আমি ফেরীওয়ালা।
কষ্টের ফেরীওয়ালা ।
সুখেরও বটে !
আমি আমার কষ্ট বেচি,
বিনিময়ে সুখ নিই !
কখনো সুখ নিই ।
কখনো সুখের বিনময়ে
কষ্ট নিতে দ্বিধা করি না !
আমি দুঃখ নিলে যে সুখ পাই,
সুখ নিলে তার চেয়েও কম শান্তি পাই।
আমার কষ্টে যে আরেকজনের সুখ ঘটে !
তার সুখেই যে আমার সুখ ।
পাইনা তাতে হাজারো দুখ,
তবুও আমি সেই কষ্টই নিব !
আর যে সুখ আমি কিনি,
সেই সুখের অভিনয়ে আমি নিজেকে ব্যস্তই রাখি ।
আদতে তাতে দুঃখই থাকে !
আমার এই ফেরী করা ব্যবসায় আজ অনেক ক্রেতা !
সাফল্য কিসে?
সিংহভাগ দুঃখ গ্রহনে !
আজ এই ব্যক্তিগত ব্যবসায়কে
আমি উন্মুক্ত করবো !
ক’জন আছে রাজি অংশিদার হওয়ার?
সুখের বিনিময়ে দুঃখ নেওয়ার ব্যবসায়?
কেউ কি নেই সুখ ত্যাগ করে দুঃখকে বরণ করবে…??
১৬টি মন্তব্য
মামুন
অনেক ভালো লাগল।
তবে- “কেউ কি নেই সুখ ত্যাগ করে দুঃখকে বরণ করবে…?? ” এরকম ব্যবসা করবার লোক খুব কমই পাবেন মনে হয়।
জিসান শা ইকরাম
এত কষ্ট কিসের কবি ?
দুঃখ কষ্ট সবারই আছে, কেউ বলে কেউ বলেনা।
অরণ্য
কবি দুঃখ দুঃখ ভাব ঝেড়ে ফেলুন। একটা পিঁপড়াও যেন অকারণে আপনার দ্বারা আঘাত না পায় তা কিন্তু দেখে চলতে হবে। ক’দিন শুদ্ধিস্নান করুন। তার আগে শরীর থেকে কিছু ঘাম ঝরিয়ে ফেলুন। ভাল লাগবে। দেখবেন নতুন ব্যবসা মাথায় আসবে। লিখেছেন ভাল।
সিহাব
ধন্যবাদ
কজনই বা নেয়?? কেউই নিতে চায় না! 🙁
সিহাব
কষ্ট দু:খ নিয়েই তো আমরা আছি। তবে কষ্ট পাহাড়ই বেশি ভারী হয়।
আপনি ঠিকই বলেছেন জিসান ভাই, কেউ বলে আর কেউ বলে না!
জিসান শা ইকরাম
সিহাব, লেখায় স্পেস কমালে ভালো লাগতো আরো। পেষ্ট করার পুর্বে এইচটিএমএল এ ক্লিক করে পেষ্ট করলে সিঙ্গেল স্পেস হবে। বুঝতে না পারলে বলুন, বুঝিয়ে দেবো।
সিহাব
আচ্ছা ঠিক আছে ! পরের বার খেয়াল করে করব !
সিহাব
অরন্য
অনেক হাইলেভেলের কথা বললেন! কিন্তু শুদ্ধিস্নান করার মত শুদ্ধ জল চাই। সেটাই যে নেই। কোথাও নেই!!
নুসরাত মৌরিন
কবিতাটা সুন্দর…। 🙂
সিহাব
😀
ব্লগার সজীব
ভালো লেগেছে ভাইয়া।
সিহাব
🙂
কৃন্তনিকা
অন্যরকম সুন্দর… -{@
সিহাব
ধন্যবাদ !! 🙂
শুন্য শুন্যালয়
এ কেমন ফেরিওয়ালা? দেখছি অদলবদল করছেন!!! আমি নিতে চাই দুঃখ, দেখি মাইনাসে মাইনাসে প্লাস হয় কিনা।
সিহাব
পেলাম তাহলে একজনকে,অবশেষে!! 🙂