পিচ্চিরা যে মাঝে মাঝে কত বিব্রত করে , তা ভুক্তভোগী অনেকেরই অভিজ্ঞতা আছে। আমার ছোট ছেলের কিছু ঘটনা যা আমাদের অপ্রস্তুত করেছে এবং একই সাথে আনন্দ দিয়েছে তা কিছুটা শেয়ার করার ইচ্ছে হোল সবার সাথে ।
প্রিয় যখন বিচারকঃ
প্রিয়র বয়স যখন ৩ , আমি দুপুরে বিছানায় শুয়ে আছি। পেপার পড়ছি একটা। প্রিয় ঘুমে আমার পাশে। প্রিয়র আম্মু এসে আমার হাতের পেপারটা ফেলে দিল। হটাৎ প্রিয়র কথা.. আমরা ছিটকে দুজন দুদিকে ।
প্রিয় : আম্মু তুমি আব্বুর মুখে কামড় দিলে কেন ? আব্বু তো ব্যাথা পেয়েছে।
প্রিয়র আম্মু : না বাবা কামড় দেইনি তো 😉
প্রিয় : মিথ্যে বল কেন ? আমি দেখেছি । দাঁড়াও দেখাচ্ছি মজা।
প্রিয় বিছানা হতে নামল। আমরা খুবই আল্লাহ্ আল্লাহ্ করছি। আজ আবার কি হয় কে জানে।
ও সোজা আমার আম্মার কাছে। একটু পরেই ফিরল। খুবই উত্তেজিত।
প্রিয় : আব্বু তোমাকে দাদু ডাকে। এক্ষুণি আস।
কাম সারছে। আজ কি যে হয় ? গেলাম আম্মার রুমে। প্রিয়ও সাথে।
প্রিয় : দাদু , এই যে দেখ। আব্বু ব্যাথা পেয়েছে। আম্মু আব্বুর মুখে কামড় দিয়েছে।
ওরে আল্লাহ্ রে আমি কই আছি এখন ? দৌড়ে আম্মার সামনে হতে- আমাদের রুমে গিয়ে পৌঁছালাম। প্রিয়র আম্মুকে বল্লাম- তোমাকে আম্মা ডাকছেন । (মনে মনে বলছি- যাও যাও ঝামেলায় পর )
আম্মুকে দেখেই
প্রিয় : দাদু , আম্মুকে ধমক দাও, আব্বুর মুখে কামড় দিয়ে, আব্বুকে ব্যাথা দিল কেন ?
এই কথা শুনে আমার বউও দৌড়।
প্রিয় তার দাদুকে তখনো বলছে- তুমি আম্মুকে ধরলে না কেন ? ধমক দিলে না কেন ? প্রিয়র দাদু প্রিয়কে বুদ্ধি দিল- তোমার আব্বুকে বল, আম্মুর মুখে কামড়ে দিতে।
সমাধান টা প্রিয়র খুব পছন্দ হল।
যে মাত্র ২ বছর বয়ষে এই কম্পিউটারটি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল আমাদেরকে ।
আমরা ইচ্ছা করে, ঐ ঘটনা গিনিস বুকে উঠানোর ব্যাবস্হা করিনি। কারন – প্রিয়র সাফল্য ঐ তুচ্ছ গিনিস রেকর্ডে উঠিয়ে কি লাভ ?
আজ তার জন্মদিন ।
শুভ জন্মদিন প্রিয় বেটা ।
৩৪টি মন্তব্য
নীলকন্ঠ জয়
শুভ জন্মদিন প্রিয়। বেঁচো থাকো অসহায় মানুষের হয়ে। -{@
ইয়ে মানে কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো… বিচারকের রায় কি কার্যকর হয়েছিলো??? :D)
জিসান শা ইকরাম
ধন্যবাদ নীল (3
সে যে একগুয়ে বিচারক ছিল , রায় কার্যকর করা ব্যাতিত তাঁকে থামানো যেতো না । সবার কাছে বিচার দিত নইলে :p
রাতুল
হা হা হা !!!! 😀 😀
জিসান শা ইকরাম
🙂
রাতুল
যাই হোক, জন্মদিনের শুভেচ্ছা প্রিয় কে। 🙂
জিসান শা ইকরাম
ধন্যবাদ 🙂
রাতুলকেও শুভেচ্ছা -{@
আফ্রি আয়েশা
শুভ জন্মদিন প্রিয় মনি 🙂
দাদা, আমার হয়ে ওকে জানিয়ে দিবেন 🙂
জিসান শা ইকরাম
ধন্যবাদ আফ্রি 🙂 অবশ্যই জানাবো ।
অনেক শুভেচ্ছা তোমার জন্যও -{@
বন্দনা কবীর
শুভ জন্মদিন প্রিয় বেটা।
আরো অনেক অনেকবার তাক লাগিয়ে বাবা-মা’কে (বিশেষ করে বাবাকে 😛 ) বোবা বানিয়ে দাও
এই আশির্বাদ করি 😀
জিসান শা ইকরাম
ধন্যবাদ দিদি 🙂
বিশেষ করে বাবাকে কেনো ? ভাবীর প্রতি এই স্মজনপ্রীতি চলবে না ।
শুভেচ্ছা তোমার জন্যও -{@
মর্তুজা হাসান সৈকত
ভাতিজা দেখি মারাত্মক চালাক 🙂
আজকের সবটুকু ভালোবাসা ভাতিজার জন্য রইল। শুভ জন্মদিন ‘প্রিয় বাবাজী’।
জিসান শা ইকরাম
হুম , খুব চালাক 🙂
শুভেচ্ছা মর্তুজা হাসান সৈকত -{@
শিশির কনা
ব্যাপক মজা পেয়েছি । শুভ হোক প্রিয়র জন্মদিন ।
জিসান শা ইকরাম
ধন্যবাদ শিশির কনা -{@
খসড়া
শুভ জন্মদিন প্রিয় বেটা , আলোকিত মানুষ হও।
জিসান শা ইকরাম
প্রিয়র পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে খসড়া -{@
আদিব আদ্নান
চাল্লুকে জন্মদিনের একরাশ শুভেচ্ছা ।
জিসান শা ইকরাম
শুভেচ্ছা আপনাকেও আদিব আদ্নান -{@
এই মেঘ এই রোদ্দুর
হু হা হাহাহাহাহ বাচ্চা ভয়ংকর
অতএব বুঝে শুনে
জিসান শা ইকরাম
হুম , বুঝে শুনে –
বাচ্চা ভয়ংকর —
নীলাঞ্জনা নীলা
খুব মজার । প্রিয় বাবুকে জন্মদিনের শুভেচ্ছা -{@ (3
জিসান শা ইকরাম
আপনাকেও শুভেচ্ছা -{@
শুন্য শুন্যালয়
শুভ জন্মদিন প্রিয় বাবা…দেরী হলেও প্রার্থনা থাকবে সবসময় …
জিসান শা ইকরাম
অনেক ধন্যবাদ আপনাকে শুভেচ্ছার জন্য -{@
স্বপ্ন নীলা
আর কি লাগে,,যার এত ট্যালেন্ট একজন আদরের সন্তান থাকে !!!
এমন দিন বার বার ফিরে ফিরে আসুক,,,,,,,,,,,,,,,,,অনেক অনেক স্নেহ আর দোয়া পাঠিয়ে দিলাম
জিসান শা ইকরাম
আর কিছুই লাগেনা বোন , ছেলেরাই সম্পদ আমার।
অনেক ধন্যবাদ আপনাকে -{@
প্রজন্ম ৭১
প্রিয়র জন্মদিনে শুভেচ্ছা রাশি রাশি। বিচারক দেখি পুরাই নাছোড় বান্দা :p
জিসান শা ইকরাম
:p
আপনাকেও ধন্যবাদ ভাই -{@
শাহানা আফরিন স্বর্ণা
হিহিহি হি হি 😀 😀 😀 তুমি সত্যি ই প্রিয় (3 অনেক ভালবাসা রইল (3 -{@
জিসান শা ইকরাম
শেষ পর্যন্ত প্রিয়র বিচার ভালো লেগেছে ? 🙂
মিথুন
দারুন বিচারকার্য। ছবিটা অনেক পছন্দ হয়েছে। দুস্টু বাবা ভালো থেকো সবসময়। (3
জিসান শা ইকরাম
প্রিয়ও ধন্যবাদ দিয়েছে আপনাকে।
সাইদ মিলটন
শুভ জন্মদিন প্রিয় 🙂
গ্রেট জব ডান ইন্ডিড 😀 কিপ ইট আপ বেটা :D)
জিসান শা ইকরাম
সে বিশাল বুদ্ধিমান হইছে 🙂