ফেরৎ! সে আমি দেবই

ছাইরাছ হেলাল ১২ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার, ০৬:১৩:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

কোন একদিন যদি বলেই ফেলি
যা কিছু দিয়েছ, দিয়েছি, নিয়েছি কী নেইনি
তা না ভেবেই ফেরৎ দিতে চাই বা দিয়ে দেই
নিতে পারবে?

ফুলেদের ভালোবাসা থেকে শ্রাব্য-অশ্রাব্য গালাগাল
সত্যের মত মিথ্যে, মিথ্যের মত সত্য ভেবে ভেবে কল্পনার ফানুস
ছুড়েছ আকাশের গায়ে;
এক বুক পূতিগন্ধময় ক্ষীণ স্রোত, জল জ্যোৎস্নার প্লাবন,
ভুয়ো জ্ঞানী জ্ঞানী অহংকার!
বুক চিতিয়ে  প্রবল সত্যের মুখোমুখি হওয়া,
নিতে পারবে?
পারবেনা জেনেও ফেরৎ দিচ্ছি,
দিচ্ছি না,

১জন ১জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ