heavyrain-765x510-320x213

“কয়েকদিন ধরেই দেশজুড়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। রাতদিন ঝমঝম ঝমঝম। মাঠ, ঘাট, খাল, বিল, রাস্তা, গলিপথ সবই কোথাও কোথাও তলিয়ে যাচ্ছে, আবার ভেসে উঠছে। মানুষের মনের অনুভুতিরাও কেমন যেনো বৃষ্টির সাথে সাথে বদলাতে থাকে। কারো বৃষ্টি খুব পছন্দ, আবার কারো খুবই অপছন্দ। আর বর্ষায় রাস্তাঘাটে চলাফেরা করতে বা অন্যভাবেও বর্ষায় আমাদের জীবনে অনেক মজার/বিড়ম্বনাময় অভিজ্ঞতা হয়। চলুন, জানি কার কার কেমন অভিজ্ঞতা রয়েছে? আগামী ৩১ মে ২০১৭ তারিখের মধ্যে শেয়ার করি যার যার অভিজ্ঞতা। এ বিষয়ে একজন একের অধিক পোস্ট দিলেও অসুবিধা নেই। শিরোনামের পাশে ব্রাকেটে (বর্ষা) লিখে দিন তাহলেই সবাই বুঝবে। আসুন, সবাই মন খুলে শেয়ার করি।”

উপরের অংশটুকু আমার প্রস্তাব। কেমন হয় যদি সবাই নিজেদের ঘটনাগুলো আমাদেরই প্রিয় মানুষদের সাথে শেয়ার করি আমাদের প্রিয় এই ব্লগে?

৫৬৮জন ৫৬৮জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ