ফেরীওয়ালা

সিহাব ২৪ নভেম্বর ২০১৪, সোমবার, ১১:০৯:০৬পূর্বাহ্ন কবিতা, বিবিধ ১৬ মন্তব্য

আমি ফেরীওয়ালা।

কষ্টের ফেরীওয়ালা ।

সুখেরও বটে !

আমি আমার কষ্ট বেচি,

বিনিময়ে সুখ নিই !

কখনো সুখ নিই ।

কখনো সুখের বিনময়ে

কষ্ট নিতে দ্বিধা করি না !

আমি দুঃখ নিলে যে সুখ পাই,

সুখ নিলে তার চেয়েও কম শান্তি পাই।

আমার কষ্টে যে আরেকজনের সুখ ঘটে !

তার সুখেই যে আমার সুখ ।

পাইনা তাতে হাজারো দুখ,

তবুও আমি সেই কষ্টই নিব !

আর যে সুখ আমি কিনি,

সেই সুখের অভিনয়ে আমি নিজেকে ব্যস্তই রাখি ।

আদতে তাতে দুঃখই থাকে !

আমার এই ফেরী করা ব্যবসায় আজ অনেক ক্রেতা !

সাফল্য কিসে?

সিংহভাগ দুঃখ গ্রহনে !

আজ এই ব্যক্তিগত ব্যবসায়কে

আমি উন্মুক্ত করবো !

ক’জন আছে রাজি অংশিদার হওয়ার?

সুখের বিনিময়ে দুঃখ নেওয়ার ব্যবসায়?

কেউ কি নেই সুখ ত্যাগ করে দুঃখকে বরণ করবে…??

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ