কোন একদিন যদি বলেই ফেলি
যা কিছু দিয়েছ, দিয়েছি, নিয়েছি কী নেইনি
তা না ভেবেই ফেরৎ দিতে চাই বা দিয়ে দেই
নিতে পারবে?
ফুলেদের ভালোবাসা থেকে শ্রাব্য-অশ্রাব্য গালাগাল
সত্যের মত মিথ্যে, মিথ্যের মত সত্য ভেবে ভেবে কল্পনার ফানুস
ছুড়েছ আকাশের গায়ে;
এক বুক পূতিগন্ধময় ক্ষীণ স্রোত, জল জ্যোৎস্নার প্লাবন,
ভুয়ো জ্ঞানী জ্ঞানী অহংকার!
বুক চিতিয়ে প্রবল সত্যের মুখোমুখি হওয়া,
নিতে পারবে?
পারবেনা জেনেও ফেরৎ দিচ্ছি,
দিচ্ছি না,
২৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
অদ্ভূত সুন্দর একটি লেখা। পারা যায় সব ফেরত দেয়া কিংবা পারা যায় কী নেয়া? ভালো করেছেন ফেরত দিয়ে, কিংবা না দিয়ে।
বোধহয় এমন একটি লেখা আমিও লিখতে চেয়েছিলাম
কিংবা চাইনি
জুলজুলে অহংকার ছাপিয়ে ঈর্ষা
সবাইকে ভিখারী কী বানায়!!
উদ্ধত গ্রীবা নিয়ে তাকিয়ে দেখার
একটা ভাস্কর্য বানিয়ে ফেলবোই একদিন,
কিংবা নয়।……………
সবাই কী আর নকল করতে পারে রে পাগল!! (নিজেরে বলি)
ছাইরাছ হেলাল
নাহ্, সবাই লিখতে পারে না, কেউ কেউ তা পারে এবং ভাল করেই পারে,
উদ্ধত গ্রীবার জীবন্ত ভাস্কর্য কেউ হয়েই আছে
দেখতে দিচ্ছে বা দিচ্ছে না।
লুকিয়ে রাখা যাবে না, যায়ও-নি!
মৌনতা রিতু
সত্যিই সব কিছু ফেরৎ দেওয়া যায় না। নিজের মধ্যেই চলে সব যুদ্ধ। এই ফেরৎ দেওয়া না দেওয়ার দোলাচলে ভেসে চলি আজিবন। কখনো ভাবি দিব না কেন ফেরৎ দিতে হবে, কিন্তু আবার ভাবি এই ফেরৎ দিয়েই বা কি হবে! আমি তো জলেছি এই জালায় আজিবন।
অসম্ভব ভাল লাগল এই শব্দমালা।
শুন্যের মতো বলতে চাই, হয়ত এই লেখাটা আমি লিখতে চেয়েছিলাম।
ছাইরাছ হেলাল
দোলাচাল নিয়েই আমাদের চলা,
তাড়াতাড়ি লিখে ফেলুন, আমিও যা লিখতে পারিনি, পারিও-না।
নিহারীকা জান্নাত
শেষের ফেরৎ দিচ্ছি, দিচ্ছি না বলে কি একটু দ্বিধায় পড়ে গেলাম আমরা?
অসাধারণ লেখা।
ছাইরাছ হেলাল
আমিও দ্বিধায় আপনার মতই।
ধন্যবাদ দিলাম।
নিহারীকা জান্নাত
ধন্যবাদ নিলাম 🙂
ছাইরাছ হেলাল
আচ্ছা,
জিসান শা ইকরাম
ফেরৎ ইচ্ছে করলেই কি দেয়া যায়?
অনেক কিছু আছে যা কখনোই ফেরৎ দেয়া যায়না,
দেবোও না,
ছাইরাছ হেলাল
আসলে ফেরৎ বলতে কিচ্ছু নেই-ই।
সব ফকফকা,
ইঞ্জা
আসলেই কি ফেরত দেওয়া যায়, আমার মনে হয়না।
বিমোহিত হলাম ভাইজান।
(y)
ছাইরাছ হেলাল
ঠিকাছে, নো ফেরৎ,
এখনই বিমোহিত হয়ে গেলে পরে কী হবে!!
রজনী অনেক বাকী!!
লীলাবতী
সবাই ফেরৎ দিক আমি দেবো না 🙂
ছাইরাছ হেলাল
একদম ঠিক,
আমিও আপনার লাইনে গেলাম।
নীলাঞ্জনা নীলা
“দাও ফিরে সে অরণ্য, লও এ নগর”—-ফিরিয়ে দেয়া যায়না, আবার ফিরিয়ে নেয়াও।
আজকাল কি লেখেন এসব? মন উদাস হয়ে হয়ে যায়!
আর তাই হয়তো আপনার কবিতাগুলো এখন অনুভব করতে পারি।
ছাইরাছ হেলাল
লেখারা আপনার অনুভবে এসেছে এটি ভেবেই আনন্দিত,
ফিরিয়ে দেয়া না নেয়া আসলেই অসম্ভব,
তবুও অনেক ইচ্ছে ইচ্ছেতেই থেকে যায়,
নীলাঞ্জনা নীলা
বাপ্রে কুবিরাজ ভাই এইটা কি কইলেন, “তবুও অনেক ইচ্ছে ইচ্ছেতেই থেকে যায়,” মাথা আউলাইতাছে। ^:^
ছাইরাছ হেলাল
পুরোপুরি আউলাইলে হপে না, অল্প আউলািলেই হবে।
নাসির সারওয়ার
ফেরৎ বলে কোন কথা নাই। যা পাবো, পাচ্ছি বা পিছনে পেয়েছি, সব ধরে রাখবো। নো ফেরৎ!!!
ছাইরাছ হেলাল
খালি নেবেন!! দেবেন না কিছুই!!
একটু কেমন যেন হয়ে গেল না!!
নিতে থাকুন, তবে সাবধানে,
নাসির সারওয়ার
নিয়ে যদি পালিয়ে যায়, তখন বাকি পথ চলবো কি করে! এজন্যাই না দেয়ার দলে ভিড়েছি …।
ছাইরাছ হেলাল
ম্যালা জ্ঞানী তো আপনি!!
বুঝতে পারছি ধার দিতে চান!!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ইচ্ছে করলেই সব কেনো কিছুই সম্পূর্ণ রূপে ফেরত দেয়া যায় না যারা দিতে পারেন তারাই মহৎ।সুন্দর কবিতা।
ছাইরাছ হেলাল
অনেক কিছুই আমাদের সামর্থ্যের বাইরেই থেকে যায়,
ধন্যবাদ।