বাঁশ বাজার

সিকদার সাদ রহমান ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার, ০৯:৫৪:৪০পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

 

পকেটে নাই পয়শা কড়ি

অবস্থা খুব চরম

এমন সময় ঝোক বুঝে

বাজার টাও খুব গরম।

 

সকাল বেলাই বউয়ের গলা

চালের ড্রাম ফাকা

তেলের ডাব্বায় ইঁদুর ছোটে

পকেটে নাই টাকা।

 

শেষ কচুটাও আজই খেলাম

কাল কে খাবা কি?

বিছানাটায় শুয়েই থাকো

নাকে দিয়ে ঘি!

 

বাজার ঘুরে দেখতে গেলাম

যায় কি কিছু কেনা?

সব্জি সমেত ঘরে যেতে

হাজার টাকা দেনা!

 

আশি টাকার নীচে আজ

সব্জি কিছু নাই,

পেঁপে টাও চল্লিশ টাকা

পেপে ভর্তাই খাই।

 

পেঁপে ভর্তা, পেপের সালাদ

পেঁপের কত ঝোল

পেপের সাথে মিশিয়ে নিলাম

বাচ্চা একটা শোল!

 

আলু বেটাও কম যায় না

ত্রিশ টাকা কিলো

সাধ মিটিয়ে ভর্তা খাবো

সে কপালটাও গেলো!

 

তেলের বাজার করতে গিয়ে

হার্ট এটাকের পালা

চালের বাজার বলবো কি আর

পরান ঝালাপালা!

 

আমি গরিব, অতি গরিব

ফুটানিতে পাশ

বাজার ঘুরে খেয়ে এলাম

আস্তো একটা বাঁশ।

 

৫৬০জন ৪৬২জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ