তুমি অনেকদিন ধরে বলেছিলে
সাদা মেঘগুলো কি সুন্দর তাই না!
আমি গুমোট হাসি হেসে বলেছিলাম, হ্যাঁ তাই তো।
তুমি সেদিন বায়না করেছিলে সামনের শপিং-এ গেলে,
তোমার ঠিক ওইরকম শাড়ি চাই-ই চাই।
কোন কিছু ভেবে চিন্তে না পেয়ে বলেছিলাম;
আমার যাওয়া লাগবে না
দু’দিন পর বাড়ির কেউনা কেউ এসে,
তোমাকে জোর করে ওই শাড়ি পরিয়ে দিবে
চোখের জল ধরে রাখতে পারবে তো তখন?
তুমি অবাক্ হয়ে বলেছিলে মানে কি এসব কথার!
মানেটা আজ নিশ্চয়ই জানা হয়ে গেছে প্রিয়তমা?
আসলে সত্যি কথা বলতে গেলে।
সত্যি কথা!
হাসি পাচ্ছে প্রিয় বধূ আমার; যদিও তোমাকে দেখাতে পারছি না
বলতেও পারছি না সত্য বলেছি বলেই, তোমার কপালে আর আমি নেই।
জানো প্রিয়তমা আমি ভাবতেই পারছি না কথার কথাটা এভাবে ফলে যাবে,
একের পর এক আঘাত পরেছে তোমার কথা চিন্তা না করে।
জানো একটুও কষ্ট হয়নি।
তবে এখন হচ্ছে, তোমার পরনে বনিয়াদি শাড়ি দেখে।
কিন্তু আমি এমনট দেখতে চাইনি।
আর চাইনি বলেই আমার হাতে ছিল তোমার জন্য কেনা,
তোমার প্রিয় নীল রঙের সিল্কের শাড়ি।
১৯টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
বাহ! বেশ বেশ!!
প্রেমের কবিতাতেও আপনি শক্তিশালী?
ভালো লাগা রইলো।
প্রলয় সাহা
হাহাহাহাহাহা। তাই দিদি? ধন্যবাদ দিয়ে ছোট করব না। অনুজের প্রনাম নিবে। 🙂
গাজী বুরহান
ভাল্লাগছে। +++ (y)
প্রলয় সাহা
ধন্যবাদ
প্রলয় সাহা
ধন্যবাদ 🙂
ইঞ্জা
দারুণ কথামালায় বিমুগ্ধতা।
প্রলয় সাহা
ধন্যবাদ 🙂
শুন্য শুন্যালয়
আপনি ঝানু কবি তা পুরোনো কথা। কবিতাটি ভীষণ মন খারাপ করিয়ে দেয়া। কবি বলেই কি মন খারাপ করিয়ে দিতে হয়!!
প্রলয় সাহা
তাই? আমিতো জানতাম না। হুম লেখাটা একটু আলাদা তবে সত্যি বলতে বাস্তবতা আছে।
আবু খায়ের আনিছ
নিজেই চলে গেলো, প্রকৃতির কি খেয়াল, কেউ কাউকে ছাড়বে না কিন্তু ছেড়ে যেতে হয়।
প্রলয় সাহা
হ্যাঁ
জিসান শা ইকরাম
মন খারাপের কবিতা,
ভাল কবিতা।
শুভ কামনা।
প্রলয় সাহা
ধন্যবাদ 🙂
মৌনতা রিতু
নীল আকাশে সাদা ঐ মেঘের এই ছুটে বেড়ানো সত্যি আমায় কাঁপিয়ে দেয়। আমি দিতে চাই আকাশের বুকে শুধুই নীলিমা, অথচ আকাশের বুকে কোথা থেকে কালো মেঘ জড়ো হয়ে বৃষ্টি নামায়। কালো এ মেঘ রুপ নেয় সাদা মেঘে, ছুটে চলে মেঘগুলো আকাশের বুকে।
বিষন্ন এ কবিতায় মনটা ভারী হয়ে গেল।
প্রলয় সাহা
তাই।?
মেহেরী তাজ
সকালটা শুরু হলো মন খারাপ দিয়ে। 🙁
লেখা সুন্দর হয়েছে ভালো লেগেছে ভাইয়া…… 🙂
প্রলয় সাহা
ধন্যবাদ দিভাই 🙂
ক্রিস্টাল শামীম
ভালো কবিতা সাদা আমারও প্রিয় ,,,, 🙂
প্রলয় সাহা
ধন্যবাদ আপনাকে