বাবুই বলে ডাকা

সোনেলা রোদ্দুর ১৬ আগস্ট ২০১৫, রবিবার, ১২:৫৪:৪১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১২ মন্তব্য

ফোঁটা ফোঁটা জলের গায়ে
টুকটুকে রঙ্গের আঁকাআঁকি,
পৃথিবীর সব রং গায়ে মেশা তার
ভাবছি তারে বাবুই বলে ডাকি..

তার যা ইচ্ছে তাই বলে যান,কিন্তু আমাকে কেন এত সুন্দর নামে আজো ডাকলেন না তিনি?এমন প্রশ্ন করে বিব্রত করতে চাইনা আমি।

এই সোনেলার ছোট পরিবারে তিনি নিয়ে এলেন তার  পৃথিবী। তার পৃথিবী অনেকঃ

হেরে যাবার আগে হাত বাড়িয়ে দেই মহাশুন্যে আমার
আমার আছে অনেক অনেক পৃথিবী
কয়টা ভাংবে তুমি?
বন্ধুর পৃথিবী আছে
চোখে পানি ভরা প্রিয় মানুষের চকলেট হাতে হেসে ওঠা পৃথিবী আছে
লিটল চার্লি বিয়ার কার্টুনের মতো একটা স্বপ্নের পৃথিবী আছে
আছে মায়ার পৃথিবী ……… 

এমন আন্তরিক লেখা পড়ে তার মায়ায় না পরে উপায় কি? এই সোনেলা পরিবার তার মায়ার জালে বাঁধা পরে গিয়েছে।প্রথমে কি কেউ ভেবেছিলাম তার এই পৃথিবী কতটা বিস্তৃত হবে সোনেলায়?

যে পথ ধরে যাই, চিহ্ন রেখে যাই
হাতের চুড়ি, চুলের কাঁটা
পায়ের ছাপে পরবে ধুলোর ঢেউ,
পিছু নেবে কি ভুল করে কেউ?
যা দেবার রয়ে গেছে পিছে।
এ আমার ই পণ ;
যেন নিজের ভুলে না জড়াই,
যেন ভুল করেও ফেরার পথে এ পথে না ফিরি;
শুধু চিহ্ন গুলো বেখেয়ালে কেউ দুমড়ে না দিয়ে যায়…………

এই ব্লগে এমন কি কেউ আছেন,যার ব্লগে তিনি চিহ্ন রেখে আসেননি? এই ব্লগে এমনকি কেউ আছেন যিনি তার রেখে যাওয়া চিহ্নকে দুমড়ে দিয়ে যাবেন?

শামুকের মত পিঠে নিয়ে সোনেলাকে তিনি একা বহন করে চলেছেন।তার আগমনের পরে সোনেলায় প্রকাশিত প্রায় সমস্ত পোষ্টে তিনি মন্তব্য দিয়ে লেখককে উৎসাহিত করেছেন।শত ব্যস্ততার মাঝেও ঠিকই তিনি সোনেলায় এসেছেন,আমাদের মায়া তাকে টেনে এনেছে আর তার মায়ার জালে আমাদের নিয়ে নিয়েছেন।

তিনি আসলে কি, এটি একটি লেখায় বুঝানো যাবে না। তার লেখাকে একটি বিভাগে ফেলা যাবেনা।একাগ্র চিত্তে তিনি লিখে গিয়েছেন,নারী নির্যাতন,সমাজ সচেতনতা,রম্য,ছবি ব্লগ, কবিতা, ছবিতা,মুভি রিভিউ- প্রতিটি ক্ষেত্রেই তিনি সফল একজন।

সোনেলা এবং শুন্য শুন্যালয় যেন দুজনে দুজনার হয়ে গিয়েছে
সোনেলায় আজ শুন্য শুন্যালয়ের দুই বছর পুর্তি
এমনি মায়ায় লতার মত জড়িয়ে রাখুন আমাদের সবাইকে (3
শুভেচ্ছা আপনাকে -{@

৬২৭জন ৬২৭জন
0 Shares

১১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ