বলে দে –ভালোবাসি

আফ্রি আয়েশা ২৯ সেপ্টেম্বর ২০১৩, রবিবার, ১২:৩৮:৩১অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

 

“ভালোবাসি “ – বলা সহজ
বলে দিলাম, অন্ধ হই

বলিনি আসুন, হাত ধরে হেঁটে যাই
চৌরাস্তার মোড়ে , খুঁজে নিন আপন রাস্তা
বলা হয়নি –
বুক পেতে দে
নিজেকে জল করে মিশিয়ে দেই
নিমিষে তোর বুকে

ভালবাসতে হয় নাকি বুঝে সুঝে
ভাবনারা ক্লান্ত ভীষণ
তাই বলে ভুলিনি জীবনের জটিলতা
যাপিত জীবনের অপচয় … বাস্তবতা

মনে ও শরীরে জাগিয়েছিস যে তৃষ্ণা
সে দায় তোকেই দিলাম…


ভালবাসাকে বলি না
বলে দে –ভালোবাসি
ভালবাসাকে বলি না

এসো ছুঁয়ে দাও
আমি লজ্জা হারাই।

৫৮৫জন ৫৮৫জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ