ঐ দূরে যতদূর চোখ যায়, আমি চেয়েছিলাম তার পানে।
হয়তো সে আসবে, অথবা আসবে না। কিন্তু তাকে আসতে হবে। সে কি সত্যি আসবে। নাকি আমাকে হতাশ করে সে আর আসবে না।
কিন্তু আমি কি তার জন্য বসে আছি? আমি কি অপেক্ষা করছি তার জন্য? নাকি অসহায়বোধ করছি?
সে কি আমাকে পছন্দ করে? নাকি অপছন্দ করে? নাকি ভিশন পছন্দ করে? হয়তো ভিশন পছন্দ করে, কথাটা শুনতেই কত ভাল লাগছে তাই না! আচ্ছা সে কখন আসবে?
সে কি আজই আসবে? নাকি আগামীকাল আসবে? আচ্ছা এই মাসেই আসবে তো?
প্রতিদিন এখন বৃষ্টি হয়। সে আসলে ভালোই হবে। হয়তো বৃষ্টিতে ভিজে ভিজে আসবে। কি অপরূপ লাগবে তাকে! হ্যাঁ এই বর্ষাতেই আসুক সে!
কিন্তু সে এখনো আসে না কেন? আর কতদিন পর সে আসবে? সেই সময়টা আর কতদূরে? তবে কি এই অপেক্ষার প্রহর শেষ হবে না আর? নাকি খুব দ্রুতই শেষ হবে?
আচ্ছা তুমি আমাকে দেখেই কি ভালবাসি বলবে? নাকি আমি বলবো? আচ্ছা আমি বললে তুমি কি রাগ করবে?
সে এখনো আসছে না কেন? কখন যেন আসবে সে? আজ বিকেলেই তো আসার কথা তার। বিকেল তো প্রায় হয়ে গেছে। সে এখনো আসছে না কেন?
সন্ধ্যা তো ঘনিয়ে আসছে। সে কি আজ আসবে? আচ্ছা আর কতক্ষণ পর আসবে?
কিছু ভালো লাগছে না আমার। সে এখনো আসছে না কেন। খুব অস্থির লাগছে আমার ৷ তবে কি সে আজ আর আসবে না? আমার অপেক্ষা কি এখানেই শেষ হবে না?
অনেক রাত হয়ে এলো। কিন্তু সে এখনো নেই। আচ্ছা এতো রাতেও কি কোন মেয়ে আসতে পারে? তাহলে কেন আমি অপেক্ষা করছি? আচ্ছা আমি কি বোকামি করছি?
ভোর রাত হয়ে এলো। এখন কি তাহলে আমার ঘুমানো দরকার? তাহলে কি সে আর আসলো না? কিন্তু সে যদি একটু পরে আসে? তখন কি হবে? সে যদি এসে আমাকে অন্ধকারে খুজে না পায়? না না ঘুমানো যাবে।
ছাদ থেকে আজ আকাশটা দেখতে বেশ ভালো লাগছে। চারদিকে কেউ নেই। আমি এই একলা শহরের একমাত্র অধিকারী।
কে যেন আসছে। ঐ দূরে! কিন্তু এতো রাতে কে আসছে? হয়তো সে আসছে! ঠিক মতো দেখা যাচ্ছে না। সেই হয়তো আসছে ৷ এদিকেই আসছে তো। যাই নিচে যাই।
গেটে কে যেন নক দিচ্ছে। এইতো আবার কে যেন ডাকছে। হয়তো সে এসেছে। কিন্তু আমি এখনো তো তাকে দেখিনি। আসলেই কি সে আসছে? তার মতোই তো দেখতে! হয়তো সেই আসছে। আচ্ছা আমি কি গেট খুলবো? যদি সে না হয়! এতো আশা যদি আমার পুরন না হয়?
গেট খুলা কি আমার ঠিক হবে? আচ্ছা আমি দেখবো বাইরে কে? কিন্তু সেই কি বাইরে দাঁড়িয়ে আছে? নাকি অন্য কেউ!!!!!!
১১টি মন্তব্য
শিরিন হক
ভালোবাসার মানুষের জন্য প্রতিক্ষার প্রহর গুনে থাকা ভীষণ কষ্টের।দূরের ছায়াকেও মনে হয় যেনো সে আসছে।
দারুন অনুভুতির প্রকাশ।
রাফি আরাফাত
ধন্যবাদ। ভালো থাকবেন
রেহানা বীথি
এই দোলাচল, এই আকাঙ্ক্ষা, যদি সে না হয়, কিংবা যদি সে হয়! ভালো লাগলো বেশ।
রাফি আরাফাত
ধন্যবাদ আপু। শুভ কামনা
শাহরিন
অপেক্ষার সময়ের মনোভাব অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।
রাফি আরাফাত
অসংখ্য ধন্যবাদ
জিসান শা ইকরাম
কত তীব্র ভাবে একজনের জন্য প্রতিক্ষা করলে এমন অনুভুতির জন্ম হয় তা ভাবছি।
আশা নিরাশার পেন্ডুলামের মত দুলতে থাকে মন।
শুভ কামনা রাফি।
রাফি আরাফাত
অসংখ্য ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
আহারে আক্ষেপ! অপেক্ষা! দারুন আনন্দ-যন্ত্রনাময়।
রাফি আরাফাত
জি ভাই, শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
প্রিয় মানুষটার জন্যে মনের দ্বার খুলে রাখা যায় ক্লান্তিহীন প্রতিক্ষায়। সে আসবে, হয়তো এই বর্ষায় নয়। আগামী বর্ষায়। বৃষ্টি-নুপুরের ছন্দে, অবিরাম বারিধারার মুর্ছনায়… তাকে আসতেই হবে বৃষ্টি ভেজা কোনো এক সন্ধ্যায়।
শুভ কামনা 💐💐