দন। :p :p
শুন্য শুন্যালয়
আরে আমারোতো ৭২ টা পোস্ট হইছে, এই ভত্তাবতী, চিইইইইইইইইমটি।
মেহেরী তাজ
এবার বুঝলাম দেবদাস / কালিদাস / মজনু আসোলেই মিথ্যা নয়……
শুন্য শুন্যালয়
;? আপুমনি এরা কারা?
লীলাবতী
আমরা সমান সমান আছি পোষ্টের সংখ্যায়।আর মান বিচারে আমি শুন্য, শুন্য আপু বাহাত্তর 🙂
লীলাবতী
তাজের জন্য (3
খেয়ালী মেয়ে
অনেক শুভেচ্ছা শুন্য আপু -{@ এমনিই থেকো তুমি সবসময়, সবাইকে ভালোবাসায় জড়িয়ে রেখো এভাবে সবসময় (3
লীলাবতী আপু শুভেচ্ছা অনেক তোমাকেও -{@
পোস্টটা অনেক ভালো লেগেছে (y)
লীলাবতী
তোমাকেও এত্তগুলো লাভু পরী (3 (3
কৃন্তনিকা
শুভেচ্ছা শুন্য আপুকে…
সোনেলায় থাকুন। সোনেলা ছেড়ে সোনেলাকে শুন্য করে যাবেন না, শুন্য শুন্যালয় ছাড়া সোনেলা যে শুন্য…
-{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
লীলাবতী
সোনেলা শুন্য করে যাবে কোথায়?প্রান পাখি আমার হাতে 🙂 -{@
নীতেশ বড়ুয়া
লীলাপু, কৃন্তনিকাপুর লেজ কোথায় দেখে নিন তো এই ফাঁকে! উনি যে গায়েব হয়ে যান নিজের ক্যেলা খুশীতে তখন লেজ ধরে টেনে আনা যাবে ;?
লীলাবতী
কৃন্তনিকাপুর খোঁজ নিতে হবে আজই।সেরা সংবাদদাতা আছেন আমার 🙂
নীতেশ বড়ুয়া
তাইইইইইইইইইইইইইইইইইইইইইইইই!!!!!!!! কে সে?? আমি তার লেজ ধরে টান দিতে চাই থুক্কু সেই কান ধরে।। কান টানলে মাথা আসবেই ;?
লীলাবতী
জছেন।খবরে প্রকাশ,আপনাকে কৃন্তনিকা আপু খুঁজছেন।কিন্তু আপনার ফেইসবুক আইডি একটিভ না থাকায়,খুজে পাচ্ছেন না।সংবাদদাতার নাম বলা যাবেনা,তবে তিনি সব কিছুই দেখছেন 😀
স্বপ্ন
শুন্য আপুকে শুভেচ্ছা ও অভিনন্দন -{@ আমার পচা সব পোষ্টে শুন্য আপুর মন্তব্য আছে 🙂 আপনাকেও ধন্যবাদ লীলাপু -{@
লীলাবতী
উনি সোনেলায় আসার পরে আমার সব পচা পোষ্টেও মন্তব্য দিয়েছেন 🙂 আপনাকেও ধন্যবাদ -{@
নীলাঞ্জনা নীলা
মানুষ এতো ভালো হতে পারে কিভাবে? চারদিকে যখন চাওয়া-পাওয়ার উপর সম্পর্ক নির্ভর করে চলছে,
সোনেলায় এসে দেখছি পাওয়ার কথা ভাবছেই না। কেবলই সবাই সবাইকে দিয়ে যাচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। সাধে কি আর আপ্লুত হই?
লীলাবতীদি আর শুন্য আপু আপনাদের কথা-গল্প আমি এতো বেশী শুনেছি। তারপর সোনেলায় এসে দেখলাম কিভাবে এর ভিত্তিটাকে শক্ত করেছেন আপনাদের যত্ন দিয়ে। এমন একটি পোষ্ট পড়ে আর তার গভীরে যেতে পেরে ধন্য মনে করছি। তবে লীলাবতীদি আপনার লেখা এতো কম হলে চলেনা।
শেষে কিন্তু আমিও আমার একঘেঁয়ে প্যাঁনপ্যানানি লেখা নিয়ে নিরুদ্দেশ হবো, বলে দিচ্ছি। অনেক অনেক ভালোবাসা দিদি। (3 (3
আর শুন্য আপু অভিনন্দন তোমাকে। ছুঁয়ে থেকো, পাশে থেকো, ভালো থেকে ভালো রেখো। -{@ (3
লীলাবতী
ভুল ভেবেছেন আপনি নীলাদি।আমি এসব করি চাওয়া-পাওয়ার পাওয়ার জন্য।নিঃস্বার্থ ভালোবাসা নেই কারোর প্রতি আমার।এই যে আমি শুন্য আপুকে নিয়ে পোষ্ট দিলাম,এরপর হয়ত আপনাকে নিয়ে দেবো, আরো অনেককে নিয়ে দিয়েছি এর আগে।সবাই যখন এটি ফিরিয়ে দিবেন,কত্ত ভালোবাসা আমি পাবো আপনাদের কাছ হতে ভেবে দেখুন।আমার সামান্য ভালোবাসায় হয়না যে :p
আপনার কথা শুনতে শুনতেও আমার কান ধরে গিয়েছে।আমার নাতনী ভালো লেখে,নাতনী মুহুর্তের মধ্যে কবিতা লিখতে পারে,নাতনী এমন,নাতনী তেমন আরো যে কত কিছু।নাতনী সময় পায়না,সময় পেলে সে একাই সোনেলাকে জমিয়ে রাখবে,বিরাট আড্ডাবাজ……এসব তো আগেই জেনেছি 🙂 শোনা কথা যে এতটা মিলে যাবে তা কিন্তু তখন ভাবিনি।
আমাদের ভালোবাসা উপেক্ষা করে কোথায় যাবেন আপনি।পারলে যান দেখি (3 (3 (3
শুন্য শুন্যালয়
ভালোবাসা পাবার জন্য ভালোবেসো না, ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি তাই ভালোবেসো।
ওরে ভত্তাবতী, তোমার মনে এই ছিলো? তোমাকে নিয়ে পোস্ট তো দেবই, দাঁড়াও সজীবের মত আরেকটা দেব, তখন কিন্তু ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে পারবেনা, ফেচুন্নী!!
নীলাপু, লীলাপু লাভ ইউ এত্তত্তত্তত্তত্তত্ততো এত্তত্তত্তত্তত্তত্তো। ( বিশেষ দ্রষ্টব্যঃ কেউ রংধনু খুঁজতে এলে খবর আছে ) (3 (3 (3
লীলাবতী
আমাকে নিয়ে পোষ্ট দিলে আমিও দেবো আবার।শুন্য আপুর জন্য পাত্র দেখাও (রংধনু) হতে পারে।আমি যে নীলাদিকে (3 দিয়েছি তা যেন কেউ না দেখে :p
শুন্য শুন্যালয়
কি পোস্ট দিবা তাইলে? শুন্য আপুর জন্য পাত্রী চাই? 😀 আমি কিন্তু সবাইরে কমু আসল মিথ্যাটা কি? কমু লীলাবতী আমারে উম্মা দিছে ফেসবুকে।
আমিতো কিছুই দেখিনা, দিনের বেলায় আরো দেখিনা। সব লিইখ্যা রাখতেছি 🙂
লীলাবতী
আপনি বুঝি দেননি?স্কিন সট শিখেছি হু,ফেইসবুকের সব কিছু নিয়ে আসবো এখানে।
একজনকে বাদ দিয়ে কিসের ইমো দেয়া হয় তা জাতি জানুক।এতেই প্রমাণিত হবে রংধনু কে চায় :p
শুন্য শুন্যালয়
দেখুক দেখুক। ২/৩ বাদে সবাই আম্রে আগে দিছে, আমার কুনই দুষ নাই। দুইন্যাটা এখন দেওয়া আর পাওয়া, আমি কি কইরমু?
নাহ্ এই বদ রংধুনু গুলা থাইক্কা তিনশো হাত দূরে থাকুম। ও দাদীমা, তুমি স্ক্রিনের সামনে গেলে এমনিতেই উহা শট খাইবে, নতুন করে আবার কি শিখলা?
লীলাবতী
২-৩ কে বলে দেই তাহলে,এইত সুযোগ,দিয়ে দিন দিয়ে দিন :p
আবু খায়ের আনিছ
নতুন ব্যবহারকারী হিসাবে এত কিছু জানিনা তবে এটা বলতে পারি ব্লগিং আগেও করেছি এবং করছি কিন্তু সোনেলার মত এত ভালোলাগা কখনই জন্মায়নি।ধন্যবাদ সোনেলার সব লেখক,পাঠক, এক কতৃপক্ষকে।
লীলাবতী
সোনেলাকে আমরা পরিবার ভাবি,ব্লগ ভাবি না -{@
মিথুন
লীলাবতী আপু, আপনাদের ভালোবাসার স্বরূপ দেখে আমি বিষ্মিত হচ্ছি, আফসোস হচ্ছে, কেন আমি নিয়মিত হতে পারিনা। আপনার নাম তাহলে বাবুই? আমরাও এই নামে ডাকতে চাই, কার কাছ থেকে পার্মিশন নিতে হবে? অভিনন্দন আপনাদের দুজনকেই। আরো এমনি বর্ষের পর বর্ষ পার হোক………… -{@ -{@
লীলাবতী
আমরা রংধনু না হয়েও একে অপরকে ভালোবাসি (3 আমিও আজকাল যথেষ্ঠ সময় দিতে পারিনা আপু।ডাকুন বাবুই,বাবুই নামটি খুবই ভালো লেগেছে আমার।এমন শুভেচ্ছার জন্য (3
শুন্য শুন্যালয়
বাবুই পোস্ট দাওনা অনেকদিন। সোনেলাতেও আগের মত আসোনা। পেয়ে গেছো কি কোথাও আনন্দের খনি? আমাদেরও নিয়ে চলো না হয়। 🙁