ছোট্ট হলেও কবিতার বয়ান অনেক শ্রুতিকল্পে আচ্ছন্ন হয়ে গেছে। কিছুটা জীবনানন্দীয়, কিছুটা বিষ্ণু দে, কিছুটা সুভাষ মুখোপাধ্যায়-এই তিনজনকেই স্পষ্টত আপনার কবিতার মাঝে দেখতে পাচ্ছি। লিখে যান অনেক ভালো করবেন। আপনার কবিতা বুননের হাত আছে বলতে হবে। শুভ কামনা।
এ লেখাগুলো কবিতা হচ্ছে বা হবে তা মনে করি না ।
কবিতাই লিখতে হবে তাও মনে করি না ।
কবিতা কবিতায় থাকুক , আমি আমাতেই থাকি ।
যা ইচ্ছে তা ই লিখি , কী হবে তা নিয়ে ভাবি না
ভাবব ও না ।
১৬টি মন্তব্য
প্রজন্ম ৭১
ঘন রাত্রির অপেক্ষা ! ছোট কবিতায় বড় ভালোলাগা ।
বনলতা সেন
প্রথম মন্তব্যকারীকে ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল
ফিরে না গেলেও হত ।
বনলতা সেন
সবাইকেই ফিরে যেতে হয় ।
মোঃ আমিনুল ইসলাম
ফিরে যেতে চাইলেই কি ফেরা যায়
তৃষ্ণার্ন্ত থাকলেই সব সময় তৃষ্ণা মেটে
লাল বা নীল হাসি একদিন গলার ফাঁসি
মনের ইচ্ছে কিংবা আবেগে..
ভাল লাগল আপনার লেখা। ছোট হলেও অনেক গুলো কথার মিলনমেলা।
বনলতা সেন
আপনার প্রতি কবিতা দেখলাম ।
মনের ইচ্ছেয় লিখি , ভাল-মন্দের হিসেব রাখি না ।
জিসান শা ইকরাম
ফিরে যেতেই হবে , উপায়কি আর ?
বনলতা সেন
উপায় আছে কী না জানি না । কিন্তু ফিরে যেতে ইচ্ছে করে না ।
আদিব আদ্নান
আমি কিন্তু ভিন্ন পথে ফিরে যেতে চাই ।
ভাল হয়েছে । অপেক্ষার আকুতি ।
বনলতা সেন
ভিন্ন পথে হলেও , আমি ফিরতেই চাই না ।
অদ্ভুত শূন্যতা
”পিপাসা ক্লান্ত বিকেল
অপেক্ষা ঘন রাত্রির ।”
মায়াকাড়া শব্দসমূহে দারুন কবিতা হয়ে ওঠা। কবিতা; বোধ এবং অনুভূতির একাকার অথৈ প্রান্তর। ভালো লাগে হারিয়ে যেতে।
বনলতা সেন
বাহ্ বেশ সুন্দর মন্তব্য ।
মিসু
অসাধারন । শব্দ নির্বাচনে মুগ্ধ -{@
বনলতা সেন
অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ।
সাতকাহন
ছোট্ট হলেও কবিতার বয়ান অনেক শ্রুতিকল্পে আচ্ছন্ন হয়ে গেছে। কিছুটা জীবনানন্দীয়, কিছুটা বিষ্ণু দে, কিছুটা সুভাষ মুখোপাধ্যায়-এই তিনজনকেই স্পষ্টত আপনার কবিতার মাঝে দেখতে পাচ্ছি। লিখে যান অনেক ভালো করবেন। আপনার কবিতা বুননের হাত আছে বলতে হবে। শুভ কামনা।
বনলতা সেন
এ লেখাগুলো কবিতা হচ্ছে বা হবে তা মনে করি না ।
কবিতাই লিখতে হবে তাও মনে করি না ।
কবিতা কবিতায় থাকুক , আমি আমাতেই থাকি ।
যা ইচ্ছে তা ই লিখি , কী হবে তা নিয়ে ভাবি না
ভাবব ও না ।