বসন্ত আজ দূর-বসন্তে

ছাইরাছ হেলাল ১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, ০৮:৫৮:২০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

কোকিল আজ দূর-বসন্তে, ফিরে আর আসবে না সে,
যতি চিহ্নের মত স্ফুরিত বাকস্ফুর্তি নিয়ে
অসবর্ণ সিড়ির সাড়িতে দাঁড়িয়ে,
বন্ধন-যাতনার প্রতিধ্বনি এড়িয়ে;

হয়ত আসবে বেমালুম ভুলে, ফেলে যাওয়া
প্রাণ-উদ্দীপক এন্টিক মুদ্রাগুলোর টানে,
যা প্রায়-ই অচল উভয় পাড়ে, উত্তরে, দক্ষিণে,
পূর্ব, পশ্চিমে; বিমাতার খরঋতুতে;

হয়ত আসবে ঘুর পথে বেহিশেবির পথ ধরে,
তুঙ্গ-পুলকে বসন্ত বিহারের তারা-নেভা-রাতে
তারা-জ্বলা-রাতে, সোনা-জ্বরে ভুগে ভুগে;

প্রলম্বিত সবুজের মাঝে উড়ু উড়ু বক্ষে,
ফেলে যাওয়া কোন কাব্য-পংতি হাতে
ভাত শালিকের উৎকর্ণ হয়ে শোনা কোন হেঁয়ালি বার্তা,
যত্রতত্র ছুঁড়ে ফেলা, ছিটকে পড়া বন-জ্যোৎস্না রাতে;

আসবে, আগামীর কোন সবুজ চরাচরে নিরক্ষ রেখা বরাবরে
প্রত্যাশার স্বপ্ন-তরী নিয়ে, অফুরান শিশু হাসিতে।

******************************************************

“কালা, তোর কারণে নষ্ট হতে আর কী বাকী?
কালা, তোর-ই পানে আড়-নয়নে চেয়ে চেয়ে থাকি।”

৯৪১জন ৬৪৯জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ