“ভালোবাসি “ – বলা সহজ
বলে দিলাম, অন্ধ হই
বলিনি আসুন, হাত ধরে হেঁটে যাই
চৌরাস্তার মোড়ে , খুঁজে নিন আপন রাস্তা
বলা হয়নি –
বুক পেতে দে
নিজেকে জল করে মিশিয়ে দেই
নিমিষে তোর বুকে
ভালবাসতে হয় নাকি বুঝে সুঝে
ভাবনারা ক্লান্ত ভীষণ
তাই বলে ভুলিনি জীবনের জটিলতা
যাপিত জীবনের অপচয় … বাস্তবতা
মনে ও শরীরে জাগিয়েছিস যে তৃষ্ণা
সে দায় তোকেই দিলাম…
ভালবাসাকে বলি না
বলে দে –ভালোবাসি
ভালবাসাকে বলি না–
এসো ছুঁয়ে দাও
আমি লজ্জা হারাই।
২৮টি মন্তব্য
তওসীফ সাদাত
ধুর। ভালবাসা !!! (9) (9) (9) (9)
আফ্রি আয়েশা
আমি রুমান্টিক মানুষ তো ভালুবাসা ছাড়া আর কিছু নিয়া লিখি না 😛
তওসীফ সাদাত
ভালুবাসা (-3
জিসান শা ইকরাম
এখনো কেন বলেনা সে ?
কবি আবেগে আপ্লুত হইছে ।
ভালো লেগেছে কবিতা ।
আফ্রি আয়েশা
জিসানদা বলবে না, ভালোবাসি বলতে সাহস লাগে …
বনলতা সেন
এত্ত ভালোবাসা ভালো না ।
না বলাও সহজ নয় ।
আফ্রি আয়েশা
হুম, অতি ভালোবাসা আসলে যন্ত্রনার , কারন অপরে সেটা বোঝে না বা বেশী আবেগকে সস্তা মনে করে …
নীলকন্ঠ জয়
ভালবাসা মিছে আশা। তবু কেন এত প্রত্যাশা?
বলে দিক সে আপনাকে ভালোবাসে।
চলুক ভালোবাসা-বাসি।
কবিতা ভালো লেগেছে।
আফ্রি আয়েশা
ধন্যবাদ 🙂 শুভকামনা জানবেন
ছাইরাছ হেলাল
এ দেখছি ভালবাসার ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে ।
আফ্রি আয়েশা
😀 বয়ে যাক … এর পরেই তো সব শান্ত হয়ে যাবে 🙂 ধন্যবাদ । শুভকামনা ।
খসড়া
বলে দে না বললেই তো আমরা পাগলের হাত থেকে বাচি।
কবিতা ভাল হইছে।
আফ্রি আয়েশা
জি, যত দিন বলবে না , পাগলের হাত থেকে বাচন নাই 😀 । ধন্যবাদ এবং শুভ কামনা ।
আদিব আদ্নান
বলে দিতে এত দেরি করা ঠিক হচ্ছে না ।
আফ্রি আয়েশা
টেনশন নিয়েন না । বলে না দিলেও ক্ষতি নেই …
সীমান্ত উন্মাদ
ভালোবাসি বলে দে!!! নাইলে কলাম থাপড়া খাবি, বাংলা সিনেমা ইষ্টাইল। :p
কাব্যখানা চমৎকার। শুভকামনা নিরন্তর।
আফ্রি আয়েশা
উহুহ ভুল করলেন , এই কবিতার নায়িকা বাংলা সিনেমার নায়িকা না । সে শর্ট ফিল্মে র নায়িকা । ধমকা ধমকি মারামারি তে বিশ্বাসী না । নীরবে মেনে নেয়াতে বিশ্বাসী … আপনার ফানের সাথে ফান করতে পারলাম না সরি। ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙂 ।
পাগলা জাঈদ
অন্যরকম ভাললাগায় ছেয়ে গেল মন, কবিতাটা ভিন্ন মাত্রায় লেখাতেই হয়ত বেশি ভাল লাগল
আফ্রি আয়েশা
এমন মন্তব্যে অনুপ্রেরণা পেলাম । ধন্যবাদ । শুভকামনা রইলো 🙂
রকিব লিখন
বুক পেতে দে
নিজেকে জল করে মিশিয়ে দেই
নিমিষে তোর বুকে
—-অসাধারণ।। আমি অভিভূত , আমি বিদ্ধ ভালসাবাস তীক্ষ্ণ বাণে।।
মন্তব করবো শবদ রাজ্য বাঘবন্দি।। (3
আফ্রি আয়েশা
ধন্যবাদ 🙂 ভালো থাকবেন ।
প্রিন্স মাহমুদ
আমার ভালবাসাকে এভাবে অপমান করলে ?
আফ্রি আয়েশা
ওই, অপমান করলাম কেমনে !!! আমি তো উল্টা তোমার ভালোবাসার লাগি আকুপাকু করি 😛
সাসুম
সুন্দর, বলত আমি কে ?
আফ্রি আয়েশা
তুমি আমার ভাই 😀
মেহেদী হাসান মানিক
কবিতে :c :c :c :c :c ভালু হইছে :c :c :c
আফ্রি আয়েশা
ধইন্যবাদ 🙂
ইখতামিন
অনেক সুন্দর হয়েছে
সামহোয়্যারইনে পোস্ট দাওনা কেনো… 🙂